ক্যাপকাটের রেকর্ড ভাঙল ‘ইনস্টাগ্রাম এডিটস’, কী আছে এই অ্যাপে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫
     ৩:৫৯ অপরাহ্ণ

ক্যাপকাটের রেকর্ড ভাঙল ‘ইনস্টাগ্রাম এডিটস’, কী আছে এই অ্যাপে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ | ৩:৫৯ 125 ভিউ
সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা আবারো প্রমাণ করল, তাদের বিশাল নেটওয়ার্কের শক্তি কতটা প্রভাবশালী। টেকজায়ান্ট প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘ইনস্টাগ্রাম এডিটস’ নামে একটি নতুন ভিডিও এডিটিং অ্যাপ উন্মোচন করেছে, যা মুক্তির প্রথম সপ্তাহেই ৭১ লাখের বেশি ডাউনলোডের মাইলফলক ছুঁয়েছে। জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ ক্যাপকাটের সূচনালগ্নের রেকর্ডকেও পেছনে ফেলেছে এডিটস। খবর টেকক্রাঞ্চ। অ্যাপ বিশ্লেষক প্রতিষ্ঠান অ্যাপফিগারসের তথ্যমতে, মুক্তির প্রথম দুই দিনেই আইওএস প্ল্যাটফর্মে এডিটসের ডাউনলোড ছিল প্রায় ৭ লাখ ৩ হাজার, যা ক্যাপকাটের তুলনায় প্রায় ৩৭ গুণ বেশি। শুধু যুক্তরাষ্ট্রেই প্রথম তিন দিনে অ্যাপটি ডাউনলোড হয়েছে তিন লাখ ৮১ হাজার বার, যেখানে ক্যাপকাটের ছিল মাত্র ৩ হাজার ৪০০। প্রথম দিনেই ইনস্টাগ্রাম এডিটস ইউএস অ্যাপ স্টোরের

শীর্ষে উঠে আসে। বিশ্লেষকরা মনে করছেন, মেটার বিস্তৃত ইকোসিস্টেমের কারণেই এডিটস দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। বর্তমানে ক্যাপকাটের মোট বৈশ্বিক ডাউনলোড সংখ্যা ১২২ কোটির বেশি হলেও, এডিটসের উত্থান নতুন প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে। তবে সবকিছুর মধ্যেও এডিটস ব্যবহারকারীদের কাছ থেকে কিছু সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে, ক্যাপকাটের তুলনায় উন্নত ফিচারের অভাব অনুভূত হচ্ছে অনেকের কাছে। তাই মেটার জন্য এখন বড় চ্যালেঞ্জ হবে, ব্যবহারকারীদের প্রত্যাশা মেটাতে নিয়মিত আপডেট ও ফিচার যোগ করা। নতুন এ লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা সময়ই বলে দেবে। নতুন ভিডিও এই এডিটিং অ্যাপ ‘এডিটস’ iOS এবং Android উভয় ব্যবহারকারীরা ব্যবহারের সুবিধা পাবেন৷ এই অ্যাপে দেওয়া বিভিন্ন এইআই টুল ব্যবহার করে,

ব্যবহারকারীরা তাদের ভিডিওগুলো আগের থেকে আরও সৃজনশীলভাবে এডিট ও পাবলিশ করতে পারবেন। নতুন ফিচারটি কন্টেন্ট নির্মাতাদের জন্য বিশেষভাবে উপকারী হবে। এই অ্যাপের সাহায্যে অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা । অ্যাপটি ডাউনলোডের করা যাচ্ছে ‘এডিটস’ অ্যাপটি এখন গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে ডাউনলোডের জন্য। এডিটস অ্যাপে কী কী সুবিধা রয়েছে? মেটার পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, এই নতুন এডিটস অ্যাপটি চালুর উদ্দেশ্য হল ইনস্টাগ্রাম নির্মাতাদের তাদের সৃজনশীল ভিডিওগুলো ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে যেকোনো প্ল্যাটফর্মেও যাতে পাওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখা। নতুন অ্যাপটি মাধ্যমে ব্যবহারকারীরা উচ্চমানের ভিডিও এডিট থেকে শুরু করে দ্রুত সেগুলো আপলোড করতে পারেবন

৷ উপরন্তু, ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাদের ক্যামেরা সেটিংসের ফিচার ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারী পছন্দ মতো এই অ্যাপে ফ্রেম রেট, রেজোলিউশন সামঞ্জস্য করতে পারবেন৷ এই অ্যাপের ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের তুলনায় ১০ মিনিটের ভিডিও এডিট করতে পারবেন। এই অ্যাপে টাচআপ, ওয়ান-ট্যাপ গ্রিন স্ক্রিন, মিউজিক ক্যাটালগ, টাইমার এবং কাউন্টডাউনের মতো অতিরিক্ত সুবিধাগুলিও অ্যাক্সেস করা যাবে। স্টিল ছবি দিয়ে ভিডিও এই অ্যাপটিতে একাধিক আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে। ভিডিও ক্লিপের যে অংশে অ্যানিমেট করতে চান সেটাও সম্ভব। এমনকি এআই ইমেজ অ্যানিমেশন ফিচার ব্যবহার করে স্থির ছবিগুলোকে ভিডিও করা যাবে। শুধু তাই নয়, ব্যবহারকারীরা সবুজ স্ক্রিন এবং ভিডিও ওভারলে ফিচার ব্যবহার করে তাদের ভিডিও ক্লিপের ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারবেন। এই

অ্যাপটি ব্যবহারকারীদের বিভিন্ন ধরণের টাইপফেস, শব্দ, ভয়েস এফেক্ট, ফিল্টার, স্টিকার ব্যবহারের সুবিধা দেবে। যদি আপনার ভিডিও ক্লিপে ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে, তবে সেটি মুছেও ফেলা যাবে। ভিডিওটি তৈরি করে, ক্যাপশন দেওয়ার জন্য স্বয়ংক্রিয় ক্যাপশন অপশন থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাংলাদেশি এমপিদের ‘অধিকার লঙ্ঘন হওয়ায়’ আইপিইউয়ের উদ্বেগ লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার বিবৃতি উগ্রবাদী স্লোগানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিল শিবির-ইনকিলাব মঞ্চ আওয়ামী লীগকে ফাঁসাতে মেট্রো রেলে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার গোপন তথ্য ফাঁস ঢাকা লকডাউন: গণপরিবহন সংকটে যাত্রীদের ভোগান্তি রামপুরা থানা যুবলীগের আহ্বায়ক রইজ উদ্দিন আটক – রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ যুবলীগের, ট্রাইব্যুনালকে ব্যবহার করে রায় ঘোষণার তারিখ নির্ধারণের প্রতিবাদে ইউনুসের শাসনামলে গণতন্ত্রের নামে সহিংসতা! আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, রাষ্ট্রের নীরবতা নিয়ে প্রশ্ন আটক স্কুলছাত্রের বিজয় চিহ্ন: ‘দাবায়া রাখতে পারবা না’ রাজপথের আওয়ামী লীগ অধিক শক্তিশালী ও জনপ্রিয় : রিচি সোলায়মান ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে ভীত ইউনুস সরকার: রাজধানীতে ধরপাকড়, গ্রেফতার আতঙ্কে সাধারণ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান শুনে আতঙ্কগ্রস্ত এনসিপির মিছিল লীগ আহূত লকডাউনে, পেছানো হলো জাপান অ্যাম্বাসির অনুষ্ঠান ইউনূসের ‘জঙ্গি শাসনের’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন: শেখ হাসিনা পিটিআইকে শেখ হাসিনা: ‘আন্তর্জাতিক আদালতে বিচার চাই, কিন্তু ইউনূস সরকারের সৎ সাহস নেই, তারা ভয় পাচ্ছে’ বাংলাদেশে অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের আহ্বান ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যানের লকডাউন শুরুর আগেই বিএনপি-জামায়াত-এনসিপির ষড়যন্ত্রে অটো সফল হচ্ছে লকডাউন “ইউনূসের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে”: দেশব্যাপী কর্মসূচির ডাক দিলেন শেখ হাসিনা ‘সরকার আর বেশিদিন টিকবে না’, সবাইকে ঢাকা অবরোধ পালনের আহ্বান সজীব ওয়াজেদের আগুনের ঘটনায় স্থায়ী বহিষ্কার ছাত্রদল নেতা