হারতে হারতে জিতল বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




হারতে হারতে জিতল বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২৫ | ৮:১০ 10 ভিউ
টানটান উত্তেজনার ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে সহজ জয়ের পথে থেকেও নাটকীয়ভাবে ম্যাচটিকে কঠিন করে ফেলেছিল টাইগাররা। দুই ওপেনারের ১০৯ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটির পরও রশিদ খানের স্পিন ঘূর্ণিতে মাত্র ৯ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ব্যাটে ভর করে ৮ বল বাকি থাকতেই রুদ্ধশ্বাস জয় নিশ্চিত করে টাইগাররা। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন (৩৭ বলে ৫৪) ও তানজিদ হাসান তামিম (৩৭ বলে ৫১)। দুজনেই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন এবং ১১ ওভারেই ওপেনিং জুটিতে

১০৯ রান যোগ করে সহজ জয়ের ভিত গড়ে দেন। কিন্তু ১১.৪ ওভারে পারভেজ আউট হতেই যেন শুরু হয় মহাবিপর্যয়। মঞ্চে এসে আফগান অধিনায়ক রশিদ খান একাই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে ধস নামান। তার স্পিন-বিষে সাইফ হাসান (০), তানজিদ তামিম, জাকের আলী (৬) ও শামীম হোসেন (০) দ্রুত সাজঘরে ফেরেন। তানজিম সাকিবও রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ হলে বাংলাদেশের স্কোর ১০৯/০ থেকে মুহূর্তেই ১১৮/৬ এ পরিণত হয়। ম্যাচ যখন চরম অনিশ্চয়তায়, তখন জয়ের জন্য শেষ ১২ বলে ১৬ রানের প্রয়োজন। ১৯তম ওভারে আজমতউল্লাহ ওমরজাই আক্রমণে এলে নুরুল হাসান সোহান প্রথম দুই বলেই দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচটিকে বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর সিঙ্গেল নিয়ে

স্ট্রাইক দেন রিশাদ হোসেনকে। চতুর্থ বলে রিশাদ হোসেন দারুণ এক চার মেরে দলের রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন। এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ নবি (২৫ বলে ৩৮) ও রহমানউল্লাহ গুরবাজের (৩১ বলে ৪০) ব্যাটে ভর করে আফগানিস্তান ৮ উইকেটে ১৫১ রানের লড়াকু সংগ্রহ পায়। বাংলাদেশের পক্ষে রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব দুটি করে উইকেট নেন। এই জয়ে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল। আগামীকাল অনুষ্ঠিত হবে সিরিজের পরবর্তী ম্যাচ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই কুমিল্লায় শেখ হাসিনার জন্মদিন পালন, যুবলীগের তিন নেতা গ্রেপ্তার এনসিপির জন্য ইসির তালিকায় রয়েছে যেসব প্রতীক ভারতে কবে আসছেন নিজেই জানালেন মেসি, যেভাবে মিলবে টিকিট ফ্লোটিলার হানা দিয়েও থেমে নেই ইসরায়েল, দিলো আরও কঠোর বার্তা টানা ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড় হারতে হারতে জিতল বাংলাদেশ দেউলিয়াত্ব ঠেকাতে ২ হাজার কোটি মার্কিন নাগরিকের সঙ্গে প্রতারণা: অনুসন্ধানে ৬০৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের তথ্য ১৪ অক্টোবর থেকে আইসিসিবিতে জাতীয় ফার্নিচার মেলা বিশ্বমানের আয়োজনের প্রাণকেন্দ্র আইসিসিবি ব্যবসা মন্দা, রাজস্বে ঘাটতি চাপ বাড়াবে আইএমএফ এআই প্রযুক্তির নিশ্ছিদ্র নিরাপত্তা সেবার নিশ্চয়তা বসুন্ধরা আবাসিক এলাকায় ৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে কি ছুটি, যা বলছে মাউশি যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে হামলায় নিহত ২ গাজা উপকূলে নৌবহর আটক ‘বেআইনি’: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্বেচ্ছায় আয়ারল্যান্ড ছাড়লেই মিলবে নগদ অর্থ ৪০ জাহাজ আটক, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব বেলজিয়ামের নরওয়েতে জনপ্রিয় হচ্ছে ইসলাম দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ