কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ | ১০:০৯ 188 ভিউ
কিশোরগঞ্জের জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামালসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। গ্রেফতার অপর দুজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ খোকন (৫৩) ও করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন শাখা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (৩৫)। বৈষম্যবিরোধী আেেন্দালনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। র‌্যাব সূত্র জানিয়েছে, গত ৪ আগস্ট বেলা ১১ টার দিকে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল বের হয়। মিছিলে

দুস্কৃতিকারীরা হামলা চালায়। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় কামরুল ইসলাম বাদী হয়ে গত ১৬ অক্টোবর কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। হামলার ঘটনায় হুকুমদাতা হিসেবে আনোয়ার কামালকে (৬৮) বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি তোফায়েল আহমেদ খোকনকেও একই এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। অপরদিকে গত ৪ আগস্ট করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় ওমর কাইয়ুম বাদী হয়ে গত ২৩ অক্টোবর করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকা থেকে গ্রেফতার করা হয় সিরাজুল ইসলামকে। র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো.

আব্দুল হাই চৌধুরী জানান, গ্রেফতার তিনজনকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২ উমামার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বেইজিং — চীনা পররাষ্ট্রমন্ত্রী ১৪৬ কোটি কর ফাঁকির অভিযোগ তিন কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে ইসি সফলভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করল ইরানের অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, যা বলছে পুলিশ এনবিআর বিলুপ্ত করে ২ বিভাগ, অধ্যাদেশ পাশ সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তান-চীন-আফগানিস্তানের ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র এক বছরেও গ্রেফতার হয়নি পালানো ৭২৪ বন্দি প্রশাসন রাজনীতিবিদ ব্যবসায়ী মিলেমিশে সাদা পাথর লুট চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ফেসবুকে পোস্টে পদত্যাগের পর জাবি বাগছাস নেতার মিষ্টি বিতরণ বেসিক ব্যাংকের সব সূচক নিম্নমুখী দুই কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন দুদকের দুই উপপরিচালক বরখাস্ত ক্ষমতার দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জনমতের পাল্লা দ্রুত নিচে নামছে