বিমানবন্দরে আগুনে ওষুধ শিল্পে বিপর্যয়: ভ্যাট-ট্যাক্স ফেরত চান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫
     ৭:৫৩ পূর্বাহ্ণ

বিমানবন্দরে আগুনে ওষুধ শিল্পে বিপর্যয়: ভ্যাট-ট্যাক্স ফেরত চান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ অক্টোবর, ২০২৫ | ৭:৫৩ 14 ভিউ
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকা-ে দেশের ওষুধ শিল্পে মারাত্মক বিপর্যয় নেমে এসেছে। আগুনে প্রায় ২০০ কোটি টাকার ওষুধ উৎপাদনের কাঁচামাল পুড়ে যাওয়ায় অ্যান্টিবায়োটিক, ক্যান্সার, ডায়াবেটিস, হরমোন ও ভ্যাকসিন জাতীয় গুরুত্বপূর্ণ ওষুধের উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। যা দেশের ওষুধ উৎপাদনেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) মঙ্গলবার গুলশানে এক সংবাদ সম্মেলনে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করে। তারা বলেন, সরকারের ব্যর্থতায় বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় এই ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষে সরকারি কোষাগারে দেওয়া শুল্ক, ডিউটি ও ভ্যাট ফেরত দেওয়ার দাবি জানানো হয়। সংগঠনের মহাসচিব জাকির হোসেন জানান, অগ্নিকা-ে দেশের শীর্ষস্থানীয় অন্তত

৪৫টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ২০০ কোটি টাকার কাঁচামালের ক্ষতি হয়েছে, যা আরও বাড়তে পারে। বর্তমানে দেশে সক্রিয় ২৫০টি ওষুধ কোম্পানির একটি বড় অংশ এই ক্ষতির শিকার। ক্ষতিগ্রস্ত কাঁচামালের মধ্যে অনেক ছিল বিশেষ তাপমাত্রায় সংরক্ষণযোগ্য এবং বেশিরভাগই নারকোটিকস বিভাগের অনুমোদন নিয়ে আমদানি করা, যা পুনরায় আমদানির প্রক্রিয়ায় সময় ও জটিলতা সৃষ্টি করবে। ফলে ওষুধ উৎপাদনে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিএপিআই-এর পক্ষ থেকে তিনটি দাবি উত্থাপন করা হয়: শুল্ক, ডিউটি ও ভ্যাটের অর্থ ফেরত দেওয়া, যেগুলো ক্ষতিগ্রস্ত পণ্যের ওপর সরকারকে পরিশোধ করা হয়েছে। ব্যাংক এলসি চার্জ ও সুদ মওকুফ করা এবং নতুন করে কাঁচামাল আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলো যেন সুদ, চার্জ ও

মার্জিন ছাড়া সহজ শর্তে এলসি খোলার সুযোগ দেয়। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শুধু কাঁচামাল নয়, স্পেয়ার পার্টস ও মেশিনারিজও আগুনে পুড়ে গেছে, যার ফলে উৎপাদন ব্যবস্থায় দীর্ঘসূত্রতা দেখা দেবে। এ ছাড়া দেশের অন্য বিমানবন্দরে পৌঁছানো কাঁচামাল নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ সেগুলোর তাপমাত্রা নিয়ন্ত্রণ সংরক্ষণে এখন বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে। ওষুধ শিল্প সমিতির নেতারা অভিযোগ করেন, বিমানবন্দরের নিরাপত্তা ও ঝুঁকিব্যবস্থাপনায় সরকারের অবহেলাই এ দুর্ঘটনার জন্য দায়ী। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক উৎপাদনে ফেরার জন্য দ্রুত সরকারি সহায়তা প্রয়োজন বলে তারা জোর দাবি জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ল্যুভর থেকে চুরি হওয়া অলংকারের আর্থিক মূল্য প্রকাশ ১০ মাসে পাঁচ লাখ অবৈধ অভিবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে নিউইয়র্কে আন্তর্জাতিক লালন উৎসবে মানুষের ঢল অডিশন ছাড়াই শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণ ১৫ সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হলো কারাগারে এএসপি হলেন ৬২ পুলিশ পরিদর্শক কারাগারে পাঠানো হলো যে ১৫ সেনা কর্মকর্তাকে শিশু গৃহকর্মীকে ধর্ষণ, ট্রাফিক পুলিশ সদস্য গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অভিবাসীদের স্থান দেবে বেলিজ সরকার হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে সাগরে প্লেন, নিহত ২ গাজায় হামলার পর যুদ্ধবিরতি পুনঃকার্যকরের ঘোষণা ইসরায়েলের যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা, স্ত্রী সামিরাসহ আসামি ১১ অস্ট্রেলিয়ায় ‘বীরাঙ্গনার বয়ান’ মঞ্চস্থ: মুক্তিযুদ্ধে নারীদের অদম্য সাহসের আখ্যান জনগণের সহযোগিতায় আওয়ামী লীগের মিছিলঃ রাজনৈতিক মহল বলছে ‘অরাজক শাসনামলে সমতা আনতে পারে শুধু আওয়ামী লীগ’ অবিচলতার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের আপসহীন প্রতিরোধ সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি নেত্রকোণায় “মুক্তিযোদ্ধা হত্যা” মামলার সাক্ষী-উকিলদের গ্রেপ্তার: রাজাকারের ভাই জিপির নির্দেশে নির্যাতনের অভিযোগ পুতিনের শর্ত না মানলে ‘ধ্বংস’ হবে ইউক্রেন: ট্রাম্পের কড়া সতর্কবার্তা ‘কোটা না মেধা? মেধা মেধা’ স্লোগানদাতারা কেন চাকরিতে নারী কোটার পক্ষে ফিরতে চায় এখন? ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি অস্বীকার করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন