ইউ এস বাংলা নিউজ ডেক্স                            
                        আরও খবর
                                আজ প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন, যা বললেন ওমর সানী
                                হলিউডে নতুন প্রেমের গুঞ্জন
                                সালমান শাহ হত্যাকাণ্ড : সামীরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
                                এখানে মনে হয় আমিই সবচেয়ে বয়স্ক, নিশোকে খোঁচা পূজা চেরীর
                                সাংস্কৃতিক অঙ্গন ও রাজনীতির আলোকবর্তিকা আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ
                                সালমান শাহর মৃত্যুর দিন পাশের বাসাতেই ছিলেন দীপা খন্দকার
                                সালমান শাহর লাশ দেখে মাটিতে বসে পড়েছিলেন আহমেদ শরীফ
নতুন পরিচয়ে হাজির হচ্ছেন সাদিয়া আয়মান
                             
                                               
                    
                         ছোটপর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্ট এবং সিনেমাতেও নিয়মিত অভিনয় করে চলেছেন। এবার এ অভিনেত্রী নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন, একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছেন তিনি। এর মধ্যে দুই পর্বের শুটিংও করেছেন।
সাদিয়া আয়মান বলেন, একটি পডকাস্টে উপস্থাপনার কাজ করছি। নাম ‘কানেকশন আনলকড’। কাজটি করে ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি। তিনি বলেন, রেকর্ডিং শেষ করা দুই পর্বে স্বাগত জানিয়েছিলাম চারজন অতিথিকে। যারা প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব।
এ অভিনেত্রী বলেন, আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং এমন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যা আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে আরও একধাপ এগিয়ে নিয়ে 
যায়। তিনি বলেন, আমাকে এ শোয়ের উপস্থাপক হিসাবে নির্বাচন করার জন্য এবং পুরো যাত্রায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য, অভিনেত্রী সাদিয়া আয়মান নাটকের পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া ইমরাউল রাফাত পরিচালিত টু বি ওয়াইফের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয়। শিহাব শাহীন পরিচালিত মায়াশালিক-এর জন্য সেরা অভিনেত্রীর বিসিআরএ পুরস্কার অর্জন করেন এবং গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা সিনেমার মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক হয়।
                    
                                                          
                    
                    
                                    যায়। তিনি বলেন, আমাকে এ শোয়ের উপস্থাপক হিসাবে নির্বাচন করার জন্য এবং পুরো যাত্রায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য, অভিনেত্রী সাদিয়া আয়মান নাটকের পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া ইমরাউল রাফাত পরিচালিত টু বি ওয়াইফের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয়। শিহাব শাহীন পরিচালিত মায়াশালিক-এর জন্য সেরা অভিনেত্রীর বিসিআরএ পুরস্কার অর্জন করেন এবং গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজলরেখা সিনেমার মাধ্যমে বড়পর্দায় তার অভিষেক হয়।



