জুবিনের শেষকৃত্য সম্পন্ন – ইউ এস বাংলা নিউজ




জুবিনের শেষকৃত্য সম্পন্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:০২ 0 ভিউ
ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গকে বিদায় জানাল গোটা দেশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অশ্রুসিক্ত পরিবেশে সম্পন্ন হলো তার অন্ত্যেষ্টিক্রিয়া। প্রিয় গায়কের মৃতদেহের পাশে বসে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী গরিমা। অগণিত ভক্তের উপস্থিতিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়। এদিকে স্ত্রী গরিমার দেওয়া জুবিনের প্রতি শেষ উপহার মুহূর্তেই ভিজিয়ে দিল সবার চোখ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘আমি যখন মারা যাব, তখন আসামের উচিত এই গানটি গাওয়া।’ ২০০১ সালে ‘মায়াবিনী’ গান নিয়ে এ কথা বলেছিলেন জুবিন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আসামের ‘প্রিয় রকস্টার’-কে রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হয়। সেসময় তার লাখ লাখ ভক্তের মুখে শোনা গিয়েছে ‘মায়াবিনী’র সেই লাইন। যে গান

সমস্ত অ্যালবামের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ ছিল জুবিনের। গুয়াহাটির কাছে আসামের কামরূপ জেলার কামারকুচি এনসি গ্রামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। গায়কের শ্মশানযাত্রা শুরু হবে অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্স থেকে। যেখানে তার দেহ জনসাধারণের জন্য রাখা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, জুবিনের স্ত্রী গরিমা সুপারি দিয়ে পান সাজছেন জুবিনের জন্য। গায়ক নাকি পান খেতে ভীষণই পছন্দ করতেন। তাই তার শেষযাত্রায় পানের ব্যবস্থা করেছেন গরিমা। যা দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না অনুরাগীরা। জানা যায়, চন্দনকাঠ দিয়ে তৈরি হয় মহান এই সংগীতশিল্পীর অন্তিম শয্যা। আর নিঃসন্তান এই গায়কের মুখাগ্নি করেছেন তার বোন ছোট বোন পামী বড়ঠাকুর। সঙ্গে ছিলেন জুবিনের ঘনিষ্ঠ

সহযোগী অরুণ এবং কবি-গীতিকার রাহুল। উল্লেখ্য, গায়কের মরদেহের নতুন করে ময়নাতদন্ত করতে হবে বলে সোমবার নির্দেশ দিয়েছে অসম সরকার। প্রথম ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছিল, জলে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। তার পরেও থেকে গিয়েছিল বেশ কিছু ধোঁয়াশা। তাই মঙ্গলবার ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল আসাম সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুবিনের শেষকৃত্য সম্পন্ন পেছাল চাকসু নির্বাচন উপকূলের কাছাকাছি চলে এসেছে সুপার টাইফুন ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৪ খাটে মায়ের মরদেহ, ফ্লোরে পড়ে ছিল নিস্তেজ ২ সন্তান ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চবির সব পরীক্ষা স্থগিত সুপার টাইফুনের কারণে স্কুল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা আজ হারলে বাংলাদেশের ওপর ‘নির্ভর’ করবে শ্রীলঙ্কার ফাইনাল খেলা! সব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির প্রেসিডেন্ট নির্বাচনে হারের পেছনে গাজা ইস্যু, কমলা হ্যারিসের বিস্ফোরক তথ্য নিউইয়র্কে হামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে : নাহিদ ইসলাম অনলাইন জুয়ায় সর্বস্বান্ত মানুষ, বেড়েছে পারিবারিক অশান্তি কৌতূহলবশত বিমানের ল্যান্ডিং গিয়ারে ঢুকে বিদেশে চলে গেল কিশোর কলকাতায় টানা বৃষ্টিতে বিপর্যয়, দুর্গাপূজার আগে ৭ জনের মৃত্যু ধেয়ে আসছে সুপার টাইফুন, হংকংয়ে বিমানবন্দর-স্কুল বন্ধ ঘোষণা টেলিকম লাইসেন্সিং নীতিমালার গেজেট প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর শাবিতে ‘কিছু শর্তে’ মিলেছে ছাত্র রাজনীতির অনুমতি কুয়েটে সংঘর্ষ: ৫ শিক্ষার্থী বহিষ্কার, ৩২ জনকে সতর্কবার্তা ফরিদপুর-৪ থেকে ভাঙ্গাকে আলাদা করতে হাইকোর্টে রুল