আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




আগামী সপ্তাহে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ৯:৪২ 31 ভিউ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। স্থানীয় সময় বুধবার (৬ আগস্ট) বুধবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের জুনে জেনেভায় জো বাইডেন ও পুতিনের সাক্ষাতের পর এটিই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক হতে যাচ্ছে। অন্যদিকে পুতিন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ২০১৯ সালের ডিসেম্বর পর থেকে আর সাক্ষাৎ করেননি। এমনকি তারা একে অপরের প্রতি তাদের অবজ্ঞার কথা গোপন করেননি। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প বুধবার এক ফোনালাপে ইউরোপীয় নেতাদের জানিয়েছিলেন, তিনি পুতিনের সঙ্গে দেখা

করতে চান এবং তারপরে রুশ প্রেসিডেন্ট এবং ইউক্রেনীয় প্রেসিডেন্টকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার পরিকল্পনা করবেন। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘খুব শীঘ্রই একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।’ এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, ‘রুশ প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছে এবং প্রেসিডেন্ট পুতিন এবং জেলেনস্কি উভয়ের সঙ্গেই দেখা করার জন্য উন্মুক্ত।’ বুধবার পুতিন এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে একটি বৈঠকের পর এসব তথ্য সামনে এসেছে। বৈঠকের পর এ বিষয়ে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ‘মহান অগ্রগতি’ অর্জন করেছেন বলে বর্ণনা করেছেন। যদিও পরে তিনি জানান, তিনি এটিকে অগ্রগতি বলবেন না। ক্রেমলিনের

একজন সহযোগী বলেন, আলোচনা ‘উপযোগী এবং গঠনমূলক’ ছিল। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে কোনো অগ্রগতি না হওয়ায় ট্রাম্প পুতিনের ওপর ক্রমশই হতাশ হয়ে পড়েছেন এবং তেলসহ রুশ পণ্য কিনছে এমন দেশগুলোর ওপর ভারী শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বুধবার ট্রাম্প আরও জানান, তিনি রুশ তেল কেনার জন্য ভারতের ওপর পূর্বে ঘোষিত ২৫ শতাংশ শুল্কের মতো চীনের ওপর আরও শুল্ক ঘোষণা করতে পারেন। তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে এটি করেছি। আমরা সম্ভবত আরও কয়েকজনের সঙ্গে এটি করছি। তাদের মধ্যে একটি চীন হতে পারে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে হলে রাজনীতি বিরোধিতার পেছনে নিপীড়নের স্মৃতি ও নতুন তৎপরতা হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ উপদেষ্টাদের সততার ওপরের পূর্ণ আস্থা প্রকাশ করল বিএনপি রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার সিঙ্গাপুরের সামনে যত চ্যালেঞ্জ গাজীপুরে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এনসিপি নেতার পদত্যাগ ভারত থেকে পোশাক কেনা স্থগিত করছে মার্কিন কোম্পানি শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্র হাতে মহড়ার ছবিতে তোলপাড় আদিবাসী অধিকার প্রতিষ্ঠা ও সাংবিধানিক স্বীকৃতির দাবি তুষারের ‘নগ্ন ভিডিও’ ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার বিসিবির প্রধান কিউরেটর পদে হেমিং, গামিনীকে নিয়ে যা জানা গেল ‘বাংলাদেশের এক বাঁহাতি স্পিনার অনেক গালি দিয়েছিল’ সাংবাদিক তুহিন হত্যা মামলায় ৭ আসামির দুই দিনের রিমান্ড ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন: সিইসি কল্লা শহীদ মাজারে ওরস শুরু রোববার সরকারি দপ্তরে পদবি ও বেতন বৈষম্যের প্রতিবাদে লালকার্ড প্রদর্শন পবিপ্রবির দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ