স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে হাজার কোটির নোটিশ ইমরানের

৩০ মে, ২০২৩ | ১০:৩২ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেস্ক , ইউ এস বাংলা ২৪

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেলকে মানহানির নোটিশ পাঠিয়েছেন। এতে তিনি অভিযোগ করেছেন, স্বাস্থ্যমন্ত্রী তাকে নিয়ে অন্যায়, ভিত্তিহীন, মিথ্যা, বিভ্রান্তিকর, ভুল এবং মানহানিকর মন্তব্য করেছেন। এ জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তার জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে তাকে। এর অন্যথা হলে মন্ত্রীর বিরুদ্ধে ১০০০ কোটি রুপির মানহানি মামলা করার হুশিয়ারি দিয়েছেন তিনি। স্থানীয় সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গত ২৬ মে ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইমরান খানের মেডিকেল রিপোর্ট নিয়ে ওই ‘অবমাননাকর’ মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির। এ নিয়ে ইমরান খান বলেছেন, মেডিকেল রিপোর্ট পুরোপুরি তার ব্যক্তিগত গোপনীয়তার বিষয়। সেটিকে প্রকাশ্যে এনে মিথ্যাচার করেছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রসঙ্গত, এর আগে পাক স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন, ইমরান খানের পায়ে কোনো ক্ষত নেই। তার রক্ত পরীক্ষায় অ্যালকোহল এবং অবৈধ মাদকের অস্তিত্ব পাওয়া গেছে। পাশাপাশি ইমরান খানের মানসিক ভারসাম্য নিয়েও প্রশ্ন তোলেন আব্দুল কাদির। স্বাস্থ্যমন্ত্রীর এমন মন্তব্যে ক্ষিপ্ত হয়ে ওই নোটিশ পাঠিয়েছেন ইমরান খান। নোটিশে সাবেক প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যমন্ত্রীকে অবশ্যই তার মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। তিনি যেভাবে সংবাদ সম্মেলন করে আমাকে নিয়ে মিথ্যাচার করেছেন, সেভাবেই তাকে ক্ষমাও চাইতে হবে। তাকে স্বীকার করতে হবে যে, তিনি মিথ্যাচার করেছেন। পিটিআই প্রধান নোটিশে আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী যদি ক্ষমা না চান, তাহলে তার বিরুদ্ধে ১০ বিলিয়ন রুপির মানহানি মামলা করা হবে। আর মন্ত্রীকে ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। এ ছাড়া ভবিষ্যতে আব্দুল কাদিরকে এ ধরনের অবমাননাকর বিবৃতি দেওয়া থেকে বিরত থাকতে হবে। ইমরান খান আরও বলেছেন, মানহানি মামলার অর্থ তিনি শওকত খানম মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে দান করে দেবেন।