ক্রয় সক্ষমতায় পিছিয়ে থাকা পাকিস্তানেই পণ্য বিক্রিতে ঝুঁকছে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫
     ৬:২২ অপরাহ্ণ

ক্রয় সক্ষমতায় পিছিয়ে থাকা পাকিস্তানেই পণ্য বিক্রিতে ঝুঁকছে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫ | ৬:২২ 62 ভিউ
দুই দশক পর অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে নতুন করে বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে পাকিস্তান বাংলাদেশ থেকে পাট ও কৃষিপণ্য আমদানি বাড়ানোর আগ্রহ জানিয়েছে। তবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানো কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন উঠেছে অর্থনীতিবিদদের মধ্যে। আজ ২৭শে অক্টোবর, সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে নবম বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক সভায় নেতৃত্ব দেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, দুই দেশের বাণিজ্যের

পরিমাণ এখনো ১ বিলিয়ন ডলারও নয়। এটি বাড়ানো দরকার। আমরা বাংলাদেশ থেকে পাটসহ কৃষিপণ্য আমদানি বাড়াতে চাই। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, সভায় আকাশ ও নৌপথে যোগাযোগ বাড়ানোসহ খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে অগ্রগতি আনতে নৌ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করবে। প্রায় ২০ বছর পর এ বৈঠক অনুষ্ঠিত হলো। সর্বশেষ জেইসি বৈঠক হয়েছিল ২০০৫ সালের ১২ই সেপ্টেম্বর ঢাকায়। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যাওয়ার পর দুই দেশের সম্পর্কে দীর্ঘদিনের অচলাবস্থা তৈরি হয়। গত বছর জঙ্গি হামলার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর আবারও সম্পর্ক স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া শুরু হয় ড.

ইউনূস ও তার সরকার স্টেক হোল্ডারদের আগ্রহে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে ৭৮ কোটি ৭০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে, কিন্তু রপ্তানি করতে পেরেছে মাত্র ৮ কোটি ডলারের পণ্য। অর্থাৎ, বাণিজ্য ভারসাম্য পাকিস্তানের পক্ষেই বেশি। অর্থনীতিবিদরা মনে করছেন, ক্রয় সক্ষমতা ও বৈদেশিক মুদ্রা সংকটে থাকা পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর উদ্যোগে বাংলাদেশ তেমন লাভবান হওয়ার সম্ভাবনা কম। বরং রপ্তানির চেয়ে আমদানিনির্ভর বাণিজ্য ভারসাম্য আরও ঘাটতিতে পড়তে পারে বলে তাদের আশঙ্কা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কুয়াশা ও শুষ্ক আবহাওয়া থাকবে কয়দিন? জানাল আবহাওয়া অধিদপ্তর ভারতীয় রুপির রেকর্ড দরপতন বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা ট্রাম্পের যে কারণে জিৎ-স্বস্তিকার ৬ বছরের প্রেম ভাঙে অবিনশ্বর বিজয় দিবস ২০২৫ নয় মাস মুক্তিযুদ্ধের পর যেদিন বিজয়ের সূর্য হেসেছিল বাংলার আকাশে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ নিয়াজীর আত্মসমর্পণের চুক্তিনামা নিয়ে আসেন ক্যু করে পদচ্যুত করতে ব্যর্থ হয়ে ইউনুসের কাছে রাষ্ট্রপতি এখন অচ্ছুৎ! সংস্কৃতি মন্ত্রণালয়ের লুটপাট: জুলাইয়ের খুনিদের আসল চেহারা ফেব্রুয়ারিতে ভোট, নাকি সংঘর্ষ—সংকটময় মোড়ে বাংলাদেশ বিচারের নামে শেখ হাসিনার সাথে চলছে অবিচার, বিশ্বে নিন্দিত বাংলাদেশ ইনিয়ে-বিনিয়ে পাকিস্তানকে মহিমান্বিত করার চেষ্টা, জুতা মেরে বাঙালির জবাব! একটি জাতিকে পঙ্গু করতেই রাও ফরমানের নীলনকশা, বাস্তবায়নে জামাত প্রহসন নির্বাচনের তফসিল ঘোষণা, জনগণের রায় ছাড়াই ক্ষমতার বন্দোবস্ত মানবে না দেশ মহান বিজয় দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী মুক্তিযুদ্ধ ১৯৭১ আত্মসমর্পণের আগের সেই মুহূর্তগুলো এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা। একাত্তরে তাঁদের সাহস, দৃঢ়তা আর সংকল্প আমাদের এনে দিয়েছিল স্বাধীনতা