‘ক্ষমা চাওয়ার প্রশ্নই আসেনা, আমার কাছ থেকেই ভারতকে ট্রফি নিতে হবে’ – ইউ এস বাংলা নিউজ




‘ক্ষমা চাওয়ার প্রশ্নই আসেনা, আমার কাছ থেকেই ভারতকে ট্রফি নিতে হবে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ | ১১:৫৯ 28 ভিউ
এশিয়া কাপের ফাইনাল শেষ হয়েছে তিন দিন হলো। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমান সভাপতি মহসিন নকভির কাছ থেকে এখনও চ্যাম্পিয়ন দল ভারত ট্রফি বুঝে নেয়নি। এনিয়ে তোলপার প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানে। আসলে এখানে মহসিন নকভির তেমন কোনো দোষ নেই। তিনি চ্যাম্পিয়ন দল ভারতকে ট্রফি দেওয়ার জন্যই ফাইনালে পুরস্কার মঞ্চে দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি বলে মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেয়নি। সূর্যকুমারের নেতৃত্বাধীন দল, সাফ জানিয়েছে দেয় কোনো পাকিস্তানির হাত থেকে তারা ট্রফি নিবে না। টুর্নামেন্টের নিয়মানুসারে এসিসি সভাপতি মহসিন নকভিরই চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেওয়ার কথা। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা নিয়ম অমাণ্য করে একজন বয়োবৃদ্ধ মানুষকে দীর্ঘ সময়

পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে থাকারও পরও তার কাছ থেকে ট্রফি না নিয়ে অসম্মান করে। ভারতীয়রা ট্রফি না নেওয়ায় এসিসি সভাপতি হিসেবে তিনি ট্রফি নিজ দায়িত্বে রেখেদেন এবং ভারতীয়দের জানিয়ে দেন, আমি তোমাদের ট্রফি দেওয়ার জন্য প্রস্তুত আছি তোমরা আমার কাছ থেকে ট্রফি নিয়ে যোয়ো। অথচ ভারতীয়রা দাবি করছে মহসিন নকভি ট্রফি নিয়ে চলে গেছেন। তিনি যদি ট্রফি নিয়ে চলেই যেতেন তাহলে পুরস্কার মঞ্চে আসতেন না। পুস্কার মঞ্চে এসে ট্রফি দেওয়ার জন্যই অপেক্ষায় ছিলেন। কিন্তু ভারতীয়রা খেলার মধ্যে রাজনীতি টেনে এনেছে। তারা বলছে মহসিন নকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দেশের সাথে আমাদের রাজনৈতিক বৈরিতা রয়েছে। হ্যাঁ-মহসিন নকভি পাকিস্তানের পরাষ্ট্রমন্ত্রী ঠিক আছে। তিনি তো আর

পরাষ্ট্রমন্ত্রী হিসেবে এসিসির পুরস্কার মঞ্চে দাওয়াত পাননি; পাওয়ারও কথা নয়। তিনি এসেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে। সভাপতি হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি তুলে দেওয়া তারই দায়িত্ব। তিনি তার দায়িত্ব পালনের জন্যই আরব আমিরাতে এশিয়া কাপের ফাইনালে উপস্থিত হয়েছেন। বুধবার ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম খবর রটে, এশীয় ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছেন নকভি। কিন্তু ফেসবুক ও এক্স হ্যান্ডলে মহসিন নকভি লেখেন, ‘ভারতীয় সংবাদমাধ্যম অসত্য কথা বলছে। আমি সকলের সামনে বিষয়টা পরিষ্কার করে দিতে চাই। আমি কোনও ভুল কাজ করিনি। আমি কোনও দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চাইনি। ভবিষ্যতেও কোনও দিন চাইব না।’ তিনি আরও লেখেন, ‘এই বানানো

ভিত্তিহীন কথাগুলো অপপ্রচার ছাড়া কিছুই নয়। তার আসল উদ্দেশ্য নিজেদের মানুষকেই ভুল বোঝানো। দুর্ভাগ্যজনক ভাবে ভারত বার বার ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢোকাচ্ছে। ফলে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে।’ নকভি লেখেন, ‘এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসাবে আমি সে দিনও ট্রফি তুলে দিতে চেয়েছিলাম। এখনও চাই। তিনি লেখেন, ‘যদি ভারত সত্যিই ট্রফি নিতে চায়, তা হলে এশীয় ক্রিকেট কাউন্সিলের দফতরে এসে আমার হাত থেকে ওদের নিতে হবে। ওদের স্বাগত।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাষাসৈনিক আহমদ রফিক আর নেই কুমিল্লায় শেখ হাসিনার জন্মদিন পালন, যুবলীগের তিন নেতা গ্রেপ্তার এনসিপির জন্য ইসির তালিকায় রয়েছে যেসব প্রতীক ভারতে কবে আসছেন নিজেই জানালেন মেসি, যেভাবে মিলবে টিকিট ফ্লোটিলার হানা দিয়েও থেমে নেই ইসরায়েল, দিলো আরও কঠোর বার্তা টানা ছুটিতে পর্যটনকেন্দ্রে উপচে পড়া ভিড় হারতে হারতে জিতল বাংলাদেশ দেউলিয়াত্ব ঠেকাতে ২ হাজার কোটি মার্কিন নাগরিকের সঙ্গে প্রতারণা: অনুসন্ধানে ৬০৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের তথ্য ১৪ অক্টোবর থেকে আইসিসিবিতে জাতীয় ফার্নিচার মেলা বিশ্বমানের আয়োজনের প্রাণকেন্দ্র আইসিসিবি ব্যবসা মন্দা, রাজস্বে ঘাটতি চাপ বাড়াবে আইএমএফ এআই প্রযুক্তির নিশ্ছিদ্র নিরাপত্তা সেবার নিশ্চয়তা বসুন্ধরা আবাসিক এলাকায় ৮-৯ অক্টোবর শিক্ষাপ্রতিষ্ঠানে কি ছুটি, যা বলছে মাউশি যুক্তরাজ্যে ইহুদি উপাসনালয়ে হামলায় নিহত ২ গাজা উপকূলে নৌবহর আটক ‘বেআইনি’: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্বেচ্ছায় আয়ারল্যান্ড ছাড়লেই মিলবে নগদ অর্থ ৪০ জাহাজ আটক, ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব বেলজিয়ামের নরওয়েতে জনপ্রিয় হচ্ছে ইসলাম দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ