নোবেল বিজয়ী থেকে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের পৃষ্ঠপোষক : জঙ্গি মদদে ক্ষমতা, সংখ্যালঘু রক্তে টিকে থাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬
     ৬:৪৮ পূর্বাহ্ণ

নোবেল বিজয়ী থেকে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের পৃষ্ঠপোষক : জঙ্গি মদদে ক্ষমতা, সংখ্যালঘু রক্তে টিকে থাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ জানুয়ারি, ২০২৬ | ৬:৪৮ 9 ভিউ
নোবেল বিজয়ী থেকে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের পৃষ্ঠপোষক : জঙ্গি মদদে ক্ষমতা, সংখ্যালঘু রক্তে টিকে থাকা সতেরো মাস হয়ে গেলো। সতেরো মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘুরা জানে না কোন দিন তাদের ঘরবাড়ি আগুনে পুড়বে, কোন দিন তাদের উপাসনালয়ে হামলা হবে। নির্মল রোজারিও বলছেন দুই হাজারের বেশি ঘটনা ঘটেছে আগস্টের পাঁচ তারিখের পর থেকে। দুই হাজার। এই সংখ্যাটা কি কোনো স্বাভাবিক দেশের পরিসংখ্যান হতে পারে? নাকি এটা একটা পরিকল্পিত নৈরাজ্যের প্রমাণ? মুহাম্মদ ইউনূস এবং তার অবৈধ সরকার বসে আছে ক্ষমতার চেয়ারে, যে চেয়ার তারা পেয়েছে বিদেশি মদদপুষ্ট দাঙ্গার মাধ্যমে। ২০২৪ এর জুলাই মাসে রাস্তায় যে রক্ত ঢালা হয়েছিল, সেই রক্তের দায় এখন তারা মেটাচ্ছে আরও

রক্ত ঢেলে। পার্থক্য শুধু এটুকুই যে এবার রক্ত ঝরছে নিরীহ সংখ্যালঘুদের। খ্রীষ্টান, হিন্দু, বৌদ্ধ সবাই এখন নিজের দেশে পরবাসী। ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেসের সামনে হামলা হলো। পুলিশ ছিল সেখানে, নিরাপত্তার জন্য। কিন্তু হামলাকারীরা জানতো যে তাদের কিছু হবে না। কারণ এই সরকারের পৃষ্ঠপোষকতা আছে ইসলামিক জঙ্গিদের সাথে। জঙ্গিরা জানে এই সরকার ক্ষমতায় এসেছে তাদের সহায়তায়ই। তাই তারা এখন দাবি আদায় করছে, আর সেই দাবি হচ্ছে সংখ্যালঘু নিধন। রোজারিও বলছেন, তেজগাঁও চার্চে হামলা হয়েছে, রমনা ক্যাথেড্রাল চার্চে হামলা হয়েছে। মোহাম্মদপুরে মিশনারি স্কুলে হামলা হয়েছে। এই যে ধারাবাহিক সন্ত্রাস, এর পেছনে কি আছে? একটা সুপরিকল্পিত এজেন্ডা। খ্রীষ্টানদের যে সমাজসেবা, যে শিক্ষাপ্রতিষ্ঠান, যে

চিকিৎসাকেন্দ্র, সেগুলো দেখলেই চরমপন্থীদের গা জ্বলে। কারণ সেখানে মানবিকতা আছে, সেবা আছে, উদারতা আছে। আর ইউনূসের সরকার সেই চরমপন্থীদের হাতেই দেশের ভাগ্য তুলে দিয়েছে। যে সরকার ক্যুর মাধ্যমে ক্ষমতায় এসেছে, তার কাছে জবাবদিহিতা থাকে না। ইউনূসের সরকারের কোনো জনসমর্থন নেই, কোনো নির্বাচনী ম্যান্ডেট নেই। তাদের আছে শুধু সামরিক বাহিনীর বন্দুক আর জঙ্গিদের মদদ। এই দুটো জিনিসের ভরসায় তারা চালাচ্ছে দেশ, আর দেশটা ডুবছে অরাজকতায়। দুই হাজার হামলা হয়েছে, কয়জনকে গ্রেফতার করা হয়েছে? কোনো বিচার হয়েছে? একটাও না। কারণ যারা হামলা করছে, তারাই তো এই সরকারের আসল শক্তি। সুদী মহাজন ইউনূস একসময় দরিদ্র মানুষকে টাকা ধার দিয়ে নোবেল পেয়েছিলেন। এখন দেশ চালাচ্ছেন বিদেশি

প্রভুদের টাকায়। সেই টাকার বিনিময়ে তিনি দেশকে তুলে দিয়েছেন চরমপন্থীদের হাতে। যে দেশে একসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, যে দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রীষ্টান একসাথে বাস করতো, সেই দেশ এখন পরিণত হয়েছে সংখ্যালঘু নির্যাতনের এক ভয়ংকর জায়গায়। রোজারিও বলছেন খ্রীষ্টানরা ধর্মান্তরকরণ করে না, তারা শিক্ষা দেয়, সেবা করে, এনজিও চালায়। কিন্তু চরমপন্থীদের কাছে এসব অজুহাত মাত্র। তারা চায় সংখ্যালঘুশূন্য বাংলাদেশ, আর ইউনূস সরকার সেই স্বপ্ন পূরণ করতে দিচ্ছে তাদের। প্রতিদিন কোনো না কোনো পরিবার উদ্বাস্তু হচ্ছে, কোনো না কোনো মন্দির-গির্জা আক্রান্ত হচ্ছে। আর সরকার বসে বসে দেখছে। বরং উৎসাহ দিচ্ছে। এই যে অবৈধ শাসন, এই যে বিদেশি অর্থায়ন, এই যে জঙ্গি মদদ, এই যে সামরিক

সমর্থন, এগুলো মিলে একটা ভয়াবহ মিশ্রণ তৈরি হয়েছে। আর সেই বিষাক্ত মিশ্রণ এখন গিলে খাচ্ছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
খলিল-তৈয়্যব-আখতার বিমানের নতুন পরিচালক: নেপথ্যে বোয়িং কেনার ‘প্যাকেজড ডিল’? হিউম্যান রাইটস ওয়াচ: নির্বাচনের আগে বাংলাদেশে নারী-শিশু এবং সংখ্যালঘুদের ওপর বাড়ছে সহিংসতা রঙ বদলের মানুষেরা! নোবেল বিজয়ী থেকে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের পৃষ্ঠপোষক : জঙ্গি মদদে ক্ষমতা, সংখ্যালঘু রক্তে টিকে থাকা ফ্রিল্যান্সার পোর্টালের বিপর্যয় : নিছক ভুল নাকি রাষ্ট্রীয় অব্যবস্থাপনার নমুনা? কারাগারে আওয়ামী লীগ সমর্থিতদের মৃত্যুর মিছিল, ডিজিটালিস গ্রুপের ওষুধ ঘিরে বাড়ছে প্রশ্ন আন্তর্জাতিক নজরে বাংলাদেশ: একতরফা নির্বাচন, সংখ্যালঘু নিপীড়ন ও বৈধতার পতন সাংবাদিকতার আড়ালে রাজনীতি: অলিউল্লাহ নোমানকে ঘিরে অভিযোগের বিস্তৃত চিত্র পিতার রাজনৈতিক বিরোধের বলি ১৭ বছরের রাকিব ইসলাম এই প্রতিহিংসা রাজনীতির শেষ কোথায়..! ট্রাম্প বনাম ইরান: যুক্তরাষ্ট্র কোন পথে হাঁটবে? এক গভীর সংকট, তিনটি বিপজ্জনক বিকল্প এবং বৈশ্বিক পরিণতি আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৬ ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে- চীন, সার্কাস বলছে রাশিয়া ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ ছুুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড় বন্দিদের ৪৬% তিন ধরনের অপরাধে ট্রাম্পের সমর্থন পাওয়ার প্রতিযোগিতায় দুই নেত্রী বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা দুই পক্ষেরই সুর নরম, তবু শঙ্কা কাটেনি বড় জয়ে বিশ্বকাপ বাছাইয়ের মহড়া সারল বাংলাদেশ