র‍্যাপার কানিয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেন্সরির বিচ্ছেদ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
     ৮:২১ পূর্বাহ্ণ

র‍্যাপার কানিয়ে ওয়েস্ট ও বিয়াঙ্কা সেন্সরির বিচ্ছেদ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:২১ 139 ভিউ
বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন মার্কিন র‍্যাপার কানিয়ে ওয়েস্ট ও তার স্ত্রী বিয়াঙ্কা সেন্সরি। আজ শুক্রবার এই তথ্য জানিয়েছে এএফপি। বিনোদন ওয়েবসাইট টিএমজি'র বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, এই দম্পতি আলাদা করে বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু করেছেন। ডেইলি মেইল জানিয়েছে, ৩০ বছর বয়সী ও পেশায় স্থপতি বিয়াঙ্কা বিচ্ছেদ-প্রক্রিয়ার অংশ হিসেবে ৫০ লাখ ডলার পাবেন। সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তুমুল বিতর্ক ও সমালোচনার জন্ম দেন এই দম্পতি। লাল গালিচাবেষ্টিত মঞ্চে উপস্থিত হয়ে সম্পূর্ণ নগ্ন হয়ে কানিয়ের হাতে হাত রেখে ঘুরে বেড়ান বিয়াঙ্কা। তার এই 'উদ্ভট' কাজের ছবি ও ভিডিও অল্প সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করেন, কানিয়ে (৪৭) তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তাকে

এই 'ভাইরাল' কাজ করতে বাধ্য করেছেন। এই কাণ্ড ঘটানোর অল্প কয়েকদিন পর সামাজিক মাধ্যম এক্সে দিনভর বিষোদগার প্রকাশ করেন নিজেকে 'ইয়ে' বলে পরিচয় দেওয়া এক কালের তুমুল জনপ্রিয় এই র‍্যাপার। তিনি নিজেকে 'নাৎসি' বলে অভিহিত করেন এবং জানান, স্ত্রীর ওপর 'কর্তৃত্ব' রয়েছে তার। 'তার ইচ্ছার বিরুদ্ধে আমি তাকে কিছু করতে বাধ্য করি না, কিন্তু আমার অনুমোদন না পেলে সে কখনোই সেটা করতে পারত না', বলেন কানিয়ে। এক্সের এই পোস্ট লেখার সময় কোনো দাড়ি কমা দেননি কানিয়ে। সবগুলো ইংরেজি অক্ষর ছিল ক্যাপিটাল লেটারে লেখা, যা ইন্টারনেট ভব্যতায় 'চিৎকার' করার সমতূল্য। গত সপ্তাহের শেষে কানিয়ে এক্সের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায়। তবে কানিয়ে নিজে বন্ধ করেছেন না

কর্তৃপক্ষ বন্ধ করেছে, তা নিশ্চিত নয়। এখানেই থামেনি কানিয়ের এ অদ্ভুত আচরণ। তার ওয়েবসাইটও বন্ধ হয়ে যায়। কারণ সেখানে হিটলারের স্বস্তিকা চিহ্ন সম্বলিত টি-শার্ট ছাড়া আর কিছু বিক্রি হচ্ছিল না। ই-কমার্স সেবাদাতা শপিফাই জানিয়েছে, তারা কানিয়ের সাইটটি 'শর্ত লঙ্ঘনের' দায়ে বন্ধ করেছেন। নিউইয়র্ক পোস্ট দাবি করেছে, কানিয়ের নাৎসি চিহ্ন সম্বলিত টি-শার্ট বিক্রির উদ্যোগে দিশেহারা হয়ে পড়েন সেন্সরি। এক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি দাবি করে, 'এটা তার সহ্যের সীমা ছাড়িয়ে যায়'। 'স্বস্তিকা চিহ্ন তাদের সম্পর্কে পেরেক ঠুকে দেয়। সেন্সরি কানিয়াকে জানান, তিনি এরকম নন এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন না'। 'তিনি আর এই সার্কাসের অংশ হতে চান না। কানিয়ে বিশ্বাস

করেন সেন্সরি তার কাছে ফিরে আসবে। তিনি বলছেন, তার স্ত্রী রেগে আছেন', প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়। তবে এই দম্পতির সাবেক প্রতিনিধি মিলো ইয়ান্নোপোলাসের বরাত দিয়ে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, বিবাহ-বিচ্ছেদ তো দূরে থাক, বরং ভালোবাসা দিবস উদযাপন করতে ওই দম্পতি লস অ্যাঞ্জেলসে বেড়াতে গেছে। ইয়ান্নোপোলাস বলেন, 'ইয়ে ও বিয়াঙ্কা লস অ্যাঞ্জেলসে ভ্যালেনটাইনস ডে উদযাপন করতে গেছে। তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু জানানোর থাকলে তারা নিজেরাই সে বিষয়ে সরাসরি ঘোষণা দেবেন। অসমর্থিত সূত্রের ট্যাবলয়েড প্রেসের গুজবে কান দেওয়ার কিছু নেই।' এর আগে বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার বিষয়ে কথা বলেছেন কানিয়ে। তিনি নিজেকে 'বিকলাঙ্গ' বলে দাবি করেন। এক সময় রিয়েলিটি টিভি তারকা কিম

কারদাশিয়ানকেও বিয়ে করেছিলেন কানিয়ে। ২০২২ সালে বিবাহ বিচ্ছেদ হয় কানিয়ে-কিমের। তাদের ঘরে চার সন্তান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো এবার দেশে স্বর্ণের দামে বড় পতন অস্ট্রেলিয়ায় গোলাগুলিতে নিহত ৩, হামলাকারী পলাতক দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স মাঝ আকাশে বৃদ্ধার সঙ্গে কিয়ারার দুর্ব্যবহার পাকিস্তানকে খুশি করতেই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতির উপর আঘাত? জুডিশিয়াল ইনকোয়ারি স্থগিত, বিভ্রান্তিকর প্রতিবেদন,জুলাই ২০২৪-এর সহিংসতা নিয়ে বিতর্ক চলছে Bangladesh crisis News Yunus regime Dhaka’s Turbulent Streets: The Root of the Chaos Sits in Jamuna কয়লা শেষ, গ্যাস নেই, এবার বিদ্যুৎও যাবে গঙ্গা জলচুক্তির মেয়াদ শেষ ২০২৬-এ: নবায়ন নিয়ে বিরোধিতার মধ্যেই ফারাক্কায় তথ্যানুসন্ধানে বাংলাদেশি প্রতিনিধি দল ‘রং হার মানাবে গিরগিটিকেও’: ইসরাত আমিনের রাজনৈতিক ভোল পাল্টানো ও সুবিধাবাদের চাঞ্চল্যকর নজির মিয়ানমারের ড্রোন হামলার অভিযোগ: সীমান্তে যুদ্ধের শঙ্কা ও আঞ্চলিক নিরাপত্তায় ‘লাল সংকেত’ ঋণে ডুবে থাকা রাষ্ট্র: অন্তর্বর্তী সরকারের ব্যর্থ অর্থনীতি ও ভবিষ্যৎ বন্ধকের রাজনীতি নির্বাচনের নামে দখলদার ইউনুসের বানানো মেটিক্যুলাস ডিজাইনের মাধ্যমে যা চলছে, তাকে এক কথায় বলা যায় সিট ভাগাভাগির নির্বাচন। রক্তের দামে কেনা ইউনুসের ক্ষমতার খতিয়ান ইউনুসনামা : ক্ষমতা দখলের পর থেকে ধ্বংসযজ্ঞের হিসাব রাজনীতির চোরাবালি: আদর্শের বিসর্জন ও এক ‘অরসেলাইন’ নির্বাচনের আখ্যান বিকাশে ভোট কেনা ও কেন্দ্র দখলের ‘নীল নকশা’: ১২ ফেব্রুয়ারির নির্বাচন জিম্মি করার ভয়ানক ছক জামায়াতের লিফলেট বিতরণ ও দেয়াললিখন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ জামায়াত কানেকশন ও দিল্লি সফর: সারাহ কুককে ফিরিয়ে দিল সাউথ ব্লক