সিলেটে বিপৎসীমা ছাড়াল দুই নদী, বন্যার শঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫
     ১১:০৫ অপরাহ্ণ

সিলেটে বিপৎসীমা ছাড়াল দুই নদী, বন্যার শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:০৫ 61 ভিউ
গত কয়েক দিন ধরে প্রখর তাপে দগ্ধ হয়েছে সিলেট। এখন দেখা দিয়েছে বন্যার শঙ্কা। হঠাৎ করে বৃষ্টিপাত ও হঠাৎ উজানের ঢলে সুরমা ও কুশিয়ারার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। আকাশে মঙ্গলবারও ছিল কালো মেঘের ঘনঘটা। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট কার্যালয়ের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ও কুশিয়ারার পানি আমলসীদ পয়েন্টে ৯৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নদীগুলোর পানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। সুরমার পানি কানাইঘাটে ৮২ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ৩৩ সেন্টিমিটার, কুশিয়ারার পানি আমলসীদে ৬৮ সেন্টিমিটার, শেওলায় ৫১ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে ২১ সেন্টিমিটার এবং শেরপুরে ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এভাবে পানি বৃদ্ধির ধারা অব্যাহত

থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. আনেয়ারুল ইসলাম বলেন, সিলেটে বন্যার জন্য এ অঞ্চলের বৃষ্টিপাত দায়ী নয়। সিলেটের ওপারে ভারতে ভারি থেকে অতি ভারিবর্ষণ সিলেটে বন্যার অন্যতম কারণ। এছাড়া নদীর ভরাট, হাওড় ও পুকুরকে বাঁধ দিয়ে ছোট ছোট বাঁধ বানানোও পরিস্থিতি জটিল করছে। তিনি আরও বলেন, বর্ষার একেবারে শেষ সময়ে এসে দেশের নদ-নদী ও জলাশয়গুলো ভরাট হয়ে গেছে। এর মধ্যে আবার বন্যার পূর্বাভাস এসেছে-এটা চিন্তার বিষয়। তাছাড়া ভারী বৃষ্টিপাত শুধু বন্যার ঝুঁকি নয়, ভূমিধস ও নদীভাঙনের আশঙ্কাও বাড়াচ্ছে। বিশেষ করে টিলাবেষ্টিত সিলেটে ভূমিধস এখন বড়

আতঙ্ক। প্রকৃতির বৈপরীত্য প্রসঙ্গে ড. আনেয়ারুল ইসলাম বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে, এখন আর আমাদের দেশে ৬ ঋতু বলা যায় না। আবহাওয়ার ধরন বদলে গিয়ে বর্ষা কখনো অতি ভারী বৃষ্টি, কখনো তীব্র খরায় রূপ নিচ্ছে। এই অনিয়মিত প্রবণতাই সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলকে বেশি ঝুঁকির মুখে ফেলছে। আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে ঝাপসা মেঘলা ছিল। গত ২৪ ঘণ্টায় ৫৫.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, রাতের সর্বনিম্ন ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ ঝড়ো হাওয়া থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি

থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সিলেটে বন্যা শুধুমাত্র স্থানীয় বৃষ্টিপাতের কারণে নয়। ভারতে উজানে প্রবল বর্ষণ, পাহাড়ি ঢল, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও হাওর ধ্বংস নদীর স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করেছে। এর ফলে পানি জমে ভয়াবহ বন্যা সৃষ্টি হচ্ছে। পরিসংখ্যান বলছে, ২০২২ ও ২০২৪ সালের বন্যায় সিলেটে প্রায় দুই হাজার আটশ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষি ও মৎস্য খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ বারবার প্রকল্প হাতে নেওয়া হলেও সিলেটবাসী টেকসই সমাধান দেখতে পারেনি। সিটি করপোরেশনের ৪ হাজার ৬শ কোটি টাকার ড্রেনেজ প্রকল্প এখনো মন্ত্রণালয়ে ঝুলে আছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের একটি ফোনেই রক্ষা পেয়েছিল শেখ হাসিনার প্রাণ! চাঞ্চল্যকর দাবি নতুন বইতে ১৮ কোটি ইমেইল হ্যাক বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বোয়ালমারী রণক্ষেত্র ফিরছে অ্যাসিড সন্ত্রাসের পুরোনো আতঙ্ক ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা চট্টগ্রামে আটক পপি বীজ কেন নিষিদ্ধ, দেশে কি চাষ হয়, পাকিস্তান থেকে আমদানির কারণ ইলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের বেতন প্যাকেজ অনুমোদন জাহানারার অভিযোগের নিরপেক্ষ তদন্ত চান ক্রিকেটাররা বাংলাদেশ সীমান্তের কাছে তিনটি সেনাঘাঁটি নির্মাণ করেছে ভারত ভারতের আপত্তি সত্ত্বেও লালমনিরহাট বিমান ঘাঁটিতে নতুন রাডার স্থাপন করছে বাংলাদেশ চীনা প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা; নির্মাণাধীন হ্যাঙ্গারের কাজও প্রায় শেষ পর্যায়ে। শেখ হাসিনা সরকারের মেগা প্রকল্পের বাস্তবায়ন: কমলাপুরে চালু আন্ডারপাস পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত, পুঁজিবাজারে অস্থিরতা পাকিস্তান থেকে এলো ২৫ হাজার কেজি মাদক নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ জাহানারার আবারো আফগানিস্তনে পাকিস্তানের গোলাবর্ষণ, ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ! ফিলিপাইনে ১১৪ জনের মৃত্যু, এবার ভিয়েতনামে টাইফুন কালমায়েগির তাণ্ডব সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার আশ্চর্য উপকারিতা টানা দরপতনে পুঁজিবাজার বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস্: প্রকৃতির সান্নিধ্যে বিলাসবহুল অবকাশের নতুন ঠিকানা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত, পুঁজিবাজারে অস্থিরতা