স্বামীসহ শিল্পা শেঠির বিরুদ্ধে মামলা, যা বললেন আইনজীবী – ইউ এস বাংলা নিউজ




স্বামীসহ শিল্পা শেঠির বিরুদ্ধে মামলা, যা বললেন আইনজীবী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ | ৮:০৮ 24 ভিউ
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অশ্লীল ভিডিও বানানো এবং তা বিক্রি করার অভিযোগ উঠেছিল কয়েক বছর আগে। এখনও সেই বিতর্কের রেশ কাটেনি। এরমধ্যে একাধিকবার আইনি জটিলতায় পরতে হয়েছে তাদের। এবার তাদের বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণা মামলা করলেন দীপক কোঠারি নামে মুম্বাইয়ের এক ব্যবসায়ী। মামলা হওয়ার শিল্পা ও তার স্বামী আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন। লোটাস ক্যাপিটাল ফিন্যানসিয়াল সার্ভিসের ডিরেক্টর দীপক কোঠারি। অভিযোগে তিনি বলেন, শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি ৬০ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন। ব্যবসায় বিনিয়োগের জন্য দেওয়া হলেও

সেই রুপি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেছেন শিল্পা ও রাজ। দীপক কোঠারি জানান, যখন তিনি ওই সংস্থায় বিনিয়োগ করেন তখন ৮৭ শতাংশ শেয়ার শিল্পার নামে ছিল। তার কাছে মোট ৭৫ কোটি রুপির ঋণ চাওয়া হয়েছিল। একবারে নয়, ধাপে ধাপে শিল্পা ও রাজের সংস্থায় বিনিয়োগ করেছিলেন দীপক। ২০১৫ সালের এপ্রিল মাসে ৩১.৯৫ কোটি রুপি দেন তিনি। ওই বছরই সেপ্টেম্বর মাসে ফের কিছু রুপি দেন। ২০১৫ সালের জুলাই থেকে ২০১৬ সালের মার্চের মধ্যে দেন আরও ২৮.৫৪ কোটি রুপি। সবমিলিয়ে ৬০.৪৮ কোটি রুপির চুক্তি হয়েছিল। স্ট্যাম্প ডিউটি বাবদও ৩.১৯ লক্ষ রুপি খরচ হয়। দীপকের দাবি, ব্যক্তিগতভাবে তাকে রুপি ফেরানোর গ্যারান্টি দিয়েছিলেন শিল্পা। যদিও সেই বছরের সেপ্টেম্বরেই

সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন তিনি। পরবর্তীতে তারকা দম্পতির সংস্থা দেউলিয়া ঘোষিত হয়। ওই সংস্থার বিরুদ্ধে মোট ১.২৮ কোটির মামলা দায়ের হয়। ফলে সর্বস্বান্ত হয়েছেন দীপকও। এই অবস্থায় আর্থিক প্রতরণার অভিযোগে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। অভিনেত্রী শিল্পা শেঠি ও তার ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা তাদের আইনজীবীর মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। আইনজীবী প্রশান্ত পাটিল বলেন, ‘শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দাবি করেছেন, তাদের বিরুদ্ধে দায়ের করা ৬০ কোটি রুপির প্রতারণার মামলার কোনো ভিত্তি নেই। এরকম অপরাধ তারা জড়িত নয়। তাদের বিরুদ্ধে এমন অভিযোগ ভিত্তিহীন এবং বিদ্বেষপূর্ণ ছাড়া আর কিছুই নয়।’ সূত্র: ইডিয়ান এক্সপ্রেস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় অভিযান ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের পুরস্কৃত করল পাকিস্তান বিএনপি চাঁদাবাজের দল: ফয়জুল করীম ওয়েস্টিন: সকালের নাস্তা ৪ হাজার টাকা, রাতের খাবার ৮ হাজার ৪৫০ টাকা খাবারের অভাবে স্ত্রী-সন্তানকে হত্যার পর আত্মহত্যা নদীর পানিতে বন্দি ১৩ পরিবার ‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন’— প্রশ্ন হৃদয়ের রাজধানীতে মুলার কেজি ৮০ টাকা পাইপলাইনে তেল সরবরাহে নতুন যুগে ঢুকছে বাংলাদেশ একাত্তর-পচাত্তর-চব্বিশ একই সুতোয় গাঁথা বাংলাদেশ জাসদ: শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের জন্য বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ন্যায্যতা পায় না ডেঙ্গু জ্বর যা জানা দরকার ভোরে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান আসিফ মাহমুদ, বন্ধ থাকলে যান ওয়েস্টিনে উজানে অতিবৃষ্টি, উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলা প্লাবিত পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি বিপিএল থেকে চিটাগং কিংস বাদ, পাওনার হিসাব দিল বিসিবি ৫ আগস্টের পরে অপুর সঙ্গে আমার দেখা হয়নি: আসিফ মাহমুদ বিয়ের আগেই শর্ত, বিচ্ছেদ হলে জর্জিনাকে মাসে কোটি টাকা দেবেন রোনালদো শচীনের ঘরে বিয়ের শানাই, ছেলে অর্জুনের আংটি বদল সুদানে কলেরার প্রাদুর্ভাব বেড়েছে, প্রাণহানি অন্তত ৪০