হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫
     ৬:৪৮ পূর্বাহ্ণ

হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:৪৮ 57 ভিউ
লক্ষ্যটা অনেক বড়। তবে সেটার জন্য আগে ছোট ছোট লক্ষ্যপূরণ জরুরি। হংকংয়ের বিপক্ষে জিতে শুরু করাটা ছিল তারই অংশ। বাংলাদেশ সে লক্ষ্যটা পূরণ করেছে। র‍্যাঙ্কিংয়ের ২৪ নম্বর দলটাকে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে হারিয়ে শুরু করেছে নিজেদের এশিয়া কাপ যাত্রা। টসে জিতে আগে ফিল্ডিং নেয় বাংলাদেশ। হংকং নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৪৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। তাঁর সঙ্গে ইয়াসিম মুর্তজা যোগ করেন ২৮ রান। বাংলাদেশের তিন বোলার সমান সাফল্য পান। তাসকিন আহমেদ, তানজিম হাসান ও রিশাদ হোসেন নেন ২টি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করেছিলেন পারভেজ হোসেন ইমন। দুটি ছক্কা

মেরে ১৯ রান করলেও তিনি ফেরেন চতুর্থ ওভারে। এরপর তানজিদ হাসান তামিমও দ্রুত আউট হয়ে যান। তবে অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয় দলকে জয়ের দিকে নিয়ে যান তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে। সপ্তম ওভারে ইয়াসিম মুর্তজাকে চার মেরে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে মাহমুদউল্লাহকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন লিটন। এরপর ১৬তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে তিনি গড়েন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড। তাঁর ছক্কার সংখ্যা দাঁড়ায় ৭৮, যেখানে পেছনে পড়ে যান মাহমুদউল্লাহ। লিটন দারুণ ইনিংস খেললেও দলকে জিতিয়ে ফিরতে পারেননি। তিনি আউট হয়েছেন জয়ের মাত্র ২ রান বাকি থাকতে। ৩৯ বলে ৫৯ রান করে বোল্ড হন তিনি। তবে তাঁর ইনিংস

দলের জয় নিশ্চিত করে দিয়েছিল আগেই। শেষ পর্যন্ত তাওহিদ হৃদয় অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন। ১৮তম ওভারের চতুর্থ বলে চার মেরে দলকে জেতান তিনি। বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন এই তরুণ ব্যাটার। বাংলাদেশ তাই ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় দিয়ে শুরু করল এবারের এশিয়া কাপ যাত্রা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নবজাগরণে জ্বলে উঠুক বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকায় স্বতঃস্ফূর্ত মিছিল: অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে রাজপথে আওয়ামী লীগ, ১০ মাসে গ্রেপ্তার ৩ হাজার বিশ্ববাজারে গমের দাম কমতে কমতে অর্ধেকে নামলেও দেশে আটার দাম আকাশছোঁয়া, এই বৈষম্য কমবে কবে? বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনার সদর্প উপস্থিতি, ডিপ স্টেটের গভীর ষড়যন্ত্র এবং স্বদেশ প্রত্যাবর্তন ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে ঢাকার ৪০ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল রাউজান-গাজীপুরে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র থানা লুটের প্রখ্যাত অর্থনীতিবিদ ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য বিভিন্ন পশ্চিমা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অক্টোবরে হেফাজতে মৃত্যু ও অজ্ঞাতনামা লাশ উদ্ধার বৃদ্ধি, মানবাধিকার পরিস্থিতি ‘উদ্বেগজনক’ অধস্তন আদালতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মঙ্গলবার বসছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা জুলাই আন্দোলন বিপ্লব নয়, এটি ছিল বাংলাদেশে সন্ত্রাসী হামলা: শেখ হাসিনা জমি দখলের অভিযোগ আসলাম চৌধুরীর ভাইয়ের বিরুদ্ধে জুলাই আন্দোলন বিপ্লব নয়, এটি ছিল বাংলাদেশে সন্ত্রাসী হামলা: শেখ হাসিনা ১০ মাসে ১৩০০ মিছিল, দমন-পীড়নে ৭০০ নেতা-কর্মী নিহত নামাজ পড়ে বাসার ছাদে যান সিলেটের আ. লীগ নেতা, সিঁড়ির পাশে মিলল রক্তাক্ত মরদেহ আজকের স্বর্ণের দাম: ১ নভেম্বর ২০২৫ সেন্টমার্টিনে যাওয়ার অনুমতি পেলেও চলবে না জাহাজ তীব্র অর্থ সংকটে সরকার ৬ হাজার কোটি টাকায়ও অপূর্ণ আন্তর্জাতিক স্বপ্ন জাটকা ইলিশ ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা শুরু ১ নভেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা