কোহলির জন্য প্রস্তুত তাসকিন, বাকিদের টেক্কা দেবেন কারা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫
     ১০:৩৪ পূর্বাহ্ণ

কোহলির জন্য প্রস্তুত তাসকিন, বাকিদের টেক্কা দেবেন কারা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৪ 115 ভিউ
দুবাইয়ে আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। ভারত ফেভারিট হলেও দলটির বিপক্ষে শেষ পাঁচ ওয়ানডের তিনটিই জিতেছে বাংলাদেশ। মরুর বুকে জমজমাট লড়াইয়ের আশা তাই করাই যায়। ম্যাচের ভাগ্য নির্ধারক হতে পারে পাঁচটি খণ্ড লড়াই। মোস্তাফিজ বনাম রোহিত ইংল্যান্ডের বিপক্ষে সম্প্রতি সেঞ্চুরি করেছেন ভারত অধিনয়ক রোহিত শর্মা। আজ বাংলাদেশের হয়ে নতুন বল হাতে আক্রমণ শুরু করতে পারেন মোস্তাফিজুর রহমান। বাঁ-হাতি পেসারদের বিরুদ্ধে রোহিত খুব স্বচ্ছন্দ নন। বাংলাদেশ সেই অস্ত্রই প্রয়োগ করতে পারে। ওয়ানডেতে ১০ বার মুখোমুখি হয়েছেন রোহিত ও মোস্তাফিজ। এর মধ্যে তিনবার রোহিতকে আউট করেছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার। অন্যদিকে মোস্তাফিজের বিপক্ষে ১০ ইনিংসে ১২৩ বলে ১৩০ রান

করেছেন রোহিত। ফলে শুরুতেই রোহিত বনাম মোস্তাফিজ লড়াই জমে যেতে পারে। তাসকিন বনাম কোহলি ভারতের ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলির অফ-সাইডের বাইরের বল খেলতে সমস্যা হচ্ছে। কোহলিকে সমস্যায় ফেলতে পারেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ডান-হাতি পেসার কোহলিকে অফ-সাইডের বাইরে টানা বল করার কৌশল বেছে নিতে পারেন। যদিও লাল বলের মতো সাদা বল খুব বেশি সুইং করে না। ফলে কোহলি কিছুটা সুবিধা পেতে পারেন। তাসকিনের বিপক্ষে ওয়ানডেতে চারটি ইনিংস খেলেছেন কোহলি। এর মধ্যে মাত্র একবার আউট হয়েছেন তিনি। তবে করেছেন মাত্র ৩৫ রান। তাসকিনকে কখনো ছক্কা মারতে পারেননি কোহলি। ফলে এই লড়াইয়ের দিকেও নজর থাকবে সবার। মিরাজ বনাম হার্দিক ওয়ানডে ক্রিকেটে বড় ভূমিকা রাখেন অলরাউন্ডাররা। ভারতীয় দলে

যেমন আছেন হার্দিক পান্ডিয়া, তেমনই বাংলাদেশ দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। হার্দিক যেমন প্রয়োজনে দলের পেস আক্রমণকে সাহায্য করবেন, তেমনই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। মিরাজও ব্যাট হাতে দলকে ভরসা দেন আবার বল হাতেও উইকেট তুলে নেন। দুই দলের ভারসাম্য রক্ষা করার জন্য মিরাজ ও হার্দিক গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মুশফিকুর বনাম জাদেজা ভারতের স্পিন আক্রমণে সবচেয়ে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। দুবাইয়ের পিচে যদি স্পিনাররা সাহায্য না পান, তাহলেও জাদেজা বড় ভূমিকা নেবেন। মাঝের ওভারে জাদেজার আক্রমণ সামলাতে হতে পারে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমকে। স্পিনের বিপক্ষে বরাবর ভালো খেলেন মুশফিক। ফলে জাদেজাকে সামলানোর জন্য বাংলাদেশ মুশফিকুরকে ব্যবহার করতে পারে। সৌম্য বনাম শামি বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারের

সঙ্গে ভারতের পেসার মোহাম্মদ শামির লড়াইয়ের দিকেও নজর থাকবে। নতুন বল হাতে শুরু করবেন শামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তিনিই ছিলেন সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার। যদিও চোট সারিয়ে ফেরার পর এখনো শামিকে পুরোনো ফর্মে দেখা যায়নি। তবে বাঁ-হাতি ব্যাটারদের বিরুদ্ধে শামি যথেষ্ট ভয়ংকর। বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারকে তাই সামলে খেলতে হবে। শুরুতেই উইকেট হারাতে চাইবে না বাংলাদেশ। সেটার জন্য সৌম্যকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। হেড-টু-হেড ম্যাচ বাংলাদেশ জয়ী ভারত জয়ী ফল হয়নি ৪১ ৮ ৩২ ১

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পপি সিড খাবার নাকি মাদক? জামায়াতের ক্ষমা প্রার্থনা: তিন আমির, তিন ভাষা প্রাথমিক শিক্ষকদের কর্মসূচি ‘আপাতত’ স্থগিত নিমন্ত্রণে জানভি কাপুরের মতো সাজতে চান, রইল উপায় ইংরেজি উচ্চারণ নিয়ে দীপিকাকে কটাক্ষ! যে জবাব দিলেন অভিনেত্রী ধসের মুখে ভারতের চিংড়ি রপ্তানি শিল্প গাজায় গণহত্যার প্রমাণ ইচ্ছাকৃতভাবে গোপন করেছিল বাইডেন প্রশাসন বিএনপির মনোনয়ন পাননি নেতা, প্রতিবাদে দুই কিলোমিটার জুড়ে মানববন্ধন সমর্থকদের মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল খাগড়াছড়ি কারাগার থেকে পালাল দুই আসামি ইন্ডিয়ান এক্সপ্রেসে দেয়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র আজকের সাক্ষাৎকার মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন দুই উপদেষ্টার পদত্যাগের দাবি প্রাথমিক শিক্ষকদের এবার শীত নামবে কবে? দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষা স্থগিত সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ৫২২ ঘণ্টা অনশন করলেও কিছু করার নেই— তারেকের উদ্দেশে ইসি সচিব বিএনপি-গণঅধিকারের ৬৪ নেতাকর্মীর জামায়াতে যোগদান বাংলাদেশিসহ মালয়েশিয়া-থাই সমুদ্রসীমায় ৯০ অভিবাসীকে নিয়ে নৌকাডুবি আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার