ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪
     ৬:৩৫ পূর্বাহ্ণ

ইরান লেবানন গাজায় অভিযান চালাবে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ অক্টোবর, ২০২৪ | ৬:৩৫ 137 ভিউ
লেবাননের উত্তরাঞ্চলের বেদ্দাবি শিবির লক্ষ্য করে চালানো ইসরাইলের ড্রোন হামলায় স্ত্রী, দুই মেয়েসহ হামাসের এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। অব্যাহত এ হামলার মধ্যেই ইরান, লেবানন ও গাজা লক্ষ্য করে সেনাবাহিনী বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইসরাইলের মিডিয়া। ওদিকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে আর কোনো হামলা হলে ইসরাইলের সব গ্যাসক্ষেত্র একসঙ্গে ধ্বংস করে দেওয়া হবে। খবর রেডিও তেহরান, রয়টার্স, স্কাই নিউজ, আল-জাজিরার। হামাসের সঙ্গে যোগাযোগ রয়েছে এমন একটি সূত্র শনিবার জানিয়েছেন পরিবারের তিন সদস্যের সঙ্গে হামাসের আল কাসাম ব্রিগেডের নেতা সাঈদ আতাল্লাহ নিহত হয়েছেন। উত্তর লেবাননের ত্রিপোলিতে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় তিনি নিহত হয়েছেন বলে উল্লেখ করা

হয়েছে। এদিকে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) লেবাননের দক্ষিণে একটি হাসপাতালের পাশে ‘হিজবুল্লাহ কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে লেবাননের নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে শুক্রবারের হামলার পর থেকে হিজবুল্লাহর প্রয়াত নেতা হাসান নাসরুল্লাহর চাচাতো ভাই হাসমে সাফিদিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে নাসরুল্লাহর স্থলাভিষিক্ত করার কথা ভাবা হচ্ছিল। ইসরাইলের সরকারি গণমাধ্যম কান এবং অন্য গণমাধমের খবরে বলা হয়েছে, ইরান লেবানন এবং গাজা লক্ষ্য করে একার্ধিক দিক দিয়ে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। ইসরাইলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার মোক্ষম জবাব দিতে সেনাবাহিনী এ পরিকল্পনা করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইসরাইলের কর্তৃপক্ষ বলছে, ইরানের আধিপত্যবাদের বিরোধী পশ্চিমা সহযোগীরাও এ

অভিযানে তাদের সঙ্গে যোগ দেবে বলে ইসরাইল আশা করছে। ওই অভিযানের ব্যাপারে আলাপ করতে ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর প্রধান ইসরাইলে আসার প্রাক্কালে এ খবর জানা গেল। প্রতিবেদনে বলা হয়, গাজা অভিযানের এক বছর পূতিতে ‘নেটজারিম করিডর’-এর আশপাশের এলাকা ঘিরে জোরালো অভিযানের পরিকল্পনা করেছে ইসরাইলের সেনাবাহিনী। আর লেবাননের অভিযান হবে প্রয়োজন অনুযায়ী। সেনাবাহিনী একে দক্ষিণ লেবাননের সীমিত অভিযানকে আরও সম্প্রসারিত করা হবে বলে উল্লেখ করেছে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় আইডিএফ জানিয়েছে, গত ১ অক্টোবর লেবাননে ইসরাইলের স্থল বাহিনী অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৫০ জন যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের

কমান্ডার ছিলেন ২১ জন, বাকিরা সবাই সাধারণ যোদ্ধা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি হামলায় দুই হাজারের বেশি মানুষ শহিদ হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের ব্যাপক হামলায় এ পর্যন্ত দুই হাজার ২৩ জন বেসামরিক লেবাননি শহিদ হয়েছেন। এদের মধ্যে ১২৭টি শিশু ও ২৬১ জন নারী রয়েছেন। একই সময়ে আহত হয়েছেন ৯ হাজার ৫২৬ জন। ইসরাইলের নির্বিচার হামলার কারণে এ পর্যন্ত ১২ লাখ লেবাননি ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ যে রাজনীতি সন্তানের হাতে কলম নয়, কফিন তুলে দিতে চায়—সেই জামাত-শিবিরের আগ্রাসন রুখুন, এই ভাঁওতাবাজ নির্বাচন বয়কট করুন। খুনি-ফ্যাসিস্ট, জঙ্গি-মদদদাতা, অবৈধ-দখলদার ইউনূস গং কর্তৃক ইউনুসের দৌলতে দেশের অর্থনীতি এখন লাশকাটা ঘরে দৃশ্যমান উন্নয়ন বনাম দুর্নীতির গল্প নির্বাচন, নিষেধাজ্ঞা ও সংখ্যালঘু নির্যাতন: পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের এমপির গভীর উদ্বেগ খলিলুর রহমানের সফরের দুই দিন পরই বড় ধাক্কা: কেন বাংলাদেশের ওপর এই নজিরবিহীন মার্কিন সিদ্ধান্ত? নির্বাচন আওয়ামীলীগ ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ: লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ‍্যথাম হাউসের সতর্কবার্তা পে-স্কেল না দিলে নির্বাচনী দায়িত্বে না যাবার ঘোষণা দিতে পারেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ: কূটনৈতিক প্রটোকল না কি রাজনৈতিক বার্তা? ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট: মানবিকতা, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় আত্মঘাত