কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় সৈন্যসহ নিহত ৪ – ইউ এস বাংলা নিউজ




কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় সৈন্যসহ নিহত ৪

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ৫:১০ 34 ভিউ
জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর অন্তত এক সৈন্য নিহত হয়েছেন। পৃথক সংর্ঘষের এই ঘটনায় ৩ সন্দেহভাজন স্বাধীনতাকামীও নিহত হয়েছেন। শনিবার ( ১২ এপ্রিল) ভারতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ভারতের সেনাবাহিনী বলেছেন, বিতর্কিত অঞ্চলের দক্ষিণের কিশতোয়ারের প্রত্যন্ত বনাঞ্চলে বুধবার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় ভারতীয় সৈন্যরা গুলি চালিয়ে তিন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাকে হত্যা করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেবিএস রাঠি বলেন, বন্দুকযুদ্ধে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট কর্পস বলেছে, সংঘর্ষ স্থল থেকে অস্ত্র এবং যুদ্ধের সরঞ্জাম উদ্ধার

করা হয়েছে। এদিকে, শুক্রবার গভীর রাতে জম্মু-কাশ্মিরের সুন্দরবানী জেলায় পৃথক সংঘর্ষের ঘটনায় দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। ভারত-পাকিস্তানের ডি-ফ্যাক্টো সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) লাগোয়া এলাকায় সংঘর্ষে ওই সৈন্য নিহত হয়েছেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা লাভের পর থেকে ৭৫ বছরের বেশি সময় ধরে ভারতের একমাত্র মুসলিম-সংখ্যাগরিষ্ঠ অঞ্চল জম্মু ও কাশ্মির নিয়ে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে বিবাদ চলে আসছে। ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মিরের পূর্ণ মালিকানা দাবি করে। হিমালয় ঘেঁষা এই অঞ্চলের নিয়ন্ত্রণের নিয়ে অতীতে অন্তত তিনবার যুদ্ধে জড়িয়েছে দেশ দুটি। সূত্র: এএফপি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২১ হাজার টাকা বেতনের কেরানির ৩০ কোটির সম্পত্তি ভারতের ওপর ক্ষুব্ধ ট্রাম্প, কারণ ব্যাখ্যা করলেন রুবিও জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন শাহরুখ খান ফের চোখ রাঙাচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় এক মৃত্যু ইসরায়েলি দূতাবাসকর্মীর বাড়িতে রাশিয়ার হামলা ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে জামায়াত আমিরের বার্তা প্রাইজবন্ডের লাখ টাকা পুরস্কার পেল যেসব নম্বর অস্বস্তিতে প্রিয়াঙ্কা দ্বন্দ্বে জড়ালেন বাঁধন-সোহানা বাঁধনের সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা বাঁধনের সঙ্গে ভার্চুয়াল দ্বন্দ্বে ‘আলো আসবেই’ গ্রুপের সোহানা সাবা কোন দেশের ওপর ট্রাম্পের কত শুল্ক বসলো শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন পুরো হবিগঞ্জ জেলা রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার ‘শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে যেতে হবে’ ভারত ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করে ক্ষমা প্রার্থনা শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কমবে রাউজানে দ্বন্দ্ব-খুনের পেছনে মাটির ব্যবসা, বালুমহাল দখল, চাঁদা মালয়েশিয়ায় কর্মী নিয়োগে প্রতারণা, সতর্ক করল হাইকমিশন