ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
‘ঢাকা লকডাউন’ কর্মসূচির সমর্থনে উত্তাল নিউইয়র্ক, প্রবাসীদের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি
নিউইয়র্কে আন্তর্জাতিক লালন উৎসবে মানুষের ঢল
নিউইয়র্কে আন্তর্জাতিক লালন উৎসবে মানুষের ঢল
নিউইয়র্কে বহুতল ভবন ধস
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে
আওয়ামী লীগের দুই নেতার ওপর হামলা : বিএনপির একজন গ্রেফতার
২০৫০ সাল নাগাদ নিউইয়র্ক ও মায়ামীসহ ১৭টি শহর পানির নীচে!
নিউইয়র্ক ও মায়ামী সিটিসহ যুক্তরাষ্ট্রের ১৭টি শহর ২০৫০ সাল নাগাদ পানিতে তলিয়ে যাবার আশংকা প্রকাশ করছেন পরিবেশ বিজ্ঞানীরা। তারা বলছেন, নিউইয়র্কের লোয়ার ম্যানহাটন পানিতে তলিয়ে যাবার সম্ভাবনা বেশি। ক্যানাল স্ট্রিটের নীচ থেকে ম্যানহাটনের শেষ সীমান্ত ব্যাটারী পার্ক তলিয়ে যাবে। এর প্রধান কারণ হিসেবে বিজ্ঞানীরা ‘সি লেবেল রাইজ’কে চিহ্নিত করছেন।
সবচেয়ে বেশি ঝুকিঁতে রয়েছে ফ্লোরিডার মায়ামী ও টেম্পা বে। এই দুটি শহরের নি¤œ ভুমিতল বিশিষ্ঠ। পাশাপাশি স্ট্রম সার্জও শহর দুটিকে বিপদ শংকার মধ্যে ফেলে রেখেছে। প্রতিবছরই টেম্বা বে ও মায়ামী শহর দুর্বল সাইক্লোন ও স্ট্রম সার্জে আঘাতপ্রাপ্ত হয়।
বিজ্ঞানীদের গবেষণায় পানিতে তলিয়ে যাবার সম্ভাবনাময় আরও ১৪টি শহর হচ্ছে লুজিয়ানার নিউ অরলেন্স,ম্যারিল্যান্ডের আনাপলিস,সাউথ ক্যারোলিনার
চার্লসটন,ভারজেনিয়ার নরফোক,টেক্সাসের ডালাস ও হিউস্টন, ওয়াশিংটনের সিয়াটল, নিউজার্সির হোবকেন ও আটলান্টিক সিটি, ক্যালিফোরনিয়ার লস এঞ্জেলস,ফ্লোরিডার কি ওয়েস্ট ও ফোর্ট লডারডেল, টেক্সাসের গ্যালভেস্টন ও জর্জিয়ার টাইবি আইল্যান্ড। বিজ্ঞানীদের পূর্বাভাস হচ্ছে, আগামী ১০ থেকে ১২ বছরে সি লেভেল বাড়তে পারে ৪ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি। আর ৫ ফিট বাড়লে লার্গোডিয়া এয়াপোর্ট ও লোয়ার ম্যানহাটন পানিতে তলিয়ে যাবে। ২১০০ সাল নাগাদ গ্লোবার ওয়ার্মিং এর কারনে ৮ ফিট পর্যন্ত সি লেবেল রাইজ করতে পারে। আর সেটা হলে যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলো চলে যাবে পানির নীচে।
চার্লসটন,ভারজেনিয়ার নরফোক,টেক্সাসের ডালাস ও হিউস্টন, ওয়াশিংটনের সিয়াটল, নিউজার্সির হোবকেন ও আটলান্টিক সিটি, ক্যালিফোরনিয়ার লস এঞ্জেলস,ফ্লোরিডার কি ওয়েস্ট ও ফোর্ট লডারডেল, টেক্সাসের গ্যালভেস্টন ও জর্জিয়ার টাইবি আইল্যান্ড। বিজ্ঞানীদের পূর্বাভাস হচ্ছে, আগামী ১০ থেকে ১২ বছরে সি লেভেল বাড়তে পারে ৪ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি। আর ৫ ফিট বাড়লে লার্গোডিয়া এয়াপোর্ট ও লোয়ার ম্যানহাটন পানিতে তলিয়ে যাবে। ২১০০ সাল নাগাদ গ্লোবার ওয়ার্মিং এর কারনে ৮ ফিট পর্যন্ত সি লেবেল রাইজ করতে পারে। আর সেটা হলে যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলো চলে যাবে পানির নীচে।



