এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ে বাংলাদেশ – ইউ এস বাংলা নিউজ




এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:২৫ 128 ভিউ
এশিয়া কাপের আসর শুরুর আগে দারুণ এক প্রস্তুতির বার্তা দিল বাংলাদেশ। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগে টাইগারদের লক্ষ্য ছিল আসন্ন এশিয়া কাপের আগে শক্তিশালী প্রস্তুতি নেওয়া। আর প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও একতরফা জয় তুলে নিয়ে সে বার্তাই স্পষ্ট করলো বাংলাদেশ। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে পাঠানো হয় নেদারল্যান্ডসকে। তবে শুরু থেকেই চাপে ফেলে দেন তাসকিন, নাসুম ও মোস্তাফিজরা। ইনিংসের প্রথম ছয় ওভারেই হারায় টপ-অর্ডারের তিন ব্যাটার। এরপর পুরোপুরি ভেঙে পড়ে ডাচ শিবির। ১৫ বল হাতে রেখেই ১০৩

রানে অলআউট হয় তারা। একমাত্র লড়াই করেন আরিয়ান দত্ত, ইনিংসের সর্বোচ্চ ৩০ রান আসে তার ব্যাট থেকে। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ সর্বোচ্চ তিন উইকেট নেন। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ঝুলিতে ভরেন দুটি করে উইকেট। এছাড়া মেহেদি হাসান ও তানজিম হাসান সাকিব নেন একটি করে উইকেট। কাটার মাস্টার মোস্তাফিজ এ ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার ১৪১তম উইকেট নেন। ছোট লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরু করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। উদ্বোধনী জুটিতে তারা তোলেন ৪০ রান। ইমন ২১ বলে ২৩ রান করে ফেরার পর জুটিবদ্ধ হন তামিম ও অধিনায়ক লিটন দাস। এরপর আর কোনো বাধা আসেনি।

একপর্যায়ে মাত্র ৩৯ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তানজিদ হাসান। ১৪তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ জেতান এই তরুণ ওপেনার। শেষ পর্যন্ত তানজিদ ৪০ বলে অপরাজিত ৫৪ রান করেন, লিটন দাস থাকেন ১৮ বলে অপরাজিত ১৮ রানে। আগের ম্যাচের মতোই সহজ জয় আসে টাইগারদের হাতে। প্রথম ম্যাচে যেখানে ৩৯ বল হাতে রেখে জয় পেয়েছিল বাংলাদেশ, সেখানে দ্বিতীয় ম্যাচে জয় এসেছে ৪১ বল হাতে রেখেই। সিরিজ নিশ্চিত করার ফলে এখন তৃতীয় ম্যাচ টাইগারদের জন্য পরিণত হবে নতুন সমন্বয় যাচাইয়ের সুযোগে। কারণ সামনে অপেক্ষা করছে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট। আর এই জয়ে লিটন-তামিমদের আত্মবিশ্বাস এখন শীর্ষে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সমুচা না আনায় স্বামীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্ত্রী ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট দি‌নে বাংলা‌দে‌শি‌দের ২০টি স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট দে‌বে ইতা‌লি দূতাবাস হারানো এনআইডি তুলতে আর লাগবে না জিডি ‘হাড় নেই, চাপ দেবেন না’ চবি শিক্ষার্থীর মাথায় সতর্কবার্তা প্রক্টোরিয়াল বডির পদত্যাগসহ ৭ দফা দাবিতে উত্তাল চবি ইসরায়েলের সঙ্গে চুক্তি ভাঙার হুঁশিয়ারি দিল এক মুসলিম দেশ চট্টগ্রাম নগরজুড়ে চলছে দৃষ্টিনন্দন সাজসজ্জা বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা রেকর্ড ছুঁয়ে কমলো স্বর্ণের দাম তেল খাতে আবার শক্তিশালী হতে পারবে সিরিয়া? কিমের প্রিয় কন্যাকে নিয়ে চীন সফর, কেন এত আলোচনা? বিশেষ কর সুবিধা চায় প্রশাসন ক্যাডার মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টার ও মালিকের বাসায় হামলা-ভাঙচুর চট্টগ্রামে পাইকারি বাজারে কমেছে চালের দাম দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ৪ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে ০৪ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি এখনো নিয়োগ হয়নি সেই ৫৩৬ পুলিশের