ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান
ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ বললেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত চলছে
যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি
ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো
নিউ ইয়র্কে উৎসবের ঝলমল প্রস্তুতি, রকেফেলারে ক্রিসমাস ট্রি
ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর রুশ বন্দরে ‘জরুরি অবস্থা’ জারি
রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দর নগরী নভোরোসিস্কে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর পরই (শনিবার) ওই বন্দরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন শহরটির মেয়র আন্দ্রে ক্রাভচেঙ্কো।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ইউক্রেনের ড্রোন হামলায় একটি শস্য টার্মিনাল ও একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
এ ঘটনার পর অবশ্য ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তবে ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে, শুক্রবার রাতভর রাশিয়ায় ১৮৩টি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করেছে ইউক্রেন।
এদিকে নভোরোসিস্কের মেয়র ক্রাভচেঙ্কোকে তার টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে শহরের ৩টি অ্যাপার্টমেন্ট ভবনের ক্ষয়ক্ষতি পরিদর্শন করতে দেখা যায়।
ভিডিওতে ভবনের
সামনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ, বিধ্বস্ত একটি গাড়ি, জানালার কাচ ভাঙা এবং বারান্দার একাংশ ঝুলে থাকতে দেখা যায়। এ বিষয়ে ক্রাভচেঙ্কো জানান, আহতদের মধ্যে এক নারী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ নভোরোসিস্কে একটি শস্য টার্মিনালের তিনটি গুদামে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ আহত হয়নি। টার্মিনালের মালিক প্রতিষ্ঠান ডেলো গ্রুপ (Delo Group) এক বিবৃতিতে জানায়, গুদামে আগুন এখন নিয়ন্ত্রণে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘ডেলোপোর্টস টার্মিনাল অভ্যন্তরীণ নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে’।
সামনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ, বিধ্বস্ত একটি গাড়ি, জানালার কাচ ভাঙা এবং বারান্দার একাংশ ঝুলে থাকতে দেখা যায়। এ বিষয়ে ক্রাভচেঙ্কো জানান, আহতদের মধ্যে এক নারী গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ নভোরোসিস্কে একটি শস্য টার্মিনালের তিনটি গুদামে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কেউ আহত হয়নি। টার্মিনালের মালিক প্রতিষ্ঠান ডেলো গ্রুপ (Delo Group) এক বিবৃতিতে জানায়, গুদামে আগুন এখন নিয়ন্ত্রণে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, ‘ডেলোপোর্টস টার্মিনাল অভ্যন্তরীণ নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে’।



