এখনই যুদ্ধের সমাপ্তি চান গাজাবাসী, ভিন্ন কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫
     ৭:৫৭ পূর্বাহ্ণ

এখনই যুদ্ধের সমাপ্তি চান গাজাবাসী, ভিন্ন কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৫ | ৭:৫৭ 49 ভিউ
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রোববার (০৫ অক্টোবর) বলেছেন, গাজায় যুদ্ধ এখনো শেষ হয়নি, যদিও ইসরায়েল এবং হামাস উভয়েই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা-সংক্রান্ত পরিকল্পনার কিছু অংশে সম্মতি জানিয়েছে। এদিকে, গাজাবাসীরা তাদের দুর্ভোগের অবসান ঘটাতে এই পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে। গাজা থেকে জিম্মি মুক্তির বিষয়ে রুবিও এনবিসি নিউজের মিট দ্য প্রেসকে বলেন, ‌‘লজিস্টিকসের (রসদ ও সরবরাহ) ক্ষেত্রে এই প্রযুক্তিগত আলোচনাগুলো কীভাবে এগোয়, তা দেখেই আমরা খুব দ্রুত বুঝতে পারবো যে, হামাস আন্তরিক কিনা। গত শুক্রবার হামাস ট্রাম্পের ২০-দফা প্রস্তাবের কিছু মূল অংশ, যেমন যুদ্ধ শেষ করা, ইসরায়েলের সৈন্য প্রত্যাহার এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি মেনে নেওয়ার কথা জানালে ট্রাম্প সেটিকে স্বাগত

জানান। তবে দলটি মিশরে আলোচনায় কিছু বিষয় আরও আলোচনার জন্য রেখে দিয়েছে। এছাড়াও কিছু প্রশ্নের উত্তর দেয়নি, যেমন তারা নিরস্ত্রীকরণে রাজি হবে কি না, যা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের একটি মূল দাবি। একজন ইসরায়েলি সরকারি মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি আলোচকরা রোববার রাতেই মিশরের উদ্দেশে রওনা হবেন এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা সোমবার শুরু হবে বলে আশা করা হচ্ছে, যা যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীর আগের দিন। সংঘর্ষ থামানোর এখন পর্যন্ত সবচেয়ে অগ্রসর এই প্রচেষ্টার বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য হামাসের নির্বাসিত গাজা প্রধান খলিল আল-হায়া-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদলও রবিবার পরে কায়রোতে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। সেখানে তারা যুক্তরাষ্ট্র এবং কাতারের প্রতিনিধিদের সাথে যোগ দেবেন। ধাপে

ধাপে এগোতে নারাজ মধ্যস্থতাকারীরা আলোচনা সম্পর্কে অবগত একজন কর্মকর্তা বলেছেন, একটি যুদ্ধবিরতি কার্যকর করার আগে আলোচনার মূল লক্ষ্য হবে একটি সার্বিক চুক্তি চূড়ান্ত করা। ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, “এটি পূর্ববর্তী আলোচনার রাউন্ডগুলোর থেকে আলাদা, যেখানে ধাপে ধাপে এগিয়ে যাওয়া হয়েছিল। সেগুলোতে প্রথম পর্ব সম্মত হওয়ার পরে পরবর্তী পর্বের যুদ্ধবিরতিতে পৌঁছাতে আরও আলোচনার প্রয়োজন হয়েছিল।” তিনি বলেন, ‘পূর্বের আলোচনাগুলো এই পরবর্তী আলোচনাগুলোর সময়ই ভেঙে গিয়েছিল এবং এবার মধ্যস্থতাকারীদের মধ্যে সচেতন প্রচেষ্টা রয়েছে যে তারা যেন সেই পদ্ধতি এড়িয়ে চলেন।” রুবিও এবিসি-র দিস উইককে বলেছেন, জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করার সময়সীমা অনিশ্চিত, তবে আলোচনা সপ্তাহ বা এমনকি একাধিক দিনও চলতে পারে না। আমরা চাই এটি খুব

দ্রুত হোক। শান্তির আশা, কিন্তু হামলা চলমান এই পরিকল্পনাটি ফিলিস্তিনিদের মধ্যে শান্তির আশা জাগিয়েছে, কিন্তু রোববারও গাজায় ইসরায়েলি আক্রমণ থামেনি। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান ও ট্যাংক হামলা চালিয়ে ছিটমহলের বিভিন্ন স্থানে আঘাত হানা হয়েছে, এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে চারজন ছিটমহলের দক্ষিণে ত্রাণ খুঁজছিলেন এবং পাঁচজন দুপুরে গাজা শহরে বিমান হামলায় নিহত হন। শনিবার গাজা শহরের তুফ্ফাহ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় যে ধ্বংসযজ্ঞ হয়েছিল, তার মাঝে দাঁড়িয়ে ছিলেন শাদি মনসুর, যেখানে তার ৬ বছর বয়সী ছেলে আমীর-সহ আরও ১৬ জন নিহত হয়েছেন। মনসুর বলেন, ‘সে কি প্রতিরোধের সদস্য? সে কি যোদ্ধা? ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্যবস্তু হল কেবল শিশুরা।’ মধ্য

গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আহমেদ আসাদ বলেন, যখন ট্রাম্পের পরিকল্পনার খবর আসে, তখন তিনি আশাবাদী ছিলেন, কিন্তু কিছুই বদলায়নি। তিনি জিজ্ঞেস করেন, ‌‘দুর্ভাগ্যবশত, এর কোনো প্রতিফলন আমরা মাটিতে দেখছি না। আমরা পরিস্থিতির কোনো পরিবর্তন দেখছি না, বরং আমরা জানি না কী পদক্ষেপ নেব, আমাদের কী করা উচিত? আমরা কি রাস্তায় থাকব? আমরা কি চলে যাব?’ ইসরায়েলের কেউ কেউ যুদ্ধ শেষের জন্য আশাবাদী ট্রাম্পের পরিকল্পনা নিয়ে ইসরায়েলের আশাবাদের ইঙ্গিত হিসেবে, শেকেল মুদ্রা ডলারের বিপরীতে তিন বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে এবং তেল আবিবের শেয়ারবাজার সর্বকালের সর্বোচ্চে উঠেছে। তেল আবিবের কিছু মানুষও একই অনুভূতি প্রকাশ করেছেন। বাসিন্দা গিল শেলী বলেন, “মাসগুলোর মধ্যে এই প্রথম আমি সত্যিই

আশাবাদী। ট্রাম্প সত্যিই আমাদের মধ্যে অনেক আশা সঞ্চার করেছেন।” অভ্যন্তরীণভাবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধ শেষ করার জন্য জিম্মি পরিবার এবং যুদ্ধক্লান্ত জনগণের ক্রমবর্ধমান চাপ এবং তার জোটের কট্টরপন্থী সদস্যদের দাবির মধ্যে আটকা পড়েছেন। এই কট্টরপন্থিরা গাজায় ইসরায়েলের অভিযানে কোনো বিরতি না দেওয়ার ওপর জোর দিয়েছেন। চরম ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক্স-এ বলেছেন, গাজায় আক্রমণ বন্ধ করা হবে মারাত্মক ভুল। তিনি এবং নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির হুমকি দিয়েছেন যে গাজা যুদ্ধ শেষ হলে তারা নেতানিয়াহুর সরকারকে টেনে নামাবেন। তবে, মধ্যপন্থী ইয়েস আতিদ দলের বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলেছেন যে ট্রাম্পের উদ্যোগ সফল হওয়ার জন্য রাজনৈতিক সমর্থন দেওয়া হবে এবং আমরা তাদের চুক্তি বানচাল

করতে দেব না। জিম্মিদের মুক্তি ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, জীবিত ও মৃত সকল ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল জানিয়েছে, এখনো ৪৮ জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত। ট্রাম্প শুক্রবার বলেন যে তিনি বিশ্বাস করেন হামাস দেখিয়েছে তারা একটি স্থায়ী শান্তির জন্য প্রস্তুত এবং তিনি নেতানিয়াহুর সরকারের প্রতি গাজায় বিমান হামলা বন্ধ করার আহ্বান জানান। ইসরায়েল গাজায় আক্রমণ শুরু করে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন ইসরায়েলে হামলার পরে, যেখানে ইসরায়েলি তথ্য অনুযায়ী প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন (অধিকাংশ বেসামরিক) এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের এই অভিযানে গাজায় ৬৭ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক। এর ফলে দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হামাসের শীর্ষ নেতাদের হত্যা করার পাশাপাশি ইসরায়েল ইরানের অন্যান্য আঞ্চলিক মিত্র, যেমন লেবাননের হিজবুল্লাহ এবং ইরানের শীর্ষ কমান্ডারদেরও লক্ষ্যবস্তু করেছে। হিজবুল্লাহ রবিবার জানিয়েছে যে ট্রাম্পের গাজা পরিকল্পনা নিয়ে ফিলিস্তিনি দলগুলোর সাথে সমন্বয় করে হামাসের অবস্থানকে তারা সমর্থন করে। সূত্র: রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কারাগারে মৃত্যুর মিছিল থামছেই না দুই হত্যা, দুই বিশ্ববিদ্যালয়, এক নিস্ক্রিয় সরকার : বিচার পাবে কবে? গম থেকে চাল, সবই সিঙ্গাপুর দিয়ে : ইউনুস সরকারের ক্রয়ে কার স্বার্থ? প্রতারণাপূর্ণ অপকৌশলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সততা ও নিষ্ঠা প্রশ্নবিদ্ধ করা যাবে না মর্মে আওয়ামী লীগের বিবৃতি Mobocracy in robes: How Yunus regime’s farcical tribunal ordered Sheikh Hasina’s judicial assassination সাম্প্রতিক ভিত্তিহীন ও মিথ্যা দুর্নীতির মামলা সাজিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সম্মানহানির অপচেষ্টা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই ‘ক্যাঙ্গারু কোর্টে’ তড়িঘড়ি করে রায় দেওয়া হয়েছে: সজীব ওয়াজেদ জয় সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বাপ্পির জানাজায় জনস্রোত, ভালোবাসায় সিক্ত শেষ বিদায়। বিয়ে বাড়িতে মাইক বাজানোয় কনের মা-বাবাকে বেত্রাঘাত ইইউ নেতৃবৃন্দকে জরুরি চিঠি ড. হাছান মাহমুদের মিথ্যার বেসাতি ও চাঁদাবাজির অভিযোগ: ‘সবচেয়ে বড় বাড়ি’র গল্পের আড়ালে হান্নান মাসউদের আসল রূপ ফাঁস “মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে, যাতে আমরা নির্বাচন না করতে পারি — সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ শেখ হাসিনার ১০ কাঠায় ২১ বছরের সাজা: ইউনুসের ৪৪৬৭ কাঠার অপরাধে বিচার হবে কবে? বেলজিয়ামে ইইউ পার্লামেন্টের সামনে সর্ব ইউরোপ ছাত্রলীগের বিক্ষোভ, ভিডিও কলে বার্তা দিলেন শেখ হাসিনা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ট্রাস্ট–নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনে ব্যাপক অনিয়মের অভিযোগ শেখ হাসিনার লকারে ৮৩২ ভরি সোনা সাজানো নাটক, নেপথ্যে কড়াইল বস্তির আগুন ধামাচাপা দেওয়ার চেষ্টা!