অবশেষে মুখ খুললেন পপি – ইউ এস বাংলা নিউজ




অবশেষে মুখ খুললেন পপি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৫৯ 64 ভিউ
এক সময়ের দর্শকনন্দিত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ২০১৯ সালে তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ ছবি ‘দি ডিরেক্টর’। এরপর কয়েকটি সিনেমায় শূটিংয়ের খবর পাওয়া গেলেও সেগুলো আলোর মুখ দেখেনি। এরপর কোথাও কোনো অনুষ্ঠানেও দেখা মিলছিল না একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর। বিয়ে ও সন্তান জন্মের খবর নিয়েও মুখ খোলেননি তিনি। নায়িকা পপির চার বোন ও দুই ভাই। অথচ বাবার জমি পপির একারই চাই। এ রকম অভিযোগ তার বোনদের। এরই মধ্যে তার বোন ফিরোজা পারভীন থানায় জিডি করেছেন নায়িকার নামে। আড়াল থেকেই মুখ খুলছিলেন। এবার এলেন ক্যামেরার সামনে। দীর্ঘ তিন বছর পর সোশ্যাল মিডিয়ায় পপি বললেন, আজ যে অভিযোগগুলো আমার মা-বোন করছে। শক্তভাবে আমি

প্রতিবাদ করছি। এর পুরোটাই বানোয়াট। তাদের স্বার্থ উদ্ধার হয়নি বলে সত্য একটা জিনিসকে অসত্য বলে প্রমাণিত করার চেষ্টা করছে। আমি একজন শিল্পী। ভাই-বোনকে নিজের সন্তানের মতো লালন পালন করেছি। নিজের ভবিষ্যৎ, ভালো লাগা-মন্দ লাগা অনেক কিছুই বাদ দিয়েছি। শুধু আমার ভাই-বোনকে মানুষ করার জন্য। কিন্তু এখন এসে দেখলাম মানুষ তো হয়ইনি হিংস্র পশুরও কৃতজ্ঞতা থাকে। এদের মধ্যে সেই কৃতজ্ঞতা নেই। অভিনেত্রী আরও বলেন, কাদের নামে অভিযোগ করবে? অভিযোগ করে বাইরের মানুষের নাম। যেহেতু আমার ভাই-বোন এবং বাবা মাকে আমি অনেক ভালোবাসি। তাই তাদের প্রতি কোনো অভিযোগ নেই। তাদের দ্বারা আমার জীবনে অনেক কিছু ফেস করেছি। নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত হয়েছি। আমি যে

আয় করেছি তারা সব নিয়ে নিয়েছে। আমার সঙ্গেহ বেইমানি করেছে। আমার টাকা দিয়ে কেনা সম্পত্তি আমার নামে ছিল না। আমার ব্যাংক অ্যাকাউন্ট শূন্য ছিল। আমার দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না। সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। আমিও তাদের নিয়ন্ত্রণে ছিলাম। একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য অবলম্বন লাগে। একটা সময় যখন জানতে পারলাম আমার পরিবার আমাকে ঠকিয়েছে। জানার পরও চুপ ছিলাম। তাদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছি। আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। আমার টাকা চুরি করেছে। আমাকে খুন করতে খুনিকে টাকা দিয়ে ভাড়া করেছে। আমার আপন মা, ভাই-বোন জড়িত ছিল। তার কথায়, পৃথিবীতে সব মা-ই মা না। খারাপ মা-ও আছে। দুর্ভাগ্যবশত

আমার মা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি। আমার পরিবারের কাছে সবসময় সোনার ডিম পাড়া একটা হাঁস ছিলাম। দুধ দেওয়া একটি গরু ছিলাম। টাকা ছাপানোর মেশিন ছিলাম। সন্তান হিসেবে কখনোই ভালোবাসাটা পাইনি। তার পরও কোনো অভিযোগ নেই। এখনো নেই।আরও বলেন, একটা মানুষ যখন মেশিনে পরিণত হয় তখন তার মূল্য মেশিন হিসেবে থাকে। মানুষ হিসেবে থাকে না। আমার বাবা-মা আমার সঙ্গে অনেক বড় বিশ্বাসঘাতকতা করেছে। আমার সব টাকা-পয়সা বোনের অ্যাকাউন্টে ছিল। তার পরও কিছু বলিনি। ২০০৭ এর ঘটনা বলছি। তখন জানতে পারলাম কোনো কিছুই আমার নেই। তখন সিনেমার মুরব্বিরা মিলে সবকিছু ঠিকঠাক করে দিয়েছিলেন। পপি সবশেষে প্রকাশ্যে এসেছিলেন ২০২২ সালে শিল্পী

সমিতির নির্বাচনের সময়। সে সময় সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারকে সমর্থন দিয়েছিলেন এক ভিডিও বার্তায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দুই ‘মাস্টারের’ জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন তরুণরা ফাঁসছেন অর্ধশত ক্যাডার কর্মকর্তা ধরাছোঁয়ার বাইরে তাসকিন দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড় ওষুধের জেনেরিক নাম ব্যবহারে প্রতারিত হবে রোগী, বাড়বে স্বাস্থ্যঝুঁকি চীন গেল, জাপান এলো রেলপথের ব্যয় বাড়ল তৈরি পোশাক রপ্তানিতে বড় ধাক্কা আসতে পারে দুই বছর প্রতিদিন ইসরায়েলে হামলার সক্ষমতা আছে ইরানের : আইআরজিসি ইসরায়েলে যাওয়ায় বরখাস্ত হলেন নেদারল্যান্ডসের মসজিদের ইমাম কক্ষপথে রাশিয়ার ‘অস্ত্রবাহী’ স্যাটেলাইট, বিশ্বের জন্য ভয়ানক বার্তা ইসরায়েলের ৫ সামরিক স্থাপনায় সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র : রয়টার্স ইরানি সিনেমা ভালোবাসার ছবি আঁকে হৃদয়ে জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল এসএসসির ফল প্রকাশে নতুন পদ্ধতি, জানবেন যেভাবে ভারতীয় পাহাড়ী ঢল, ফেনী ও কুমিল্লায় ভয়াবহ বন্যার শঙ্কা মেট্রোতে গড়ে প্রতিদিন যাত্রী ওঠে ৪ লাখ, কোন স্টেশনে বেশি ৯৯ রানে বিধ্বস্ত বাংলাদেশ, শ্রীলঙ্কার সিরিজ জয় ট্রাম্পের ‘শুল্কের বিপদ’ এড়াতে আরও বোয়িং কেনার ভাবনা সরকারের নির্বাচনের তারিখ আমি নিজেও জানি না: সিইসি ইসরায়েলি হামলায় ১৮ সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থী নিহত