‘অশোভন’ মন্তব্যের জেরে ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয় – ইউ এস বাংলা নিউজ




‘অশোভন’ মন্তব্যের জেরে ৪ ম্যাচ নিষিদ্ধ হৃদয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ | ৮:৩৩ 9 ভিউ
শুরুতে আম্পায়ারদের সঙ্গে বাকবিতণ্ডা এবং পরে সংবাদমাধ্যমের সামনে আম্পায়ারদের তীব্র সমালোচনা করার দায়ে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়কে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহামেডানের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে নেতৃত্ব পান হৃদয়। শনিবারের (১২ এপ্রিল) ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে শিরোপার দৌড়ে বেশ খানিকটা এগিয়েও গেছে মোহামেডান। কিন্তু সে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোয় তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাশাপাশি চারটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয় তাকে। কিন্তু ঘটনা সেখানেই থামেনি। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে হৃদয় ফের আম্পায়ারদের সমালোচনা করেন। আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ

সৈকতকে তুচ্ছতাচ্ছিল্য করে হৃদয় বলেন, ‘তিনি আন্তর্জাতিক আম্পায়ার, আমরাও আন্তর্জাতিক ক্রিকেটার।’ হৃদয় হুমকির স্বরে বলেন, ‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশাআল্লাহ।’ হৃদয়ের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ পরিষ্কারভাবে আইসিসির আচরণবিধি অনুযায়ী লেভেল ২-এর ২.৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ম্যাচ পরবর্তী নিয়মবহির্ভূত ঘটনার জন্য ৩৬ ঘণ্টার মধ্যে রেফারির দ্বিতীয় দফা রিপোর্ট দেওয়ার সুযোগ রয়েছে। সে নিয়ম মেনেই ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ তার দ্বিতীয় প্রতিবেদনে হৃদয়ের ম্যাচ-পরবর্তী মন্তব্যকে ‘অশোভন, অশালীন এবং আম্পায়ারের প্রতি অবমাননাকর’ হিসেবে উল্লেখ করে আরও ৪ ডিমেরিট পয়েন্ট দেন। এতে সবমিলিয়ে হৃদয়ের ডিমেরিট পয়েন্ট সংখ্যা দাঁড়ায় আটে, যার ফলে ৪ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো তাকে। হৃদয়ের এমন আচরণের বিষয়ে বিসিবির আম্পায়ার

ও ম্যাচ রেফারি কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু গণমাধ্যমকে বলেন, ‘হৃদয়ের এমন আচরণ অত্যন্ত হতাশাজনক। তিনি জাতীয় দলের খেলোয়াড়, তার কাছ থেকে শৃঙ্খলাপূর্ণ আচরণ প্রত্যাশিত। ভবিষ্যতে যেন কেউ এমন আচরণ না করে, দৃষ্টান্ত তৈরি করতে এই শাস্তি দেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, শনিবার আবাহনী-মোহামেডান ম্যাচের সপ্তম ওভারে মোহামেডান পেসার এবাদত হোসেনের বল আঘাত হানে আবাহনীর ব্যাটার মোহাম্মদ মিঠুনের প্যাডে। অনফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ আবেদনে সাড়া দিলে ক্ষিপ্ত হন মোহামেডান অধিনায়ক হৃদয়, বোলার এবাদতসহ অন্যরা। একপর্যায়ে লেগ আম্পায়ার সৈকতের সঙ্গেও উচ্চবাচ্য করেন হৃদয়। সে ঘটনা এবং পরে আগ্রাসী মন্তব্যের কারণে বড় শাস্তির মুখে পড়তে হলো মোহামেডান অধিনায়ককে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অনুশোচনা নেই, প্রতিটি অভিজ্ঞতা ছিল একটি শিক্ষা: বাঁধন রাশিয়ার সঙ্গে যেকোনো চুক্তির আগে ইউক্রেন দেখে যান মহাকাশ ঘুরে এলেন পপতারকা কেটি পেরিসহ ৬ নারী সরকারি কর্মচারীকে পিটিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা বললেন, ‌‌‌‘রাগ কন্ট্রোল করতে পারিনি’ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানো হচ্ছে আমার বিরুদ্ধে: টিউলিপ রামপুরায় কফি হাউজে তরুণীকে মারধর, ম্যানেজারসহ দু’জন আটক একসঙ্গে উঠলেন নাগরদোলায়, হঠাৎ অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা রাজধানীতে মাদক চোরাকারবারি গ্রেপ্তার বার্ধক্যে হাড়ের যত্ন এবার বাজেটের আকার কমছে মেয়াদোত্তীর্ণ আমদানি বিল কমে ৫ ভাগের এক ভাগে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত, অপেক্ষা বাণিজ্য মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্রে বিরল খনিজ রপ্তানি বন্ধ করল চীন চট্টগ্রামে সিআরবি মালিপাড়া বস্তিতে ভয়াবহ আগুন কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল খুলবে ২ মে ট্রাম্পের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বুধবার, শুল্কসহ যেসব বিষয়ে আলোচনা হবে সুমি হামলায় নিহত ৩৫, যা বলল ইউক্রেন-রাশিয়া স্মার্টফোনে ছাড় নয়, নতুন ঘোষণা ট্রাম্পের তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল সর্ববৃহৎ ড্রোন শোতে ফিলিস্তিনের জন্য প্রার্থনা