আওয়ামী লীগের বিবৃতি: সীমান্ত সংকট সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করছে ফ্যাসিস্ট ইউনূস সরকার – ইউ এস বাংলা নিউজ




আওয়ামী লীগের বিবৃতি: সীমান্ত সংকট সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করছে ফ্যাসিস্ট ইউনূস সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৫ | ৯:৩৩ 120 ভিউ
আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অবৈধ ও অসাংবিধানিক দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার শুধুমাত্র কয়েক মাসে জনগণের স্বস্তির নিঃশ্বাস কেড়ে নিয়েছে। সরকারের অত্যাচার, নির্যাতন এবং শাসন-শোষণে দেশের মানুষ হাঁসফাঁস করছে। এই সরকারের একমাত্র লক্ষ্য জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করা, আর এজন্য সীমান্তে কৃত্রিম সংকট সৃষ্টি করে ভারতবিরোধী প্রচারণা চালানো হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি মিথ্যাচার করে বলছেন, “অতীতে সীমান্ত নিয়ে কোনো পদক্ষেপ ছিল না” এবং সীমান্তের সমস্যাকে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়ামী লীগ দাবি করেছে, সীমান্তে সমস্যা তৈরি করার ঘটনা একটি অসুস্থ মানসিকতা ও অকূটনৈতিক আচরণ, এবং

বর্তমান সরকারের উচিত ছিল প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে সীমান্তে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগের মতে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে সীমান্তে স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হয়েছিল। সরকারের গত ৫৩ বছরের সাফল্য তুলে ধরে আওয়ামী লীগ বলে, “শেখ হাসিনার সাহসী নেতৃত্বের ফলে বাংলাদেশ প্রতিবেশী দেশ মিয়ানমার ও ভারতের সঙ্গে আইনি লড়াইয়ে সমুদ্র বিজয় করেছে এবং সীমান্ত সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ চুক্তি করেছে।” এছাড়া, আওয়ামী লীগ আরও দাবি করে, বর্তমান সরকারের আমলে সীমান্তে উত্তেজনা এবং সংকট সৃষ্টি হয়নি। সীমান্তের ছোটখাটো সমস্যাগুলোও শেখ হাসিনার নেতৃত্বে সমাধান করা হয়েছে, যার একটি উদাহরণ হিসেবে সাবেক বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল (অব.)

আ ল ম ফজলুর রহমানের কথা উল্লেখ করা হয়েছে। সরকারের সীমান্ত নিরাপত্তা নিয়ে বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগ দাবি করেছে, টেকনাফ সীমান্তে বর্তমানে কীভাবে নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘিত হচ্ছে এবং টেকনাফ ও সেন্টমার্টিনের জনগণ কীভাবে অনিরাপদ হয়ে পড়েছে, তা স্পষ্টভাবে দেশের জনগণ দেখছে। সরকারের অদক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্ত সুরক্ষা নিয়ে বাগাড়ম্বর করছেন বলে তাদের অভিযোগ। এছাড়া, আওয়ামী লীগ অভিযোগ করে, স্বরাষ্ট্র উপদেষ্টা একসময় বিজিবি’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিডিআর হত্যাকাণ্ডে জড়িত প্রায় ৪০০ আসামীকে মুক্তি দিয়েছেন। তাদের প্রশ্ন, “সেনা অফিসার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রতি তার পক্ষপাতিত্বের কারণ কী?” তারা দাবি করেছে, “বিডিআর হত্যাকাণ্ডের নীলনকশার সঙ্গে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার জড়িত থাকার বিষয়টি সন্দেহের উর্ধ্বে নয়।” এ

বিষয়ে আওয়ামী লীগ সরকারের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, “অসাংবিধানিক সরকার বাংলাদেশকে সন্ত্রাস এবং জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করছে।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালের মন্ত্রীদের হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা নেপালের অর্থমন্ত্রীকে ধাওয়া দিয়ে রাস্তায় ফেলে মারধর ফাহমিদুল-মোরসালিনের গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ স্লোগানে উত্তাল মহাসড়ক পালাতে যাচ্ছেন অলি, ভারত সীমান্তে উচ্চ সতর্কতা ডাকসুর ভোটগ্রহণ শেষ পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী অলি নুরাল পাগলার মরদেহ উত্তোলনের নির্দেশদাতা গ্রেপ্তার মহাসড়ক অবরোধে ২৩ কিলোমিটার যানজট নেপালে রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাড়িতে হামলা-আগুন টানা ৫ দিন ঝরতে পারে বৃষ্টি, অপরিবর্তিত থাকবে তাপমাত্রা বাংলাদেশ-ইন্দোনেশিয়া পেরিয়ে লঙ্কার আগুন পৌঁছল নেপালে রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ, মঙ্গলবার থেকে কার্যকর বহুল কাঙ্ক্ষিত ডাকসুর ভোট আজ আস্থা ভোটে হেরে ক্ষমতা হারালেন ফ্রান্সের প্রধানমন্ত্রী বাইরু ফুটপাতের লাল প্যাকেট মিলল ৮৩ রাউন্ড তাজা গুলি শেষ সময়ে ডাকসু নির্বাচনের ৬ প্রার্থীকে ছাত্রদল থেকে আজীবন বহিষ্কার ব্যালটে ‘ক্রস চিহ্ন’ এঁকে ভোট, ভাঁজ করতে মানা ডাকসু নির্বাচনে কারা জিতবেন, সমীকরণ দিলেন তাজনুভা