উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু – ইউ এস বাংলা নিউজ




উত্তরাখন্ডে তুষারধসে চাপা পড়ে ৪ শ্রমিকের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ১০:৪৮ 62 ভিউ
ভারতের উত্তরাখন্ডের বদ্রিনাথ মন্দিরের পাশে চামোলি জেলায় তুষারধসে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভারত-চীন সীমান্তের কাছাকাছি মানা গ্রামে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে দেশটির সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ৫৫ জন কর্মী তুষারধসে আটকে পড়েছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এদের মধ্যে ৫০ জনকে ইতিমধ্যে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি পাঁচ কর্মীকে উদ্ধারে কাজ চলছে। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এএনআই জানিয়েছে, শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে ৬টার দিকে বিআরও শ্রমিকদের ক্যাম্পে এই তুষারধসের ঘটনা ঘটে। এতে আটটি কনটেইনার এবং একটি শেডের ভেতরে মোট ৫৫ জন কর্মী চাপা পড়েন। দুর্ঘটনার পরেই উদ্ধার অভিযানে অংশ নেন ৬০ থেকে ৬৫ জন উদ্ধারকর্মী। তবে প্রতিকূল

আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয় বলে জানান উদ্ধারকর্মীরা। চামোলির জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ তিওয়ারি বলেন, একটি বিশাল তুষারধস ক্যাম্পের ওপর আছড়ে পড়ে। এতে ৫৫ জন কর্মী আটকা পড়েন। সেখানে বিআরওর মোট ৫৭ জন কর্মী কাজ করছিলেন। এর মধ্যে দুই কর্মী ছুটিতে ছিলেন। দুর্ঘটনার পরেই ইন্দো-তিব্বতের বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা সেখানে তুষারপাত এবং হাড়-কাঁপানো ঠান্ডার মধ্যেই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তবে বৃষ্টি এবং ভারী তুষারপাতের কারণে শুক্রবার উদ্ধার অভিযান ব্যাহত হয় এবং রাত নামার সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য স্থগিত করা হয়। এরপর আজ শনিবার, আবহাওয়ার উন্নতি হলে উদ্ধার অভিযানে যোগ দিতে হেলিকপ্টার মোতায়েন করা হয়। দেরাদুনের প্রতিরক্ষা দপ্তরের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, রাস্তা

বন্ধ থাকার কারণে মোট ছয়টি হেলিকপ্টার উদ্ধারকাজে মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর তিনটি চিতা হেলিকপ্টার, ভারতীয় বিমানবাহিনীর দুটি চিতা হেলিকপ্টার এবং একটি বেসরকারি হেলিকপ্টার রয়েছে। এদিকে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আকাশপথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আহত এক শ্রমিকের সঙ্গেও কথা বলেছেন। উত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিকউত্তরাখন্ডে তুষারধসে আটকা ৪১ শ্রমিক এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, চামোলি জেলার মানার কাছে তুষারধস কবলিত এলাকার পরিদর্শন করে পরিস্থিতির খোঁজখবর নিয়েছি। তিনি আরও জানান, কর্মকর্তাদের দ্রুত ও কার্যকরভাবে ত্রাণ ও উদ্ধারকাজ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ধামি আরও বলেন, আমাদের সরকার শ্রমিকদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চার্লি কার্ক হত্যাকাণ্ড: ২২ বছর বয়সী উগ্রবাদী তরুণ রবিনসন গ্রেপ্তার কৃষি মন্ত্রণালয়ে সার আমদানিতে নজিরবিহীন লুটপাট নিয়ে ব্যাপক সমালোচনা পুলিশের গাড়ির সামনেই ‘জয় বাংলা’ স্লোগান, উজ্জীবিত আওয়ামী লীগ ইউনূস সরকারের নয়া বন্দোবস্ত: বহির্বিশ্বে হয়রানির শিকার বাংলাদেশি পাসপোর্টধারীরা রক্ষণশীল তারকা রাজনীতিবিদ কার্কের মৃত্যু রক্ষণশীলদের হাতেই? যে কালসাপ লালন-পালন করেছেন এতকাল এখন কেন তার ভয়ে ভীত ডা. জাহেদ? সরকারঘনিষ্ঠ সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি শ্রমিকরা, মালয়েশিয়া যাওয়ার খরচ বেড়ে ১ লাখ ৬২ হাজার টাকা পশ্চিমবঙ্গেও নেপালের মতো অভ্যুত্থানের ডাক দিয়ে ১৪ মামলা খেলেন বিজেপি নেতা! জঙ্গিবাদের আঁতুড়ঘর পাকিস্তানে সেনাবহরে জঙ্গি হামলায় ১২ সেনা নিহত, বেহাত সমরাস্ত্র-ড্রোন ভাঙ্গায় ৩ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা ফিলিস্তিনের পক্ষে জাতিসংঘে ভোট দিল ভারত শূন্য রানে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ এইচএসসির ফল প্রকাশ নিয়ে যা জানা গেল ৪ জেলায় বন্যার আশঙ্কা ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু মার্কস অলরাউন্ডার ২০২৫ শুরু হলো সারা দেশে! ঋণের দায়ে চার মৃত্যু, ধার করে চল্লিশা সংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন দেশের ৬৪ জেলায় হবে ‘মডেল মন্দির’