এনসিপির প্রতিনিধির ওপর হামলা, হাজিরা দিতে গিয়ে প্রধান আসামি কারাগারে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫
     ১১:০৩ অপরাহ্ণ

এনসিপির প্রতিনিধির ওপর হামলা, হাজিরা দিতে গিয়ে প্রধান আসামি কারাগারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ১১:০৩ 92 ভিউ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপির) উপজেলা প্রতিনিধির ওপর হামলার ঘটনায় মামলা হয়। তবে পাঁচ দিন পরও পুলিশ কোনো আসামি গ্রেফতার করতে পারেনি। এদিকে রোববার অভিযুক্তরা আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে এ মামলার প্রধান অভিযুক্ত রাব্বি মোড়লকে কারাগারে পাঠিয়ে অন্যদের জামিন মঞ্জুর করেন আদালত। থানায় দায়ের করা মামলার বিবরণ সূত্রে জানা যায়, উপজেলার ১১নং খারুয়া ইউপির খারুয়া গ্রামের জালাল উদ্দিন মণ্ডলের ছেলে আশেক আলী মণ্ডল (২৪) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। তাদের পাশের গ্রাম ফুলবাড়িয়ার শহীদুল্লাহ মোড়ল, তার ছেলে রাব্বি মোড়ল (২১) ও তার স্বজনরা খারাপ প্রকৃতির লোক। রাব্বি মোড়ল এলাকায় একটি কিশোর

গ্যাং পরিচালনা করে আসছেন। রাব্বির ওই সব কু-কর্মের প্রতিবাদ করলে তার সঙ্গে শত্রুতার সৃষ্টি হয় বাদীর। এসব কারণে আশেক মণ্ডলকে বিভিন্নভাবে বিভিন্ন হুমকি দিয়ে আসছিলেন রাব্বি। গত ৩০ এপ্রিল বেলা সোয়া ১১টার দিকে তিনি স্থানীয় খারুয়া বাজারে জুনায়েদের চা স্টলে বসে চা পান করছিলেন আশেক মণ্ডল। এমন সময় সেখানে রাব্বিসহ তার পিতা শহীদুল্লাহ মোড়ল, হবি মোড়ল ও বিল্লাল গিয়ে হাজির হন। তারা সবাই আশেক মণ্ডলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে রাব্বি তার হাতে থাকা কাঠের চেলা দিয়ে আশেক মণ্ডলকে প্রহার করতে থাকে। অন্যরা রড দিয়ে কেউবা ঘুসি মেরে তাকে রক্তাক্ত জখম করে। তখন ডাক চিৎকারে লোকজন ছুটে এলে

হামলাকারীরা তাকে খুন করার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে নান্দাইল উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করান। রোববার সরেজমিন খারুয়া বাজারে গিয়ে দেখা যায় ঘটনাস্থলে জুনায়েদের চা স্টলটি বন্ধ। পাশের চা দোকানদার শহীদ জানান, ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না।তবে পরে এসে মারামারির ঘটনাটি শুনেছেন। প্রতিবেশী আক্তার হোসেন ঘটনার বিবরণ দিয়ে জানান, প্রায় দুইমাস পূর্বে চা দোকানি জুনায়েদের একটি ছাগল চোরেরা ইজিবাইকে করে চুরি করে নিয়ে যাচ্ছিল। লোকজন ধাওয়া করে পাশের কালিয়াপাড়া বাজারে গিয়ে ইজিবাইকসহ চোরদের আটক করতে সক্ষম হয়। পরে কালিয়াপাড়া বাজারের লোকজন ছাগলসহ চোরদের বিচারের জন্য খারুয়া বাজারে পাঠানোর উদ্যোগ নেন। কিন্তু সেখানে উপস্থিত আশেক মণ্ডল ইজিবাইকসহ ছাগলও চোরদের থানায়

পাঠানোর পরামর্শ দেন। এ নিয়ে সেখানে ঝগড়া শুরু হলে আশেক মণ্ডলের মোবাইল ফোনটি খোয়া যায়। প্রতিপক্ষ রাব্বি বিষয়টি নিয়ে আশেককে জড়িয়ে তার (রাব্বির) মোবাইলে একটি পোস্ট দেন। এতে ক্ষিপ্ত হয়ে আশেক মণ্ডল তখন থানায় একটি মামলা করেন। সেই মামলায় অন্যদের সঙ্গে রাব্বিকেও আসামি করা হয়। ধারণা করা হয়েছে সেই ক্ষোভেই রাব্বি মোড়ল আশেক আলী মণ্ডলের ওপর হামলা করেছে। কয়েকজন এলাকাবাসী জানান, ঘটনার পরপর উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে আসেন। খোঁজ নিয়ে জানা যায়, রাব্বি মোড়লের পিতা শহীদুল্লাহ মোড়ল আওয়ামী লীগ দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন রাব্বি। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার জানান,

খবর পাওয়ার পরপরই তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থলে যান। আহত আশেক আলী মণ্ডলের সুচিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেছেন। রোববার বিকালে যোগাযোগ করলে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, মামলার পর আসামিদের গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান চালানো হয়। এতে বিপদ বুঝে আসামিরা রোববার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করে। আদালত বাকি তিনজনের জামিন মঞ্জুর করলেও রাব্বি মোড়লের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এক ‘ভবঘুরের’ দায় স্বীকার, জবাব নেই কিছু প্রশ্নের ভোটে আটকানো যায়নি ৪৫ ঋণখেলাপিকে বাংলাদেশের বিশ্বকাপ খেলা অনিশ্চিত চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩ ট্রাম্পের শুল্ক এড়াতে যে কৌশল নিচ্ছে ইইউ সাভারে ৭ মাসে ৬ হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার মশিউর যুক্তরাষ্ট্র মনে করে আন্তর্জাতিক আইনের চেয়ে তার শক্তিই বড়: জাতিসংঘ মহাসচিব রুমিন, তাহেরী, মুজিবুর ও সালামকে শোকজ কৃষি ব্যাংক ও রাকাব একীভূত করার চিন্তা সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন সাংগঠনিক পুনর্গঠন ও রাজনৈতিক প্রস্তুতির বার্তা জেলা থেকে আন্তর্জাতিক পরিসরে গণতন্ত্র নয়, নির্বাচনের নাটক: ১২ ফেব্রুয়ারির ভোট নিয়ে গভীর সংকটে বাংলাদেশ ঋণে ডুবে থাকা রাষ্ট্র: অন্তর্বর্তী সরকারের ব্যর্থ অর্থনীতি ও ভবিষ্যৎ বন্ধকের রাজনীতি একপাক্ষিক বিচারে লজ্জিত’: বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে সরে দাঁড়ালেন ট্রাইব্যুনালের বিশেষ উপদেষ্টা টোবি ক্যাডম্যান জুলাই ষড়যন্ত্রের’ খেসারত: ২৬টি দেশে পোশাক বাজার হারাচ্ছে বাংলাদেশ, গভীর সংকটে অর্থনীতি দুই দেশের সমীকরণ কোন পথে শাকসু নির্বাচন স্থগিত রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম নেপালকেও উড়িয়ে দিল বাংলাদেশ রাজধানীতে চালু হচ্ছে ই-টিকিট