অন্যায় করে পার পাওয়ার সংস্কৃতি থেকে বের হতে হবে: অর্থ উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




অন্যায় করে পার পাওয়ার সংস্কৃতি থেকে বের হতে হবে: অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ | ৯:৩৮ 107 ভিউ
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্যায় করে পার পাওয়া যায় এ সংস্কৃতি থেকে বের হতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে সুশাসন নিশ্চিত করা যাবে না। আজ শনিবার রাতে রাজধানীর হোটেল সোনাগাঁও-এ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর উদ্যোগে আয়োজিত ‘১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স’ ২০২৩ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, আমরা কিছু দিনের জন্য এসেছি, একটা মেসেজ দিয়ে যেতে চাই যে অন্যায় করে পার পাওয়া যাবে না। ব্যক্তিগত বা সরকারি অর্থ যেটাই হোক অপচয় করা ঠিক না বলে মত দেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, আমরা অর্থের অপচয় করতে চাই না। অনেকে

অনেক অর্থের অপচয় করেছেন। জবাবদিহিতার বাইরে থেকেছেন। আমরা এ অবস্থা থেকে বের হতে চাই। অর্থের অপচয় ও দুর্নীতি খোঁজ পাওয়া যায় না উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রতিটি কোম্পানির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকলে দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়ে। তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা জানতে চায় তোমাদের দেশে বিনিয়োগ পরিবেশ কেমন? আমরা তাদের আশ্বস্ত করতে চাই। বাংলাদেশের সম্ভাবনা প্রচুর রয়েছে বলেও জানান তিনি। করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধনের পাশাপাশি সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ৪১টি বেসরকারি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। অনুষ্ঠানে এসব কোম্পানিকে ১৪ ক্যাটাগরি বা শ্রেণিতে পুরস্কৃত করা হয়। পরে প্রধান অতিথি পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের

হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বাণিজ্য সচিব মোহাং সেলিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, আইসিএসবি এর সিনিয়র সভাপতি নুরুল আমিন ও সহ-সভাপতি মুশফিকুর রহমান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর দেশের বাজারে আরেক দফা বাড়ানো হলো স্বর্ণের দাম র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ১৬ শিক্ষার্থী বহিষ্কার গাড়ির হর্ন ব্যবহারে বিআরটিএ’র নির্দেশনা সারা দেশে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ৮৫৭ ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস হামাসকে সশস্ত্র থাকার অনুমোদন দেওয়া হয়েছে: ট্রাম্প ফিলিস্তিনি বন্দিদের কয়েক ঘণ্টার মধ্যে মুক্তির আভাস ইসরায়েলের ৭ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস সালমান শাহ হত্যা মামলার রায় ২০ অক্টোবর জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সে পালাবদলের আভাস দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৪২ একদিনে ক্রিপ্টো বাজার থেকে উধাও এক ট্রিলিয়ন ডলার ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরাইলের পার্লামেন্টে হট্টগোল দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড ময়মনসিংহের ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল ফিলিস্তিনি বন্দিদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরাইল ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত দাম বাড়ল ভোজ্যতেলের