
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

স্বামী-স্ত্রীর মিলনের জন্য বিশেষ ছুটি, সন্তান জন্ম নিলে পুরস্কার

পেট খারাপ হলে যেসব খাবারে স্বস্তি মিলবে

মাংস নয়, এবার কাঁঠালের বীজ দিয়ে তৈরি করুন মজাদার কোরমা

হলুদের ঝলক: সোশ্যাল মিডিয়ায় সোনালি আলোর নতুন ট্রেন্ড

হঠাৎ চিনি খাওয়া বন্ধ করলে কী হয়? জেনে নিন

পুষ্টিগুণে ভরপুর সজনেপাতার গুঁড়ো যেভাবে খাবেন

বর্ষাকালে সুস্থ থাকতে বদলে ফেলুন লাইফস্টাইল
ছেলের জন্মদিনের পার্টিতে মায়ের মৃত্যু

ছেলের পাঁচ বছর। তাই আয়োজন করা হয় জন্মদিনের উৎসব। যথা রীতি সেই উদযাপন চলছিল। সবার সঙ্গে আনন্দ করছিলেন ছেলেও মা-ও। হঠাৎ করে অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। ঢলে পড়েন স্বামীর গায়ের ওপর। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায়, মারা গেছেন তিনি। ভারতের গুজরাটে ঘটেছে এমন হৃদয়বিদারক ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, গুজরাটের ভালসাতে একটি রেস্টুরেন্টে চলছিল জন্মদিনের অনুষ্ঠান।জড়ো হয়েছিলেন আত্মীয়-স্বজনেরা। তার মাঝেই ঘটে সেই অনাকাঙ্খিত ঘটনা। হইচইয়ের মাঝে আচমকাই পড়ে গেলেন মা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই নারীর।
ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যায়, একটি মঞ্চে নারী, তার
স্বামী এবং ছেলে দাঁড়িয়ে রয়েছেন। পরিবারের বাকিরা নাচছিলেন। প্রথমে নারীর কোলে ছিল শিশু। তাকে স্বামীর কোলে দিয়ে মঞ্চের উপর দিয়ে এগোচ্ছিলেন তিনি। মাথায় হাত দিচ্ছিলেন তিনি। এর পর আচমকাই স্বামীর কাঁধে এক বার মাথা রাখেন তিনি। তারপর ঢলে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পরিবারের লোকজন। পুলিশ সূত্রে জানা যায়, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
স্বামী এবং ছেলে দাঁড়িয়ে রয়েছেন। পরিবারের বাকিরা নাচছিলেন। প্রথমে নারীর কোলে ছিল শিশু। তাকে স্বামীর কোলে দিয়ে মঞ্চের উপর দিয়ে এগোচ্ছিলেন তিনি। মাথায় হাত দিচ্ছিলেন তিনি। এর পর আচমকাই স্বামীর কাঁধে এক বার মাথা রাখেন তিনি। তারপর ঢলে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পরিবারের লোকজন। পুলিশ সূত্রে জানা যায়, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।