আঘাত এলে প্রতিঘাত করতে হবে: শেখ হাসিনা – ইউ এস বাংলা নিউজ




আঘাত এলে প্রতিঘাত করতে হবে: শেখ হাসিনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৪ | ৭:৩২ 71 ভিউ
ইউনূস সরকার সীমা ছাড়িয়ে গেছে মন্তব্য করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন, 'আঘাত আসলে প্রতিঘাত করতে হবে।' শেখ হাসিনা বৃহস্পতিবার জার্মানির কোলোন শহরে জার্মান আওয়ামী লীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। দলের নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ করছে- তাদেরকে নাকি খুন করবে। কাজেই এখন আর বসে থাকার সময় নাই। আঘাত আসলে প্রতিঘাত করতে হবে, প্রতিরোধ করতে হবে। এই অবৈধ সরকারের হাত থেকে, এই অন্ধকার, নির্যাতন থেকে মানুষকে মুক্তি দিতে হবে। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু ভবনে আগুন দিয়েছে, এগুলো আমরা মেনে

নিতে পারি না। কাজেই সেইভাবে নামতে হবে মাঠে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাই আমার কাছে নির্দেশনা চাচ্ছে, আমি সেই নির্দেশনা দিচ্ছি।...যার যা কিছু আছে তা নিয়েই আপনাদের প্রস্তুত হতে হবে। শেখ হাসিনা বলেন, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হবে। মানুষকে বাঁচাতে হবে। আমার একটাই কথা- সীমা ছাড়িয়ে গেছে। যারা প্রবাসের তাদের আরো সক্রিয় হতে হবে। দেশের মধ্যে যারা তাদেরকে সহযোগিতা করতে হবে। শেখ হাসিনা বলেন, 'আমাদের আমলে নাকি জিনিসপত্রের দাম বেড়ে গিয়ে মানুষের জীবনের নাভিশ্বাস উঠে গিয়েছিল। আওয়ামী লীগ সরে যাওয়ার পর কি জিনিসপত্রের দাম কমেছে? কমাতে পেরেছে তারা? সেই ক্ষমতা তাদের আছে? তারা তো লুটপাটে ব্যস্ত, অ‍র্থ সম্পদ বানানোতে ব্যস্ত। আমাদের

সময়ে যে জিনিস ৩০ টাকা ৪০ টাকায় কিনতে পারতো তা এখন একশ টাকায় কিনতে হবে।' শেখ হাসিনা বলেন, 'আমি কিন্তু পদত্যাগ করিনি। সাংবিধানিকভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছি, প্রধানমন্ত্রী হয়েছি। ইউনূস কিন্তু কোনো জনগণের ম্যান্ডেট নেয়নি, ক্ষমতা দখল করেছে। একেবারে গুণ্ডামি করে দখল করেছে। অবৈধ সরকার বাংলাদেশে যতগুলো সিদ্ধান্ত দেবে সবগুলোই অবৈধ বলে গণ্য হবে। অবৈধ ক্ষমতা দখলের দায়ে এদের বিচার একদিন বাংলার মাটিতে হবে।' দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান। বক্তব্য রাখেন, জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বকুল ভূঁইয়া, সংগঠক বাঁধন মুন্সী, আহমেদ রাজু প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হৃতিক বনাম রজনীকান্ত—কে কাকে টেক্কা দিচ্ছেন? স্বর্ণের অভিশাপে মৃত্যুপুরী তানজানিয়ার গ্রাম ১০ ডিসেম্বরের মধ্যে যারা সৌদি যাবেন, তাদের জন্য সুখবর ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যোগ দিচ্ছেন জার্মানি ও ইইউ নেতারাও ফিটনেসবিহীন গাড়ি-অসুস্থ চালকে বাড়ছে দুর্ঘটনা নিউইয়র্কে ক্লাবে বন্দুকধারীর গুলি, নিহত ৩ চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশ ‘এরিন’ কখন কোথায় আঘাত হানবে? মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত–চীন প্রতিযোগিতা, নজর গোটা অঞ্চলের ঐন্দ্রিলাকে অঙ্কুশের বিয়ে করতে না পারার কারণ তাহলে এই প্রশাসনিক পদে বড় রদবদল মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট এনটিআরসিএ: সুপারিশ পাচ্ছেন ৪১ হাজারের বেশি প্রার্থী এশিয়া কাপের দলে বাবরের না থাকা নিয়ে যা বলছেন কোচ চবির ভিসি ও প্রো-ভিসি অবরুদ্ধ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিলে ভেসে উঠল বস্তাবন্দি গলিত লাশ অনিন্দ্য ও তার দুই সহযোগী ৫ দিনের রিমান্ডে নীতা আম্বানির ১৩৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি