ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে প্রথম দিনে ইসিতে ৪২টি আপিল
মনোনয়নপত্র নিয়ে তাসনিম জারার নতুন বার্তা
ঢাকার ভোটে কারচুপির ভয়ানক নীলনকশা: ২০ আসনে ২০ লাখ ভুয়া ভোটার সংযোজনের অভিযোগ
পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক
‘আমজনতার দল’ ও ‘জনতার দল’ পাচ্ছে ইসির নিবন্ধন
রোববার আরও ১২ দলের সংলাপ করবে ইসি
নতুন ১৬ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার বিষয়ে দাবি-আপত্তি চেয়ে ইসির গণবিজ্ঞপ্তি
চাকসুর তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১২ অক্টোবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।তফসিল অনুযায়ী, আগামী ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন ও সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
এতে খসড়া ভোটার তালিকা প্রকাশ (১ সেপ্টেম্বর) থেকে শুরু করে মনোনয়নপত্র বিতরণ (১৪ সেপ্টেম্বর), যাচাই-বাছাই (১৬ সেপ্টেম্বর), প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ (২১ সেপ্টেম্বর), প্রত্যাহারের শেষ দিন (২৩ সেপ্টেম্বর) এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের (২৫ সেপ্টেম্বর) পাশাপাশি ভোটগ্রহণের দিনসহ (১২ অক্টোবর) সার্বিক শিডিউল জানানো হয়।
এর আগে, গত রবিবার বিশ্বিবদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো.কামাল
উদ্দিন জানান, চাকসু নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। বাকি কাজও দুই একদিনের মধ্যে সম্পন্ন হবে। তারপরই প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধি। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করা হবে। তিনি বলেন, পূর্ণাঙ্গ ভোটার তালিকা করতে কমিটি কাজ চলছে। তাও প্রায় শেষের দিকে। প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বয় সভা শেষে এ সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ বছরের প্রত্যাশার এই নির্বাচন। আমরা এটি আয়োজনে বদ্ধপরিকর। উল্লেখ্য ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ছয়বার এ নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়
১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।
উদ্দিন জানান, চাকসু নির্বাচনের সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে। বাকি কাজও দুই একদিনের মধ্যে সম্পন্ন হবে। তারপরই প্রকাশ করা হবে নির্বাচনী আচরণবিধি। চাকসু ভবনের দ্বিতীয় তলায় নির্বাচন কমিশনের কার্যালয় স্থাপন করা হবে। তিনি বলেন, পূর্ণাঙ্গ ভোটার তালিকা করতে কমিটি কাজ চলছে। তাও প্রায় শেষের দিকে। প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বয় সভা শেষে এ সপ্তাহের শেষের দিকে তফসিল ঘোষণা করা হবে। শিক্ষার্থীদের দীর্ঘ ৩৪ বছরের প্রত্যাশার এই নির্বাচন। আমরা এটি আয়োজনে বদ্ধপরিকর। উল্লেখ্য ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে নির্বাচন হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র ছয়বার এ নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়
১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।



