চরমভাবাপন্ন আবহাওয়া: চীনে বন্যায় নিহত ৭০, স্ক্যান্ডিনেভিয়ায় তীব্র তাপপ্রবাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫
     ৮:০৩ পূর্বাহ্ণ

চরমভাবাপন্ন আবহাওয়া: চীনে বন্যায় নিহত ৭০, স্ক্যান্ডিনেভিয়ায় তীব্র তাপপ্রবাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ আগস্ট, ২০২৫ | ৮:০৩ 72 ভিউ
বিশ্বের আবহাওয়া ক্রমেই চরমভাবাপন্ন হয়ে উঠছে। এর ফলে একদিকে যেমন ঝড়-জলোচ্ছ্বাস বন্যা বাড়ছে তেমনি তীব্র দাবদাহে বিপন্ন হয়ে পড়ছে প্রকৃতি ও জীববৈচিত্র্য। সম্প্রতি চীনের উত্তরাঞ্চলে টানা ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। গত ২৩ থেকে ২৯ জুলাইয়ের মধ্যে রাজধানী বেইজিংসহ আশপাশের এলাকায় গড়ে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, যা এক মাসের স্বাভাবিক গড়ের সমান। দেশটিতে সবচেয়ে বেশি ৫৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বেইজিংয়ের উপকণ্ঠে অবস্থিত মিয়ুন ডিস্ট্রিক্টে। এই পরিমাণ ওই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের সমান। একইসঙ্গে ইউরোপের বেশিরভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা বিরাজ করলেও স্ক্যান্ডিনেভিয়ার কিছু অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চলছে। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, ধারাবাহিক চরম আবহাওয়া পরিস্থিতির

কারণেই বিশ্বজুড়ে এমন দুর্যোগ। খবর: দ্য গার্ডিয়ান। সংবাদমাধ্যমটি জানাচ্ছে, গত কয়েকদিনের বন্যায় চীনে নিহতদের মধ্যে রয়েছেন মিয়ুনের একটি বৃদ্ধাশ্রমে ৩১ জন, শাংসিতে মিনিবাসে ভেসে যাওয়া ১০ জন এবং চেংদেতে ভূমিধ্বসে নিহত ৮ জন। এছাড়া বন্যার কারণে বহু গ্রামীণ সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১৩০টিরও বেশি এলাকা। নিরাপত্তার স্বার্থে ৮০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিতে হয়েছে আশ্রয়কেন্দ্রে। বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনে এই ধরনের অতিবর্ষণের ঘটনা বাড়ছে। প্রতি এক ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ধারণক্ষমতা প্রায় ৭ শতাংশ বেড়ে যায়, যা প্রবল বর্ষণের সম্ভাবনাকে বাড়িয়ে তোলে। এদিকে শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, জাপানে আঘাত হানতে পারে ক্রান্তীয় ঝড়

‘ক্রোসা’। দেশটির পূর্ব দক্ষিণাঞ্চলের কান্টো অঞ্চল ঘেঁষে ইজু দ্বীপপুঞ্জের দিক দিয়ে এটি অতিক্রম করার পূর্বাভাস রয়েছে। যদিও শুরুতে ঝড়টি উত্তর-পশ্চিমমুখী ছিল, কিন্তু এখন তা উত্তর-পূর্বমুখী হয়ে যাওয়ায় সরাসরি আঘাত হানার সম্ভাবনা কম। তবু চিবা অঞ্চলের কাছাকাছি চলে আসায় আগামী ২৪ ঘণ্টায় ১২০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে ইউরোপের বেশিরভাগ এলাকায় স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রা বিরাজ করলেও স্ক্যান্ডিনেভিয়ার কিছু অঞ্চলে তীব্র তাপপ্রবাহ চলছে। জুলাইয়ের মাঝামাঝি থেকে নরওয়ের উত্তরের উপকূলে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ও একটি উচ্চচাপ বলয়ের কারণে টানা রোদ ও সংকুচিত বাতাস সেখানে চরম গরম আবহাওয়া সৃষ্টি করেছে। ফলে নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডে তাপমাত্রা মৌসুমী স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০

ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে এবং তা প্রায় দুই সপ্তাহ ধরে স্থায়ী ছিল। আর্কটিক সার্কেলের উত্তরে অবস্থিত স্টোরফোরশেইয়াসহ ট্রন্ডেল্যাগ ও নর্ডল্যান্ড কাউন্টিতে টানা ১৩ দিন তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি, যা অনেক অঞ্চলে রেকর্ড সর্বোচ্চ। গত সপ্তাহে তাপপ্রবাহ কিছুটা উত্তর ও পূর্ব দিকে সরে গিয়ে নরওয়ে ও সুইডেনের বেশিরভাগ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হলেও ফিনল্যান্ড ও উত্তর-পশ্চিম রাশিয়ায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০-১৫ ডিগ্রি বেশি রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা ইরানে সরকার পতন এখনই হচ্ছে না রাজধানীতে আজ কোথায় কী বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র ইরান সংকটে আন্দোলনের ভেতরে যুদ্ধের ছায়া বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট আবারও আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যত দিন ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’ স্বর্ণের দামে নতুন ইতিহাস, রেকর্ড গড়েছে রুপাও মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা এলপিজি গ্যাস সংকট সহসাই কাটছেনা লোক দেখানো নিলামে গ্রামীণফোনকেই “৭০০ মেগাহার্টজের গোল্ডেন স্পেকট্রাম” দেওয়া হচ্ছে ‘নো বোট, নো ভোট’ স্লোগানে নির্বাচন বয়কটে নামছে আওয়ামী লীগ তরুণদের আন্দোলনে ক্ষমতায় আসা ইউনূসের কর্মসংস্থান ও চাকরী নিয়ে বাস্তবতাবিহীন নিষ্ঠুর রসিকতা বৈধতাহীন সরকারের অধীনে অর্থনৈতিক বিপর্যয় : সর্বনিম্ন বিনিয়োগে ডুবছে বাংলাদেশ মৌলবাদের অন্ধকারে যখন সংস্কৃতি গলা টিপে ধরা—তখনও বাংলাদেশ বেঁচে থাকে অসাম্প্রদায়িক চেতনায়…. সবাইকে পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভেচ্ছা। ১৬ বছরে যা হয়নি, ১৭ মাসেই সব ভেঙে পড়লো কিভাবে? রপ্তানি খাতে বড় পতন, সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার ক্ষমতার শেষ মুহূর্তে তড়িঘড়ি প্রকল্প ব্যয় বৃদ্ধি: দুর্নীতির মচ্ছবে ব্যাস্ত ইউনুস সরকারের বিশেষ সহকারী