ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ফের ইসরায়েলের হামলা
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবি, নিহত ১১
পাল্টা শুল্ক থেকে অর্জিত অর্থের লভ্যাংশ জনগণকে দেবেন ট্রাম্প
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫.৪ মাত্রার ভূমিকম্প
গাজায় গণহত্যার প্রমাণ ইচ্ছাকৃতভাবে গোপন করেছিল বাইডেন প্রশাসন
আরএসএফ হামলার মুখে এল-ফাশর ছাড়ল ৩২৪০ পরিবার
ধেয়ে আসছে সুপার টাইফুন ‘ফাং-ওয়ং’, সরানো হলো ১ লাখ বাসিন্দাকে
চীনের গাংশু প্রদেশে পাহাড়ি বন্যায় নিহত ১০, নিখোঁজ ৩৩
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গাংশু প্রদেশের ইউঝং কাউন্টিতে টানা ভারি বর্ষণের ফলে সৃষ্ট পাহাড়ি বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে তিনটা মিনিট পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রাদেশিক রাজধানী লানঝৌ শহরের আওতাধীন ইউঝং এবং এর আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়। শুক্রবার দুপুর পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ২২০.২ মিলিমিটার। ইউঝংয়ের বেশ কয়েকটি টাউনশিপ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে সিনহুয়ার প্রতিবেদকরা চেংগুয়ান টাউনশিপের শিংলং প্রাইমারি স্কুলের কাছাকাছি রাস্তায় বন্যার পানিতে ভেসে আসা গাছপালা ও কাদায় রাস্তা বন্ধ হয়ে থাকতে দেখেন। কিছু স্থানে কাদার স্তর ৩০ সেন্টিমিটারের বেশি
ছিল। সড়কের পাশে ক্ষতিগ্রস্ত যানবাহন পড়ে ছিল এবং অনেক বাড়ির নিচতলার আসবাবপত্র পানিতে ভেসে দরজার সামনে এসে জমেছে। প্রাদেশিক কর্তৃপক্ষ ইতোমধ্যে ২ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী, ৯৮০টি যান ও যান্ত্রিক সরঞ্জাম এবং ৮ হাজার ৫৩০ সেট জরুরি ত্রাণসামগ্রী ঘটনাস্থলে পাঠিয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। সূত্র: সিনহুয়া
ছিল। সড়কের পাশে ক্ষতিগ্রস্ত যানবাহন পড়ে ছিল এবং অনেক বাড়ির নিচতলার আসবাবপত্র পানিতে ভেসে দরজার সামনে এসে জমেছে। প্রাদেশিক কর্তৃপক্ষ ইতোমধ্যে ২ হাজার ৭০০-এর বেশি উদ্ধারকর্মী, ৯৮০টি যান ও যান্ত্রিক সরঞ্জাম এবং ৮ হাজার ৫৩০ সেট জরুরি ত্রাণসামগ্রী ঘটনাস্থলে পাঠিয়েছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। সূত্র: সিনহুয়া



