বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, বলতেন, ইন্ডিয়া আমাদেরই দেশ : জয়া আহসান – U.S. Bangla News




বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, বলতেন, ইন্ডিয়া আমাদেরই দেশ : জয়া আহসান

ইউ এস বাংলা নিউজ ডেক্স:-
আপডেটঃ ২৮ মে, ২০২৩ | ৮:৩৫
আগামী মাসের ২ তারিখ কলকাতায় মুক্তি পাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘অর্ধাঙ্গিনী’। বর্তমানে তিনি এই সিনেমার প্রচার নিয়ে বিষন ব্যস্ত সময় কাটাচ্ছেন। বলা যায় সিনেমার সফলতা তার উপর নির্ভর করছে।প্রচারণা চলাকালীন তিনি সাক্ষাতকার দিয়েছেন একটি গণমাধ্যমের সঙ্গে। সেখানে উঠে আছে তার নিজের প্রসঙ্গ ও সিনেমার গল্প। সেই সাক্ষাতকারে জয়া বলেন, ভারতকে কখনও আলাদা দেশ ভাবেন না। শুধু তাই নয়, দেশটিকে দ্বিতীয় দেশ মনে করেন তিনি। জয়ার কথায়, “আমি দ্বিতীয় একটা দেশ পেয়ে গিয়েছি। ছোটবেলা থেকে এত গল্প শুনেছি, ইন্ডিয়াকে কখনও আলাদা একটা দেশ ভাবতাম না। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বলতেন, ইন্ডিয়া আমাদেরই দেশ। বাবা সব সময় দু’দেশের কথা বলতে গিয়ে

‘আমরা’ করেই বলতেন। কলকাতাকে আলাদা করে দেখেননি। সেটাকে নতুন করে পাওয়া আমার কাজের মধ্য দিয়ে। বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন। এখান থেকে অ‌্যাওয়ার্ড নিচ্ছি, এখানকার মানুষ আমাকে ভালবাসছে— এটা দেখতে পেলে বাবা ভীষণ খুশি হতেন। এই সময়ে দাঁড়িয়ে বাবাকে খুব মিস করি।” জানা যায়, জুনের ২ তারিখ টলিউডে মুক্তি পাচ্ছে জয়া অভিনীত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমা। ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি। এটি এই পরিচালকের সঙ্গে তার তৃতীয় ছবি। নির্মাতা সম্পর্কে জয়ার পর্যবেক্ষণ এ রকম, ‘কৌশিকদা আমার কাছে একজন ভালো পরিচালক। সংবেদনশীল একজন মানুষ। তারপর তার অভিনয়সত্তা ও নির্মাতাসত্তা। আর আমরা দুজনেই সেনসিটিভ বলে হয়ত কাজ করে আনন্দ পাই। অন্য অভিনেতারাও একই কথা বলবে,

আমি নিশ্চিত!’ এক দশক আগে ২০১৩ সালে ভারতীয় বাংলা চলচ্চিত্রে জয়ার যাত্রা শুরু হয়। এই চলার পথে সফল তিনি। এখন তাকে এপার বা ওপার বাংলা বলে আলাদা করা যায় না। এ নিয়ে জয়া বলেন, “এটাই বোধহয় সবচেয়ে বড় পাওয়া। ‘আবর্ত’ দিয়ে শুরু, আর এই ২০২৩-এ ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পেয়েছে। ভালো যেটা হয়েছে, দারুণ কিছু মানুষের সান্নিধ‌্য পেয়েছি। ভালো কিছু ছবি করেছি। একটা দেশের সাধারণ মানুষকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। একজন অভিনেতা হিসেবে দুটি দেশে কাজ করাটা ভাগ্যের ব‌্যাপার। নিজেকে ভাগ‌্যবান মনে হয়। নিজের অ‌্যাক্টিং ক্যারিয়ারকে আলাদা করে গ্লোরিফাই করার মতো কিছু নয়। এটা একটা কনটিনিউয়াস প্রসেস। এটা চলবে। আর এখানকার দর্শকের

ভালোবাসা পেয়েছি। হয়তে সংখ‌্যায় অনেক কাজ করিনি। কিন্তু আমার ছবি এলে দর্শক একটা অন‌্যরকম এক্সপেকটেশন রাখে, এটাই আমার পাওনা।” তবে এখন বাংলাদেশের কাজে বেশি ফোকাস করবেন বলে জানালেন জয়া। তার কথায়, ‘এখানে পরপর ভালো কিছু কাজ পেয়েছি। নিজের দেশেও কাজ করেছি, তবে এখানে একটু বেশি। এখন আবার ভেবেছি বাংলাদেশের কাজের ওপর ফোকাস করব। তা ছাড়া আমি নিজেকে একটা ব্রেকও দিয়েছিলাম।’ প্রাক্তন আর বর্তমান। এক পুরুষের জীবনের দুই নারীর হৃদয়ের যুদ্ধ এবার দেখা যাবে ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায়। সম্পর্কের এই গল্পে মুখ্য চরিত্রে আরও দেখা যাবে চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেনকে। ছবিতে কৌশিক সেনের চরিত্রের প্রাক্তন স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। জয়া হয়েছেন সেই চরিত্রের

বর্তমান স্ত্রী। ঘটনাচক্রে কৌশিকের চরিত্র কোমায় চলে যায়। তারপরই প্রাক্তন ও বর্তমানের দ্বন্দ্ব শুরু হয়।
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী বিক্ষোভ, বাইডেনের কী ক্ষতি? স্মার্ট ভূমি ব্যবস্থাপনা নিশ্চিতে স্থায়ী কমিটির সুপারিশ রাস্তা থেকে লঞ্চের কেবিনে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার আমদানির খবরে কমেছে দেশি পেঁয়াজের দাম ৩৫ করতে শিক্ষামন্ত্রীর ডিও প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় মন্ত্রণালয় মিল্টন সমাদ্দারের যত ‘অপকর্ম’ সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে : প্রধানমন্ত্রী নিউইয়র্কে বাংলাদেশি হত্যার ভিডিও প্রকাশ ৮ দফা কমে আবার দুদফায় ১৭৮৫ টাকা বাড়ল সোনার দাম জিম্বাবুয়েকে ১৩৮ রানে থামিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা ডিবিতে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, যা জানালেন মিল্টন সমাদ্দারের স্ত্রী শুক্রবার ক্লাস নেওয়ার বিষয়টি ভুল করে ফেসবুকে পোস্ট হয়েছিল: মন্ত্রণালয় হামাসের রকেট হামলায় ইসরাইলে আহত ৭ শিক্ষামন্ত্রীর চিঠির পরিপ্রেক্ষিতে চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হবে কিনা, জানালেন জনপ্রশাসনমন্ত্রী শাপলা চত্বরে সমাবেশের ১১ বছর পর এখন কী অবস্থা হেফাজতের? পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া রাজনৈতিক ব্যর্থতা মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে কত টাকা, জানালেন ডিবিপ্রধান দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোটে দাঁড়ানোয় ২ বিএনপি নেতার পরিণতি পরকীয়ার জেরে হত্যা, বাবা-ছেলে-পুত্রবধূসহ ৫ জনের যাবজ্জীবন টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ