বাংলাদেশ সঠিক পথেই আছে : লিটন – ইউ এস বাংলা নিউজ




বাংলাদেশ সঠিক পথেই আছে : লিটন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জুলাই, ২০২৫ | ৭:১১ 26 ভিউ
বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু ভালো পীচ পেলে অনেকটা তালগোল পাকিয়ে ফেলে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ব্যাটিংবান্ধব উইকেটে পাকিস্তানের ব্যাটসম্যানরা যেখানে দাপট দেখালো, সেখানে হুড়মুড় করে ভেঙে পড়লো স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। পাকিস্তনের ১৭৮ রানের জবাবে বাংলাদেশ ১০৪ রানেই অলআউট। বাংলাদেশ টি২০ দলের অদিনায়ক লিটন কুমার দাস অবশ্য এই ব্যর্থতায় চিন্তার বড় কিছু দেখছেন না। তার মতে বাংলাদেশ দল সঠিক পথেই আছে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের পর তৃতীয় টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ পেয়েও ব্যর্থ বাংলাদেশ। প্রত্যাশার সঙ্গে মাঠের ব্যাটিং পারফরম্যান্সের অমিলে সিরিজ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। সিরিজ জেতা অধিনায়ক লিটন ৭৪ রানে হেরে স্বীকারও করেছেন, তারা ভালো ব্যাটিং করতে পারেননি। এক

প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘ভালো উইকেটে ভালো খেলতে পারিনি, এটা চিন্তার না। আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমরা কাছে মনে হয়েছে আমরা যে সিরিজগুলো জিতেছি, দেখবেন প্রত্যেকটা ম্যাচে টপ অর্ডার রান করেছে। আমরা সবসময় আমাদের টপ অর্ডার নিয়ে চিন্তা করি। শেষ ম্যাচটা ছাড়া এই সিরিজে আমাদের টপ অর্ডাররা রান করেছে। এটাই ক্রিকেট, আপনি এখানে সবসময় নির্ভর করে থাকতে পারবেন না। যার যেদিন সুযোগ আসবে, ওটা লুফে নিতে হবে। আজকের উইকেট খুবই ভালো ছিল। আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ব্যর্থ হয়েছি।’ উইকেট নিয়ে লিটন আরও বলেছেন, ‘প্রথম দুই ম্যাচের উইকেট, জিনিসটা দেখেন, আমরা সেন্ট ভিনসেন্টে খেলেছি। ১৩০ রান ছিল। আপনি যখন প্রতিদিন নিয়মিত ১৮০–১৯০

রানের উইকেটে খেলবেন। একদিন ব্যর্থ হবেন, পরের দুইটা ভালো করবেন।’ ভারত না আসায় বাংলাদেশের সামনে লম্বা ছুটি। যদিও বিসিবি অন্য দেশের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। সেটি না হলে নিজেদের মতো করেই প্রস্তুতি নিতে হবে এশিয়া কাপের জন্য। এই সিরিজের পারফরম্যান্স এশিয়া কাপ প্রস্তুতিতে কতটা ভূমিকা রাখবে এমন প্রশ্নে লিটন বলেছেন, ‘এই সিরিজ আমাদের খারাপ যায়নি। আমাদের যে উইকেট দেওয়া হয়েছে, আমাদের নিয়ন্ত্রণে না। আমাদের নিয়ন্ত্রণে আমাদের ক্রিকেট। আমরা চেষ্টা করেছি আমাদের সেরা ক্রিকেট খেলার। আমার কাছে মনে হয়েছে আমরা ভােেলা ক্রিকেট খেলেছি। আজকের ব্যটিং আমরা ভালো করিনি। আমরা পুরো সিরিজ বোলিং করেছি। আজকে কিছুটা খারাপ হয়েছে। তবে এটা হয়েই থাকে কোনও

ম্যাচে। কিছু কিছু সময় আপনার উন্নতি করলেও আপনার আরও উন্নতির জায়গা থাকবে। আমরাও জানি আমাদের কোথায় দুর্বলতা আছে। আমি মনে করি এই মুহূর্তে আমরা সঠিক পথেই আছি।’ সিরিজ জেতায় দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন আনে বাংলাদেশ। শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয় পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, তানজিম হাসান সাকিব,মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনকে। তাদের জায়গায় ম্যাচ খেলেছেন নাসুম আহমেদ, সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মিরাজ ও তানজিদ। এত পরিবর্তনের ম্যাচে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করতে হয়েছে বাংলাদেশকে। হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করলেও এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন লিটন, ‘আমরা ভেবেছিলাম প্রথম দুই ম্যাচে যারা খেলেনি, তাদেরকে সুযোগ দিবো। সিরিজ হিসেবে যদি বলি, তাহলে এটা আমাদের জন্য

ইতিবাচক একটা সিরিজ। আমার মনে হয় আমরা সঠিক পথেই আছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে একসঙ্গে সময় কাটাবেন শাকিব-শেহজাদ, থাকবেন বুবলীও দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক, দুজনকে ছাড়পত্র গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, ভর্তি ৩৩১ এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া এআই উন্নয়ন ও নিরাপত্তার ভারসাম্য জরুরি: চীনের প্রধানমন্ত্রী ভারত ‘দক্ষিণ এশিয়ার ইসরাইলে’ পরিণত হয়েছে: সাদিক কায়েম ভারত-সমর্থিত ৩ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে রাশিয়া ইরানে বিচার বিভাগের ভবনে গ্রেনেড হামলা তুরস্কে মুসলিম ব্রাদারহুডের সদস্য আটক, মিশরের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ইঙ্গিত ভেরিফায়েড নকল শাবনূর, বিপাকে আসল শাবনূর সেই গরু বিক্রেতাকে ওমরাহ করতে পাঠালেন অপু বিশ্বাস মশা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ ইসির প্রস্তাবে একমত বিএনপি পরিবর্তন চায় টিআইবি বিমান দেখলে আঁতকে ওঠে শিক্ষার্থীরা থাইল্যান্ডের ৮ জেলায় মার্শাল ল’ জারি সকালের মধ্যে ১১ জেলায় ঝড়ের আভাস খুলনায় ইসলামী ব্যাংকের ভিতর গ্রাহক নির্যাতনে তোলপাড় জলবায়ুজনিত অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে ২.৩ ট্রিলিয়ন ডলার বাংলা বলায় আধার কার্ডধারী ভারতীয় যুবককে পাঠানো হলো বাংলাদেশে