
ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর

শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল

স্বামীসহ শিল্পা শেঠির বিরুদ্ধে মামলা, যা বললেন আইনজীবী

রিয়া মনির তালাক-নোটিশ পেয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম

রাজ-শুভশ্রী-রুক্মিণীর কাছে ক্ষমা চাইলেন দেব

সবসময় ভেবেছি শিল্পীসত্তা যেন বিক্রি না হয়ে যায়: ঋতাভরী

আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছি, প্রেমের কথা স্বীকার করলেন জয়া

সন্তানকে নিয়ে কিয়ারার আবেগঘন বার্তা!
বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো

বিয়ে করতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগুয়েজ। বাগ্দান হয়ে গেছে তাদের। জর্জিনাকে ডায়মণ্ডের দামি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। প্রস্তাবে সাড়া দিয়েছেন আর্জেন্টাইন মডেল জর্জিনা।
তবে বিয়ের আগেই তাদের বিচ্ছেদ বিষয়ক একটি শর্ত সামনে এসেছে। রোনালদো ও জর্জিনা প্রায় ১০ বছর একসঙ্গে থাকছেন। তাদের সংসারে পাঁচ সন্তান আছে। যাদের মধ্যে জর্জিনার গর্ভে জন্ম নেওয়া রোনালদোর সন্তানও আছে।
জর্জিনা যখন প্রথমবার রোনালদোর সন্তান গর্ভেধারণ করেন তখনই বিচ্ছেদ বিষয়ক শর্তে স্বাক্ষর করেন দু’জন। ওই শর্ত অনুযায়ী, বিচ্ছেদ হয়ে গেল জর্জিনা যতদিন বেঁচে থাকবেন তার ভরণপোষণ বাবদ রোনালদোর থেকে মাসে ১ লাখ ১৪ হাজার ডলার বা প্রায়
১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা করে পাবেন। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া দিয়েছে এই খবর। তারা দাবি করেছে, রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে জর্জিনা জন্ম দেওয়ার পর এই শর্ত কার্যকর হয়। এছাড়া মাদ্রিদের লা ফিনকায় রোনালদো একটি বিলাশবহুল বাড়ি আছে। শর্ত অনুযায়ী, থাকার জন্য ওই বাড়ি পাবেন জর্জিনা। রোনালদো ও জর্জিনা একসঙ্গে বাকি জীবন কাটাতে চান। তারপরও যদি তাদের বিচ্ছেদ হয় সন্তানরা যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে সেজন্য এই শর্তে দু’জন স্বাক্ষর করেন। রোনালদোর দুই সন্তানের জননী জর্জিনা পর্তুগিজ তারকার মোট সম্পদের একটা বড় অংশের ভাগ পাবেন। সংবাদ মাধ্যমের মতে, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ ৬৭১ মিলিয়ন ডলার বা প্রায় ৮
হাজার ১৫৬ কোটি টাকা।
১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা করে পাবেন। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া দিয়েছে এই খবর। তারা দাবি করেছে, রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে জর্জিনা জন্ম দেওয়ার পর এই শর্ত কার্যকর হয়। এছাড়া মাদ্রিদের লা ফিনকায় রোনালদো একটি বিলাশবহুল বাড়ি আছে। শর্ত অনুযায়ী, থাকার জন্য ওই বাড়ি পাবেন জর্জিনা। রোনালদো ও জর্জিনা একসঙ্গে বাকি জীবন কাটাতে চান। তারপরও যদি তাদের বিচ্ছেদ হয় সন্তানরা যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে সেজন্য এই শর্তে দু’জন স্বাক্ষর করেন। রোনালদোর দুই সন্তানের জননী জর্জিনা পর্তুগিজ তারকার মোট সম্পদের একটা বড় অংশের ভাগ পাবেন। সংবাদ মাধ্যমের মতে, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ ৬৭১ মিলিয়ন ডলার বা প্রায় ৮
হাজার ১৫৬ কোটি টাকা।