চার বছর নাটকে অভিনয় না করার কারণ জানালেন মিথিলা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪
     ৭:৪৫ অপরাহ্ণ

চার বছর নাটকে অভিনয় না করার কারণ জানালেন মিথিলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ | ৭:৪৫ 304 ভিউ
দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নাটক দিয়েই অভিনয়ের শুরু করেন তিনি। এরপর ওয়েব সিরিজ এবং সিনেমাতেও নাম লিখিয়েছেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতার ওয়েব সিরিজ এবং সিনেমায় দেখা মিলে তার। নাটক দিয়ে দর্শকের মনে স্থান করে নিলেও কয়েকবছর ধরেই ছোটপর্দায় দেখা নেই এই অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানালেন নাটক থেকে দূরে থাকার কারণ। মিথিলা জানান, গল্প ও চরিত্র পছন্দ না হওয়ার কারণেই নাটকে পাওয়া যাচ্ছে না তাকে। অভিনেত্রী বলেন, প্রায় চার বছর টেলিভিশনের কোনো কাজ করছি না। তাই বলে এমন নয় যে নাটকে আর অভিনয় করব না। সত্যি বলতে, কয়েক বছর ধরে যে ধরনের চিত্রনাট্য পাচ্ছি, তা আমাকে টানছে না। চরিত্র

পছন্দ হচ্ছে না, গল্প খুব গতানুগতিক মনে হচ্ছে। গল্প শুনে মনে হয়, এমন গল্পে আগেও অভিনয় করেছি। এ কারণেই মূলত নাটকে কাজ করা হচ্ছে না। মিথিলা নতুন চরিত্রে নতুন চ্যালেঞ্জ নেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, টেলিভিশন নাটকে অভিনয় করার সময় একই ধরনের চরিত্র করেছি অনেকবার। পাশের বাসার মেয়ে টাইপ চরিত্র, প্রেমের গল্পের নায়িকা। কিন্তু ওটিটি ও সিনেমায় আসার পর সব সময় চেষ্টা করেছি ভিন্ন কিছু করার। এই সিদ্ধান্তটা আসলে নিজের জন্যই নেওয়া। ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজ দুইটিতে দেখা মিলেছিল মিথিলার। ভিন্নধারার চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। সেই দুইটি কাজের উদাহরণ টেনে এই অভিনেত্রী বললেন, একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে বিভিন্ন

চরিত্রে দেখতে চাই। সেই চাওয়া থেকেই কাজলরেখা সিনেমায় কঙ্কন দাসীর চরিত্রে অভিনয় করেছি। প্রথমে আমিও হয়তো ভাবিনি, চরিত্রটি করতে পারব। তবে আমি শিল্পীর জায়গা থেকে চিন্তা করেছি, এটা করা উচিত। মাই শেলফ অ্যালেন স্বপনের শায়লা চরিত্রটি দেখার পর অনেকে বলেছে, তারা নাকি ভাবেননি এমন একটা চরিত্রে আমি এভাবে অভিনয় করতে পারবো। বেশ কয়েকমাস নতুন কাজে দেখা যায়নি মিথিলাকে। ফের কবে শুটিং সেটে ব্যস্ত হবেন এই অভিনেত্রী সে প্রসঙ্গে বলেন, দেশে বড় একটা পরিবর্তন এসেছে। সব মিলিয়ে গত দুই-তিন মাস কাজ নিয়ে কেউ হয়তো সেভাবে ভাবেননি। এখন আবার সিনেমা-সিরিজ নিয়ে ভাবনা শুরু হয়েছে। আমারও কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সাংবাদিক ও প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় ১০ দেশের তীব্র নিন্দা অবৈধ ইউনুস সরকারের ব্যর্থতায় গণমাধ্যম ধ্বংস প্রেস সচিব শফিকের উস্কানিতে গণমাধ্যমের স্বাধীনতা চরম সংকটে “আমি বিএনপি চাই না জামায়াতও চাই না, আওয়ামী লীগ না থাকলে আমি ভোট দিবো না” – জনতার কথা ‘দায়মুক্তি’ শীর্ষক লাইভ প্রোগ্রামের বিশেষ পর্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মত কেউ বাংলাদেশে পয়দা হয়নাই, আওয়ামী লীগ বীরের বেশে দেশে ফিরে আসবে” –জনতার কন্ঠ অবৈধ দখলদার সরকারের শাসনে জনরোষ, ঘরে ঘরে অসন্তোষ সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্যের কফিনে বাংলাদেশের পতাকা নেই না ফেরার দেশে বাংলাদেশের জন্মের অন্যতম সাক্ষী ও বিমান বাহিনীর প্রথম প্রধান এ কে খন্দকার, বীর উত্তম কুষ্টিয়া নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ নথিপত্র নিউইয়র্কে ফোবানার কিকঅফ : মুক্তিযুদ্ধকে ধারণ করে শুরু হবে নতুন পথচলা ফুলকপির পরোটা রেসিপি কফিনবন্দি হয়ে দেশে ফিরলেন ওসমান হাদি ব্যবসায়িক দ্বন্দ্বে সংঘর্ষ, পুলিশসহ টেঁটাবিদ্ধ ৬ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: ভলকার তুর্ক উদীচী কার্যালয়ে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ভালুকায় যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা নূরুল কবীরের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে ২ বাংলাদেশি নিহত বিশ্ব গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যু পরবর্তী ঘটনাপ্রবাহ