এআই সহায়তা দিয়ে গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনীর পাশে গুগল – ইউ এস বাংলা নিউজ




এআই সহায়তা দিয়ে গাজা যুদ্ধে ইসরাইলি বাহিনীর পাশে গুগল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জানুয়ারি, ২০২৫ | ৬:৩৪ 34 ভিউ
গাজা যুদ্ধের প্রথম থেকেই ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। বিশেষত, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে ইসরাইলকে সহায়তা করেছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (২১ জানুয়ারি) ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার পর ইসরাইলি সামরিক বাহিনীকে (আইডিএফ) এআই প্রযুক্তি সরবরাহে গুগলের কর্মীরা সরাসরি জড়িত ছিলেন। অভ্যন্তরীণ নথির বরাতে বলা হয়, যুদ্ধ শুরুর কয়েক সপ্তাহ পর গুগল ক্লাউড বিভাগের এক কর্মী আইডিএফের অনুরোধে তাদের এআই প্রযুক্তিতে প্রবেশাধিকারের সুযোগ বাড়িয়ে দেন। যদিও প্রকাশ্যে গুগল ইসরাইলি সামরিক অভিযান থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছে, তবে ওয়াশিংটন পোস্ট-এর প্রতিবেদন জানায়, ইসরাইলি বাহিনী তাদের নজরদারি

ও লক্ষ্যবস্তু শনাক্তকরণে এআই প্রযুক্তি ব্যবহার করে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। এর আগে ২০২১ সালে ইসরাইলি সরকারের সঙ্গে গুগল ও অ্যামাজনের মধ্যে ১২০ কোটি ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি হয়। এই চুক্তির বিরোধিতা করায় গুগল ৫০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করে। চুক্তির অংশ হিসেবে গুগল ও অ্যামাজন ইসরাইলে ডেটা সেন্টার নির্মাণ করেছে এবং সরকারি বিভিন্ন বিভাগে ক্লাউড সেবা সরবরাহ করেছে। প্রতিবাদকারী অ্যাক্টিভিস্টদের দাবি, ইসরাইলি সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিত গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে। প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তাদের এআই সেবার মাধ্যমে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা আরও বলেন, “আমরা শুধু স্বচ্ছতা দাবি করছি—আমাদের কাজগুলো কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেটি জানার অধিকার আমাদের

রয়েছে।” সূত্র: ওয়াশিংটন পোস্ট

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিরিয়াকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান ট্রাম্পের আইএমএফের ১০০ কোটি ডলার ঋণ পেল পাকিস্তান ঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিট বিক্রি ১৬ মে শুরু কাকরাইল না ছাড়ার ঘোষণা জবি শিক্ষক-শিক্ষার্থীদের ভারতের হামলায় পাকিস্তানের ১৩ সেনা নিহত সহযোদ্ধার ওপর হামলা, ছেলেকে পুলিশে দিলেন বিএনপি নেতা ইমরান খানকে কারামুক্ত করতে ট্রাম্পের সাহায্য চান দুই পুত্র সিলেটে রেস্টুরেন্টে বসে আড্ডা নবীগঞ্জের ইউপি চেয়ারম্যানের, অতঃপর… কর্নেল সোফিয়াকে কটাক্ষ করে বিপাকে বিজেপি মন্ত্রী ‘আপনি রাতে ঘুমান কিভাবে?’ সৌদি যুবরাজকে ট্রাম্পের প্রশ্ন যুক্তরাষ্ট্র চায় সরাসরি আলোচনা, ক্ষুব্ধ ভারত, রাজি পাকিস্তান জুনে সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ নার্সিং কলেজ শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ যমুনা অভিমুখী লংমার্চে টিয়ারগ্যাস-লাঠিচার্জ, আহত অর্ধশতাধিক ছাত্রদলের উত্তেজিত নেতাকর্মীদের সামনে ঢাবি ভিসি, ‘মার বেটা আমাকে, মার’ ‘ছোট থেকেই আমি খুব খেলতে চাইতাম’ সাউণ্ড গ্রেনেড ও টিয়ারগ্যাসে ছত্রভঙ্গ জবি শিক্ষার্থীদের লংমার্চ শেষবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাম্য চট্টগ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ মেয়র হিসেবে ইশরাকের শপথ দাবি, নগর ভবনে বিক্ষোভ