কারা বেশি নারী বিদ্বেষী, ছবি বিকৃতির মাধ্যমে তা প্রমাণ হয়েছে – ইউ এস বাংলা নিউজ




কারা বেশি নারী বিদ্বেষী, ছবি বিকৃতির মাধ্যমে তা প্রমাণ হয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ | ১২:০৩ 13 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার (২৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রচারণার প্রথম দিনেই ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়া হিজাব পরিহিত এক নারী প্রার্থীর ছবি বিকৃত করে দেয় দুবৃত্তরা। মুহুর্তেই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিষয়টি নিয়ে কথা বলছেন খোদ ডাকসু নির্বাচনের প্রার্থীরাও। এমনই একজন ফাতেমা তাসনীম জুমা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে ঘিরে বারবার যে ‘নারীবিদ্বেষী’ এবং ‘নারী স্বাধীনতাবিরোধী’ ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, এই ফ্রেমিং যারা করে, তারা নিজেরাই কতটা নারীকে ধারণ করে, নারীর স্বাধীনতাকে সম্মান করে, তা

তো তাদের কার্যক্রমেই পরিষ্কার। আমরা নিজেরাই এর শিকার। জুমা অভিযোগ করে বলেন, তামান্নার ছবি বিকৃত করে প্রচারণা চালানো হয়েছে, যা শুধু নারী হেনস্তাই নয়, বরং স্পষ্ট ইসলামোফোবিয়া এবং হিজাব-বিদ্বেষের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‌‌‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী এখন হিজাব পরে। আমরা বিশ্বাস করি, হিজাবপরা এবং না-পরা শিক্ষার্থীদের পারস্পরিক সম্মানবোধ ও সহাবস্থান জরুরি। কিন্তু আমাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, তা প্রমাণ করে কারা আসলে নারীবিদ্বেষী।’ তিনি আরও বলেন, আমাদের জোটের যারা পদপ্রার্থী, তাদের মধ্যে খুব অল্প কয়েকজন ছাড়া কেউ এ ঘটনার বিরুদ্ধে মুখ খোলেনি। এটা অত্যন্ত উদ্বেগজনক। যাদেরকে আমরা শিক্ষার্থীদের জন্য নির্বাচিত করতে যাচ্ছি, তারা এখনই যদি ভিন্নমতের বিরুদ্ধে কিছু বলতে না পারে,

তাহলে ভবিষ্যতে তারা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রচারণার প্রথম দিনেই জোটের ব্যানারে হামলার ঘটনা নিয়ে জুমা বলেন, চারুকলায় আমাদের পোস্টারে হামলা চালিয়ে সেটাকে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে যেন শিবির মানেই এমপি। এটিকে আর্টিস্টিকভাবে ফ্রেম করার নামে একটি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চলছে—যেখানে চারুকলা শিক্ষার্থী বনাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট—এই বিভাজন তৈরি করা হচ্ছে।’ তিনি বলেন, ‘এই ঘটনায় মাত্র তিনজন শিক্ষার্থী জড়িত, যাদের আমরা অপরাধী বলেই বিবেচনা করি। কিন্তু তাদের কর্মকাণ্ডকে পুরো জোট বা চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপরে চাপিয়ে দেওয়া একধরনের চরম সমস্যা তৈরি করছে।’ সামাজিক মাধ্যমে নিজের বিরুদ্ধে চলমান ব্যক্তিগত আক্রমণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জুমা। তিনি বলেন, ‘গত এক সপ্তাহ

ধরে আমাকে যেভাবে অনলাইনে হেনস্তা করা হচ্ছে, যৌন হয়রানি থেকে শুরু করে বুলিং পর্যন্ত, তা মেনে নেওয়া যায় না। আমি মানসিকভাবে প্রস্তুত থাকলেও, সবাই তো একই মানসিকতায় নেই। এটা চলতে দেওয়া যায় না।’ তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই জায়গাটাকে সবার জন্য, বিশেষ করে নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে গড়ে তোলার দায়িত্ব প্রশাসনের। আমাদের সঙ্গে আরও দশজন যেন সাহস নিয়ে দাঁড়াতে পারে, সেই পরিবেশটা নিশ্চিত করা এখন জরুরি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নির্বাচন কমিশনকে বিজেপির ‘ললিপপ’ না হওয়ার আহ্বান মমতার যুক্তরাষ্ট্রে মিনিয়াপোলিসের স্কুলে গুলি, নিহত ২, আহত ২০ তুরস্কে ‘স্টিল ডোম’: একই দিনে ১৪টি নতুন স্থাপনার উদ্বোধন মার্কিন চাপের মুখে ভারত যে রণকৌশল নিয়েছিল বাজপেয়ী-বুশের আমলে পুতিন ও জেলেনস্কির মধ্যে দ্রুত বৈঠকের সম্ভাবনা নেই : ক্রেমলিন তিন নদীর বাঁধ খুলে দিয়েছে দিল্লি, বন্যা এড়াতে পাকিস্তানকে ভাসিয়ে দিল ভারত দোয়ারাবাজারে ১৭৩ বোতল বিদেশি মদসহ র‌্যাবের জালে মাদক কারবারি ফেঁসে যাচ্ছেন রাজউকের ‘অথরাইজড অফিসার’ ছয় এয়ারের কাছে পাওনা ২১২৬ কোটি টাকা কারা বেশি নারী বিদ্বেষী, ছবি বিকৃতির মাধ্যমে তা প্রমাণ হয়েছে ঢাকা–ইসলামাবাদের ঘনিষ্ঠতা: দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণ, উদ্বেগে নয়াদিল্লি কুশিয়ারার সাদা বালি হরিলুট যেভাবে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে কারাগারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ বুয়েটের শিক্ষার্থীদের যমুনায় যেতে বাধা দেওয়ায় আট পুলিশ সদস্য আহত চীনা নাগরিকের ওয়ালেট চুরি, গ্রেপ্তার ২ আরও ভয়ংকর হচ্ছে উত্তর কোরিয়া গাজায় একদিনে নিহত আরও ৬৪, ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের বিতর্কিত মন্তব্যের অভিযোগে পাকিস্তানি আলেম আলি মির্জা গ্রেফতার ভোটযুদ্ধে প্রাণবন্ত ক্যাম্পাস