কারা বেশি নারী বিদ্বেষী, ছবি বিকৃতির মাধ্যমে তা প্রমাণ হয়েছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫
     ১২:০৩ পূর্বাহ্ণ

কারা বেশি নারী বিদ্বেষী, ছবি বিকৃতির মাধ্যমে তা প্রমাণ হয়েছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ আগস্ট, ২০২৫ | ১২:০৩ 74 ভিউ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মঙ্গলবার (২৬ আগস্ট) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রচারণার প্রথম দিনেই ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেওয়া হিজাব পরিহিত এক নারী প্রার্থীর ছবি বিকৃত করে দেয় দুবৃত্তরা। মুহুর্তেই ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিষয়টি নিয়ে কথা বলছেন খোদ ডাকসু নির্বাচনের প্রার্থীরাও। এমনই একজন ফাতেমা তাসনীম জুমা। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির ও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে ঘিরে বারবার যে ‘নারীবিদ্বেষী’ এবং ‘নারী স্বাধীনতাবিরোধী’ ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, এই ফ্রেমিং যারা করে, তারা নিজেরাই কতটা নারীকে ধারণ করে, নারীর স্বাধীনতাকে সম্মান করে, তা

তো তাদের কার্যক্রমেই পরিষ্কার। আমরা নিজেরাই এর শিকার। জুমা অভিযোগ করে বলেন, তামান্নার ছবি বিকৃত করে প্রচারণা চালানো হয়েছে, যা শুধু নারী হেনস্তাই নয়, বরং স্পষ্ট ইসলামোফোবিয়া এবং হিজাব-বিদ্বেষের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ‌‌‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি শিক্ষার্থী এখন হিজাব পরে। আমরা বিশ্বাস করি, হিজাবপরা এবং না-পরা শিক্ষার্থীদের পারস্পরিক সম্মানবোধ ও সহাবস্থান জরুরি। কিন্তু আমাদের বিরুদ্ধে যে ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, তা প্রমাণ করে কারা আসলে নারীবিদ্বেষী।’ তিনি আরও বলেন, আমাদের জোটের যারা পদপ্রার্থী, তাদের মধ্যে খুব অল্প কয়েকজন ছাড়া কেউ এ ঘটনার বিরুদ্ধে মুখ খোলেনি। এটা অত্যন্ত উদ্বেগজনক। যাদেরকে আমরা শিক্ষার্থীদের জন্য নির্বাচিত করতে যাচ্ছি, তারা এখনই যদি ভিন্নমতের বিরুদ্ধে কিছু বলতে না পারে,

তাহলে ভবিষ্যতে তারা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। প্রচারণার প্রথম দিনেই জোটের ব্যানারে হামলার ঘটনা নিয়ে জুমা বলেন, চারুকলায় আমাদের পোস্টারে হামলা চালিয়ে সেটাকে এমনভাবে চিত্রিত করার চেষ্টা করা হয়েছে যেন শিবির মানেই এমপি। এটিকে আর্টিস্টিকভাবে ফ্রেম করার নামে একটি রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা চলছে—যেখানে চারুকলা শিক্ষার্থী বনাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট—এই বিভাজন তৈরি করা হচ্ছে।’ তিনি বলেন, ‘এই ঘটনায় মাত্র তিনজন শিক্ষার্থী জড়িত, যাদের আমরা অপরাধী বলেই বিবেচনা করি। কিন্তু তাদের কর্মকাণ্ডকে পুরো জোট বা চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ওপরে চাপিয়ে দেওয়া একধরনের চরম সমস্যা তৈরি করছে।’ সামাজিক মাধ্যমে নিজের বিরুদ্ধে চলমান ব্যক্তিগত আক্রমণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জুমা। তিনি বলেন, ‘গত এক সপ্তাহ

ধরে আমাকে যেভাবে অনলাইনে হেনস্তা করা হচ্ছে, যৌন হয়রানি থেকে শুরু করে বুলিং পর্যন্ত, তা মেনে নেওয়া যায় না। আমি মানসিকভাবে প্রস্তুত থাকলেও, সবাই তো একই মানসিকতায় নেই। এটা চলতে দেওয়া যায় না।’ তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘এই জায়গাটাকে সবার জন্য, বিশেষ করে নারীদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে গড়ে তোলার দায়িত্ব প্রশাসনের। আমাদের সঙ্গে আরও দশজন যেন সাহস নিয়ে দাঁড়াতে পারে, সেই পরিবেশটা নিশ্চিত করা এখন জরুরি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ময়মনসিংহের পর এবার রাজবাড়ী: চাঁদাবাজির অভিযোগে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা ‘আই হ্যাভ আ প্ল্যান’: অতীত সন্ত্রাসের ‘ট্রমা’ আর ধোঁকাবাজির নতুন মোড়ক! সৌদি আরবকে কি ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব ছাড়িয়ে যাওয়ার সুযোগ দেবেন ট্রাম্প নার্সিং হোমে বিস্ফোরণ, নিহত ২ যৌন নিপীড়ক এপস্টেইনের উড়োজাহাজে ট্রাম্পের আটবার ভ্রমণ, সঙ্গে ছিলেন কে এপস্টেইন মামলার আরও ১০ লাখের বেশি নথি খুঁজে পাওয়ার কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা ঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৭ মাদক ও নারী সংক্রান্ত দ্বন্দ্বে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ মাথাব্যথা সারাতে মাথা কাটার পরামর্শ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাজাকারের উত্তরাধিকারীরা পায় উন্নত চিকিৎসা, মুক্তিযোদ্ধারা মারা যায় বিনা চিকিৎসায় হিন্দুদের জ্যান্ত পোড়ানোর পরিকল্পনা, জামায়াত-শিবিরের আগুনে তটস্থ বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ইউনূসকে যুক্তরাষ্ট্র কংগ্রেসের স্পষ্ট বার্তা সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেস প্রশাসনের সর্বত্র আদর্শের ছায়া,একদলীয় দখলের অভিযোগ দলীয় পরিচয় থাকলে আইন দরকার হয় না কাজ হয়ে যায় দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার শুভ বড়দিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ইউএস বাংলা 24.কম পরিবারের পক্ষ থেকে সবাইকে বড় দিনের শুভেচ্ছার । বাংলাদেশে রাজনৈতিক বন্দি ও মানবাধিকার লঙ্ঘন: ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ ও প্রস্তাব উত্থাপন “বিএনপির ভয়ে এলাকার কেউ সাক্ষী দিতে পারে না, থানার ওসিও ভয়ে নিরব থাকে” — জনতার কথা বাংলাদেশ আওয়ামীলীগ এর সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতি জননেত্রী শেখ হাসিনার অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা