
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ নিয়ে হইচইয়ের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন রুক্মিণী

আমি চাই নারীকে শুধু মানুষ হিসেবেই দেখা হোক: রুনা খান

শ্রাবন্তীর লেহেঙ্গায় মুগ্ধ ভক্তরা

ভয়াবহ যৌন হয়রানির ঘটনা জানালেন সালমানের নায়িকা

বেবী নাজনীনের জন্মদিন আজ

যিশুকে উড়ন্ত চুমু ছুড়ে দিলেন শুভশ্রী

‘আপনি পুরুষ না নারী, সেটা কোনো ব্যাপারই না’
বিটিভির নাটকে গাইলেন পপি-রিফাত

দীর্ঘদিন পর নির্মাণ ও অভিনয়ে ফিরেছেন সোহেল আরমান। নির্মাণ করছেন বিটিভির জন্য ‘জল জোছনা’ নামে একটি ধারাবাহিক নাটক। এই ধারাবাহিকের সূচনা সংগীত ‘তোমাকে ভালোবেসে’তে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পপি ও রিফাত সুলতান। গানটি লিখেছেন ও সুর করেছেন সোহেল আরমান। সংগীতায়োজন করেছেন কৌশিক আহমেদ অন্তর। গানটি নিয়ে ভীষণ আশাবাদী দুই শিল্পী।
পপি বলেন, ‘এটি মূলত আমাদের জীবন দর্শনের গান। এর আগে এই ধরনের গান গাওয়ার সুযোগ হয়নি আমার। নাটকের নির্মাতা নির্মাতার কাছে কৃতজ্ঞ। চেষ্টা করেছি দরদ দিয়ে গাইতে। আশা করছি শ্রোতা দর্শকের ভালো লাগবে।’
রিফাত সুলতান বলেন, ‘আমার কণ্ঠ শুনে সোহেল ভাই আমাকে সূচনা সংগীত গাইবার সুযোগ করে দিয়েছেন, এটা সত্যিই আমার
জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি আমাকে আশীর্বাদ করেছেন এবং এই সূচনা সঙ্গীত গাইবার পর তিনি জানিয়েছেন, আমাকে নিয়ে আগামীতেও কাজ করবেন।’ নির্মাতা জানান, ধারাবাহিকটি আগামী সেপ্টেম্বর থেকেই প্রচারে আসবে।
জন্য অনেক বড় প্রাপ্তি। তিনি আমাকে আশীর্বাদ করেছেন এবং এই সূচনা সঙ্গীত গাইবার পর তিনি জানিয়েছেন, আমাকে নিয়ে আগামীতেও কাজ করবেন।’ নির্মাতা জানান, ধারাবাহিকটি আগামী সেপ্টেম্বর থেকেই প্রচারে আসবে।