ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ‘বিরতি’ ঘোষণা যুক্তরাষ্ট্রের – ইউ এস বাংলা নিউজ




ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে ‘বিরতি’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুন, ২০২৫ | ৪:৩৮ 34 ভিউ
ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ নিয়ে নতুন এক নির্দেশনা হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিটের দপ্তর থেকে জারি করা হয়েছে এবং তা জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি), মার্কিন অর্থ দপ্তর ও পররাষ্ট্র দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া ‘সর্বোচ্চ চাপ’ নীতি বর্তমানে কার্যত স্থবির অবস্থায় রয়েছে। মূলত প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে এই নীতির গতি থেমে গেছে। সূত্রটি আরও জানায়, এনএসসি-তে প্রায় ১০০ জনের বেশি কর্মকর্তা

ছুটিতে থাকার কারণে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অসংগতি দেখা দিচ্ছে। প্রশ্ন উঠছে, কেন এমন একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জাতীয় নিরাপত্তা পরিষদ বা অর্থ দপ্তরের পরিবর্তে প্রেস সচিবের দপ্তর থেকে এলো? বিশ্লেষকদের মতে, প্রশাসনের ভেতরে দায়িত্ব ভাগাভাগি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বর্তমানে এনএসসি এবং ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের মধ্যে কে কোন সিদ্ধান্ত নেবে, তা এখনো স্পষ্ট নয়। পাশাপাশি, এনএসসি-র নিজস্ব যোগাযোগ টিমও কার্যত ভেঙে পড়েছে বলে সিবিএস নিউজ জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞা বিরতি এমন সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, বিশেষত গাজা ও লেবাননের পরিস্থিতি ঘিরে ইরান ও তার মিত্রদের ওপর নজরদারি বৃদ্ধি পেয়েছে। এই সিদ্ধান্তে মার্কিন পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে — যুক্তরাষ্ট্র

কি কৌশলগতভাবে ইরানের সঙ্গে একটি অন্তর্বর্তী সমঝোতার দিকে এগোচ্ছে? অন্যদিকে, হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি এই বিরতির সময়সীমা কতদিন থাকবে কিংবা কবে নাগাদ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি পুনরায় বিবেচনায় নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিটকয়েনের ইতিহাসে রেকর্ড দাম যুদ্ধবিরতিতে আস্থা নেই, নতুন করে প্রস্তুত ইরান সরকার মাতারবাড়ীতে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করবে দুপুরের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় হতে পারে ঝড়বৃষ্টি মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ‘খেলা ছাড়ার সময় এখনো আসেনি’ ক্লাব বিশ্বকাপকে কি সফল বলা যায়? সৌদিতে বিদেশিদের জন্য নতুন নির্দেশনা মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫ চরমপন্থিদের হাতে খুন, জেলে বসে পরিকল্পনা! ঘটনা ভিন্ন খাতে চালিয়ে দেওয়ার টার্গেট ছিল খুনিদের ১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকির তথ্য মিলেছে : এনবিআর ‘মব’ দিয়ে কি নির্বাচন করতে পারবেন, প্রশ্ন জি এম কাদেরের প্রেমের টানে বাংলাদেশী তরুণীর ভারতে পাড়ি বিচারিক আদালতে তারেক-জোবাইদার বিচারে নানা অসঙ্গতি: হাইকোর্ট যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে ডাকাতদের পালাক্রমে ধর্ষণ কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক, দেশে ফেরত দুই সন্তানসহ গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর পলাতক ঐক্যের ডাক জাপার ‘বিভক্ত’ নেতাদের ছাত্রদলের বিপক্ষে ‘মব’ সৃষ্টি করছে শিবিরের গুপ্ত কর্মীরা