ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
দখলদার ইউনুস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই বাংলাদেশ কার্যত এক শূন্য নিরাপত্তার রাষ্ট্রে পরিণত হয়েছে।
সার্বভৌমত্বের সংকটে যখন র্যাবকে পালিয়ে আসতে হয় : যেখানে রাষ্ট্রের চেয়ে মাফিয়া বেশি ক্ষমতাবান, সেখানে সংস্কারের গল্প শোনান ইউনুস
মরে গেলে সবাই আফসোস করে, কিন্তু বেঁচে থাকতে কেউ দেখে না”: চার মাস ধরে জেলবন্দি স্বামীর চিন্তায় ও অনাহারে এক স্ত্রীর হাহাকার
আবেদন করা হয়নি’ বলে অপপ্রচার
আওয়ামী লীগ মাঠে নেই, তাই নির্বাচন ‘প্রতিদ্বন্দ্বীতাহীন’: মেজর হাফিজ
কারাগারে নেতা, কবরে স্ত্রী–সন্তান ভোটের জন্য আদর্শ বিসর্জন
ইউনুসের অপশাসনে দেশ, আইনের শাসনের বদলে মববাজির রাজত্ব
গ্রাম থেকে শহর আজ সংখ্যালঘুদের ভোট দিতে বলা হচ্ছে না, ভয় দেখিয়ে হাজির করানো হচ্ছে
গ্রাম থেকে শহর আজ সংখ্যালঘুদের ভোট দিতে বলা হচ্ছে না, ভয় দেখিয়ে হাজির করানো হচ্ছে। বলা হচ্ছে, ভোট দিতে না গেলে হামলা হবে, ঘর জ্বালানো হবে, ব্যবসা পুড়িয়ে দেওয়া হবে। এটার নাম কি নির্বাচন?
না—এটা ভোট না, এটা ভয়ভিত্তিক নিপীড়ন।
এটা গণতন্ত্র না, এটা রাষ্ট্রীয় প্রহসন।
দখলদার ইউনুস ক্ষমতা দখলের পর থেকেই সংখ্যালঘুদের ওপর হামলা, অপমান আর আতঙ্ক যেন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। আর এখন তার “মেটিক্যুলাস ডিজাইন”-এর সাজানো নির্বাচনে সংখ্যালঘুরা শুধু ভোটার না তারা সিনেমার প্রপস। তাদের ডাকা হচ্ছে অধিকার প্রয়োগের জন্য না, ক্যামেরার সামনে লাইনে দাঁড় করানোর জন্য, ছবি তোলার জন্য, বিদেশকে দেখানোর জন্য, মিথ্যা বৈধতার নাটক সাজানোর জন্য।
যে নির্বাচনে আগেই
সিট ভাগাভাগি হয়ে গেছে, ফল আগেই লেখা সেখানে সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে টানার মানে একটাই: ভয়ের ওপর দাঁড়িয়ে বৈধতার অভিনয়। আজ দখলদার ইউনুসের অবৈধ শাসনে সংখ্যালঘু মানেই যেন যা খুশি তাই করা যায়। মারধর, হুমকি, অগ্নিসংযোগ..আর দেখার কেউ নেই, শোনার কেউ নেই, আইনের কোনো অস্তিত্ব নেই। এটা শুধু নির্বাচন নিয়ে জালিয়াতি না, এটা মানবাধিকারের ওপর প্রকাশ্য আক্রমণ। এটা সংবিধানের মুখে থুতু ছেটানো। এটা প্রমাণ করে, অবৈধ শাসকের আমলে সংখ্যালঘুরা নাগরিক না তারা জিম্মি। ইতিহাস ভুলবে না এই সময়টা ছিল যখন রাষ্ট্র নিজেই সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে হাঁটতে বাধ্য করেছিল, আর সেই ভয়কে ব্যবহার করে নিজের অবৈধতা ঢাকতে চেয়েছিল। এই লজ্জার নাম সাজানো নির্বাচন।
এই অপরাধের নাম দখলদার ইউনুসের অপশাসন।
সিট ভাগাভাগি হয়ে গেছে, ফল আগেই লেখা সেখানে সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে টানার মানে একটাই: ভয়ের ওপর দাঁড়িয়ে বৈধতার অভিনয়। আজ দখলদার ইউনুসের অবৈধ শাসনে সংখ্যালঘু মানেই যেন যা খুশি তাই করা যায়। মারধর, হুমকি, অগ্নিসংযোগ..আর দেখার কেউ নেই, শোনার কেউ নেই, আইনের কোনো অস্তিত্ব নেই। এটা শুধু নির্বাচন নিয়ে জালিয়াতি না, এটা মানবাধিকারের ওপর প্রকাশ্য আক্রমণ। এটা সংবিধানের মুখে থুতু ছেটানো। এটা প্রমাণ করে, অবৈধ শাসকের আমলে সংখ্যালঘুরা নাগরিক না তারা জিম্মি। ইতিহাস ভুলবে না এই সময়টা ছিল যখন রাষ্ট্র নিজেই সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে হাঁটতে বাধ্য করেছিল, আর সেই ভয়কে ব্যবহার করে নিজের অবৈধতা ঢাকতে চেয়েছিল। এই লজ্জার নাম সাজানো নির্বাচন।
এই অপরাধের নাম দখলদার ইউনুসের অপশাসন।



