স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে হাজার কোটির নোটিশ ইমরানের – U.S. Bangla News




স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে হাজার কোটির নোটিশ ইমরানের

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ৩০ মে, ২০২৩ | ১০:৩২
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেলকে মানহানির নোটিশ পাঠিয়েছেন। এতে তিনি অভিযোগ করেছেন, স্বাস্থ্যমন্ত্রী তাকে নিয়ে অন্যায়, ভিত্তিহীন, মিথ্যা, বিভ্রান্তিকর, ভুল এবং মানহানিকর মন্তব্য করেছেন। এ জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে তাকে। এর অন্যথা হলে মন্ত্রীর বিরুদ্ধে ১০০০ কোটি রুপির মানহানি মামলা করার হুশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গত ২৬ মে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইমরান খানের মেডিকেল রিপোর্ট নিয়ে ওই ‘অবমাননাকর’ মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির। এ নিয়ে ইমরান খান বলেছেন, মেডিকেল রিপোর্ট পুরোপুরি তার ব্যক্তিগত গোপনীয়তার বিষয়। সেটিকে প্রকাশ্যে এনে মিথ্যাচার করেছেন

স্বাস্থ্যমন্ত্রী। প্রসঙ্গত, এর আগে পাক স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, ইমরান খানের পায়ে কোনো ক্ষত নেই। তার রক্ত পরীক্ষায় অ্যালকোহল এবং অবৈধ মাদকের অস্তিত্ব পাওয়া গেছে। পাশাপাশি ইমরান খানের মানসিক ভারসাম্য নিয়েও প্রশ্ন তোলেন আব্দুল কাদির। স্বাস্থ্যমন্ত্রীর এমন মন্তব্যে ক্ষিপ্ত হয়ে ওই নোটিশ পাঠিয়েছেন ইমরান খান। নোটিশে সাবেক প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে অবশ্যই তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তিনি যেভাবে সংবাদ সম্মেলন করে আমাকে নিয়ে মিথ্যাচার করেছেন, সেভাবেই তাকে ক্ষমাও চাইতে হবে। তাকে স্বীকার করতে হবে যে, তিনি মিথ্যাচার করেছেন। পিটিআই প্রধান নোটিশে আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী যদি ক্ষমা না চান, তাহলে তার বিরুদ্ধে ১০ বিলিয়ন রুপির মানহানি মামলা করা হবে। আর মন্ত্রীকে ১৫

দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। এ ছাড়া ভবিষ্যতে আব্দুল কাদিরকে এ ধরনের অবমাননাকর বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে হবে। ইমরান খান আরও বলেছেন, মানহানি মামলার অর্থ তিনি শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে দান করে দেবেন।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এবারও কথা শুনছেন না এমপি-মন্ত্রীর স্বজনরা সাংবাদিক মাহীকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট পেরুতে রাস্তা থেকে ৬৫০ ফুট খাদে পড়ল বাস, নিহত ২৫ দাবদাহের যন্ত্রণায় দেশ আ.লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগ উপজেলা ভোটে সংঘাত-সহিংসতার আশঙ্কা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ হার্ভার্ডে উড়ল ফিলিস্তিনি পতাকা আসামিকে ওয়ারেন্ট দিতে গিয়ে প্রাণ গেল মার্কিন পুলিশের ৩ কর্মকর্তার রিজার্ভ নিয়ে কঠোর অবস্থানে আইএমএফ বাজেটের সুফল পেতে বন্ধ করতে হবে লুটপাট শিক্ষকরা কি বনসাই হয়ে থাকবেন? প্লাস্টিক বর্জ্যে ঢাকায় সড়ক নির্মাণ গরমে গলবে না, বর্ষায় ভাঙবে না– দাবি সওজের মহাবিপদ এড়াতে এখনই সাজাতে হবে পরিকল্পনা মে মাস শেষের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউ সবকিছুতেই কেন আদালতের নিদের্শনা?–শিক্ষামন্ত্রী খুলনায় ১০ বছরের মধ্যে এপ্রিলে সর্বনিম্ন বৃষ্টি, বেড়েছে তাপদাহের স্থায়ি ব্যালন ডি’অর র‌্যাঙ্কিং: এগিয়ে বেলিংহাম-এমবাপ্পে, আছেন মেসিও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো ন্যায়বিচারের পথ দেখাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকছে না ‘ডাবল শিফট’ কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬