ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন, পালটাপালটি অভিযোগ রাশিয়া-ইউক্রেনের – ইউ এস বাংলা নিউজ




ইস্টার যুদ্ধবিরতি লঙ্ঘন, পালটাপালটি অভিযোগ রাশিয়া-ইউক্রেনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৫ | ৮:০০ 40 ভিউ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার একতরফাভাবে ৩০ ঘণ্টার জন্য ‘ইস্টার যুদ্ধবিরতি’র ঘোষণা দিয়েছেন। তবে এর কয়েকঘণ্টা পরই (রোববার) পরস্পরের বিরুদ্ধে ওই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে রাশিয়া ও ইউক্রেন। এদিন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের অভিযোগ রোববার এক এক্স বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ‘সকাল ৬টা পর্যন্ত (ইউক্রেনীয়) সেনাপ্রধান সিরস্কির প্রতিবেদন অনুযায়ী, রুশ বাহিনীর বিভিন্ন ফ্রন্টে ৫৯টি গোলাবর্ষণ এবং আক্রমণের ৫টি ঘটনা ঘটেছে’। জেলেনস্কি দাবি করেন, রাশিয়া কেবল ‘যুদ্ধবিরতির একটি সাধারণ আবহ’ তৈরি করতে চেয়েছে। কিন্তু তারা নিজেরাই এটা পুরোপুরি মেনে চলেনি। তিনি বলেন, যুদ্ধবিরতির সময়ে রাশিয়া ৩০০-রও বেশি গোলাবর্ষণ ও ১৯টি আক্রমণ চালিয়েছে এবং প্রায়

২৯০ বার ড্রোন ব্যবহার করেছে। জেলেনস্কি স্পষ্ট করে বলেন, ‘ইস্টার যুদ্ধবিরতি মধ্যরাতে শেষ হলেও, আমরা ৩০ দিনের জন্য সেটি বাড়ানোর প্রস্তাব আগেই দিয়েছি। পরিস্থিতির ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব’। এর আগে শনিবার রাতে দেওয়া আরেক বিবৃতিতে তিনি জানান, রাশিয়ার কুরস্ক ও বেলগোরোদ সীমান্ত এলাকাতেও লড়াই চলছে। জেলেনস্কি ওই সময় বলেন, ‘এই যুদ্ধের একমাত্র উৎস রাশিয়া। পুতিন যখন হামলার তীব্রতা কমাতে আদেশ দেন, তখন লড়াইও কমে। অর্থাৎ রাশিয়াই যুদ্ধ শুরু করেছে এবং তারাই এটি টিকিয়ে রেখেছে’। রাশিয়ার পাল্টা অভিযোগ এদিকে জেলেনস্কির বক্তব্যের কয়েক ঘণ্টা পর রাশিয়া জানায়, ইউক্রেন পূর্ব দোনেৎস্ক অঞ্চলের সুখা বলকা ও বাহাতিরে সামরিক ঘাঁটিতে রাতারাতি হামলা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

দাবি করা হয়, ইউক্রেন যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ৪৮টি ড্রোন ব্যবহার করেছে। ৪৪৪ বার গুলি ও মর্টার হামলা চালানো হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী বেলগোরোদ, ব্রিয়ানস্ক ও কুরস্ক অঞ্চলে ৯০০ ড্রোন হামলা চালিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ‘এসব হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছে এবং সাধারণ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে’। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূত রোডিওন মিরোশনিকও জানান, ইউক্রেন যুদ্ধবিরতির সময় দোনেৎস্ক, খেরসন ও লুহানস্ক অঞ্চলের মস্কো-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে একাধিক হামলা চালিয়েছে। অবস্থাদৃষ্টে যা বোঝা যাচ্ছে, তা হলো- পুতিনের ঘোষিত ৩০ ঘণ্টার সাময়িক এই যুদ্ধবিরতি শনিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে সোমবার মধ্যরাত পর্যন্ত চলার কথা। যদিও দুই পক্ষই তা লঙ্ঘনের অভিযোগ করেছে। অন্যদিকে কিয়েভ যুদ্ধবিরতির

সম্ভাব্য সম্প্রসারণের কথা বললেও, বাস্তবে ময়দানে সংঘর্ষ কমেনি বলেই প্রতীয়মান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাইলফলক স্পর্শ করে মুগ্ধ সাগর-হিমেল সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের জাপান পার হয়ে যুক্তরাষ্ট্রে সুনামির আঘাত ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আহ্বানে ১৫ দেশের যৌথ বিবৃতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে মাল্টা ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিল জাপান ইসরাইলের দুই মন্ত্রীর নেদারল্যান্ডসে প্রবেশ নিষিদ্ধ করা হলো আমির খানের ‘সিতারে জামিন পার’ এবার দেখা যাবে ইউটিউব চ্যানেলে রংপুরে সনাতনী সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ করেছে ‘একাত্তরের প্রহরী ফাউন্ডেশন,যুক্তরাষ্ট্র’ আমেরিকার উপকূলেও সুনামি শুরু! এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা অন্তর্বর্তী সরকারের বিদায়ের সময় এসেছে: দেবপ্রিয় চট্টগ্রামে একযোগে চার ধরনের জ্বরের প্রকোপ সুনামি আতঙ্কে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ৫২ দেশ-অঞ্চল এক নারীর সাথে দুই ভাইয়ের বিয়ে আজ মহাকাশে পাড়ি দেবে ‘নিসার’ ভুল করে অন্যের হীরা ভর্তি ব্যাগ বাংলাদেশে নিয়ে এলেন যাত্রী গাজার উপকূলে ভেসে আসা খাদ্য বোতল ! রহস্য কী? বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুলকে যেভাবে হত্যা করা হয়