ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
অবৈধ দখলদার সরকারের শাসনে জনরোষ, ঘরে ঘরে অসন্তোষ
জামাতি ষড়যন্ত্রে নির্বাচন অনিশ্চিত, দীর্ঘ মেয়াদী ক্ষমতায় থাকছেন ডঃ ইউনুস!
ইউক্রেন হওয়ার পথে বাংলাদেশ, আতঙ্কিত জনগণ
ড. ইউনুসের কূটনীতি সেভেন সিস্টার্সের জন্য চ্যালেঞ্জ বাড়াচ্ছে
ধর্মান্ধতার নৃশংস উন্মাদনা—ভালুকায় হিন্দু শ্রমিককে হত্যা করে মরদেহে আগুন
আইন-শৃঙ্খলা সংকটে বাংলাদেশ,হাদীর মৃত্যুর পর সহিংসতা ছড়িয়ে পড়ছে, নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার
বিজয় দিবসে ফুল দেওয়াই অপরাধ—এই রাষ্ট্র এখন কার দখলে?
১৭ ডিসেম্বর ১৯৭১—অস্ত্রহীন এক ভারতীয় সেনা আর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সাহসী উদ্ধার
১৭ ডিসেম্বর ১৯৭১।
বাংলাদেশ স্বাধীন—কাগজে কলমে।
কিন্তু বাস্তবে ধানমণ্ডি ৩২ নম্বর তখনও পাকিস্তানি সেনাদের বন্দিশালা—মৃত্যুর জন্য প্রস্তুত এক ঘাঁটি।
সেই ভয়ংকর মুহূর্তে ইতিহাসের সামনে দাঁড়িয়ে ছিলেন একজন মানুষ— কর্নেল অশোক কুমার তারা (তৎকালীন মেজর), ভারতীয় সেনাবাহিনী।
কোনো ট্যাংক নয়।
কোনো ব্যাটালিয়ন নয়।
কোনো গোলাগুলিও নয়।
অস্ত্রহীন, একা—মৃত্যুকে চোখে চোখ রেখে—তিনি ঢুকে পড়েছিলেন পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে।
ভিতরে বন্দি ছিলেন— বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ হাসিনা (কোলজুড়ে নবজাতক সজীব ওয়াজেদ জয়), শেখ রেহানা, শিশু শেখ রাসেল।
আর বাইরে— রাইফেল তাক করা পাকিস্তানি সেনা। আজ যারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে,
মিত্র বাহিনীর ভূমিকা অস্বীকার করে,
বঙ্গবন্ধু পরিবার নিয়ে কুৎসা ছড়ায়—
তাদের এই সত্য জানা বাধ্যতামূলক:
''বঙ্গবন্ধুর পরিবার সেদিন কোনো আপসের কারণে বাঁচেনি। তারা বেঁচেছিল একজন ভারতীয়
সেনার অদম্য সাহসে।" প্রায় ৩০ মিনিটের রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ।একজন নিরস্ত্র মানুষ বনাম সশস্ত্র ঘাতক বাহিনী। শেষ পর্যন্ত— পাকিস্তানি সেনারা অস্ত্র নামাতে বাধ্য হয়। বঙ্গবন্ধুর পরিবার মুক্ত হয়।বাংলাদেশ ইতিহাসের এক ভয়াবহ সম্ভাব্য ধ্বংস থেকে রক্ষা পায়। এই হচ্ছে প্রকৃত সৈনিক। এই হচ্ছে প্রকৃত মিত্র।
সেনার অদম্য সাহসে।" প্রায় ৩০ মিনিটের রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ।একজন নিরস্ত্র মানুষ বনাম সশস্ত্র ঘাতক বাহিনী। শেষ পর্যন্ত— পাকিস্তানি সেনারা অস্ত্র নামাতে বাধ্য হয়। বঙ্গবন্ধুর পরিবার মুক্ত হয়।বাংলাদেশ ইতিহাসের এক ভয়াবহ সম্ভাব্য ধ্বংস থেকে রক্ষা পায়। এই হচ্ছে প্রকৃত সৈনিক। এই হচ্ছে প্রকৃত মিত্র।



