
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত

ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় ঘটে এ ঘটনা।
এদিকে হামলার নিন্দা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এই ঘৃণ্য কাজের জন্য দায়ীদের বিচারের আওতায় আনা হবে।’
কাশ্মীরের ট্যুর গাইড ওয়াহিদ জানান, তিনি গুলির শব্দ শুনে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে কয়েকজন মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখেন।
‘দেখে মনে হচ্ছিল তারা মারা গেছেন,’ বলেন তিনি।
পরে কয়েকজন আহত ব্যক্তিকে ঘোড়ায় চাপিয়ে সরিয়ে নেন তিনি।
ঘটনাস্থল পাহেলগামের অবস্থান শ্রীনগর শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে। এই অঞ্চলের একজন শীর্ষ পুলিশ
কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, এই 'হত্যাযজ্ঞে' নিহতের সংখ্যা অন্তত ২৫। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, এই 'হত্যাযজ্ঞে' নিহতের সংখ্যা অন্তত ২৫। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।