তাহলে ঢাকার বৈঠকে অংশ নিচ্ছে বিসিসিআই! – ইউ এস বাংলা নিউজ




তাহলে ঢাকার বৈঠকে অংশ নিচ্ছে বিসিসিআই!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৫ | ৫:০৭ 48 ভিউ
এশিয়া কাপ আয়োজন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও রাজনৈতিক টানাপোড়েনের পর এবার মিলল বড় স্বস্তির খবর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শেষ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে অংশ নিতে রাজি হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে এ বছরের আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারিত হবে। প্রথমে ভারত এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে অনীহা প্রকাশ করেছিল। বাংলাদেশ ও পাকিস্তান ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে বিসিসিআই বৈঠক বর্জনের ইঙ্গিত দেয়। পাশাপাশি, পাকিস্তানের বিপক্ষে যে কোনো ধরনের দ্বিপাক্ষিক ক্রিকেট থেকেও বিরত থাকার ব্যাপারে কঠোর অবস্থানে ছিল ভারত সরকার ও বিসিসিআই। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে টাইমস অব ইন্ডিয়ার বরাতে

জানা গেছে, বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং অভিজ্ঞ প্রশাসক রাজীব শুক্লা ঢাকায় এই বৈঠকে অনলাইনে অংশ নেবেন। তার উপস্থিতি এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা কিছুটা হলেও প্রশমিত করবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি বুধবার ঢাকায় পৌঁছেছেন। তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫ চলতি বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টটি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও বিবেচিত হচ্ছে। তবে এখনো ভারতীয় দলের অংশগ্রহণ নিশ্চিত নয়। বছরের শুরুর দিকে ‘অপারেশন সিদুঁর’ ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক চরমে উঠেছে। এই

পরিস্থিতিতে বিসিসিআই ঢাকায় কী অবস্থান নেয়, সেটিই এখন দেখার বিষয়। ক্রিকেটীয় দ্বিপাক্ষিক সম্পর্ক ও এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণে ঢাকার এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এখন নজর থাকবে বিসিসিআই তাদের অবস্থানে নমনীয় হয় কিনা এবং ভারতের অংশগ্রহণ নিশ্চিত হয় কি না- এই প্রশ্নের উত্তরেই নির্ভর করছে এশিয়া কাপ ২০২৫ আয়োজনের বাস্তবতা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইউক্রেনের হামলায় রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধানাগারে আগুন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু নদ-নদীর পানি বাড়তে পারে, ৯ জেলায় বন্যার আভাস ছাগলকাণ্ডের সেই মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে অসন্তুষ্ট আদালত, আপ্রাণ চেষ্টার নির্দেশ ‘উৎসাহ ও উৎসব’ বোনাসের লাগাম টানছে সরকার সাদা পাথর লুটকাণ্ডে বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার চাঞ্চল্যকর শিক্ষক হত্যা মামলায় ছেলে গ্রেফতার আইভরি কোস্টের প্রেসিডেন্ট প্রার্থী কে এই ‘লৌহমানবী’ চার্লি কার্ক হত্যাকাণ্ড: ২২ বছর বয়সী উগ্রবাদী তরুণ রবিনসন গ্রেপ্তার কৃষি মন্ত্রণালয়ে সার আমদানিতে নজিরবিহীন লুটপাট নিয়ে ব্যাপক সমালোচনা পুলিশের গাড়ির সামনেই ‘জয় বাংলা’ স্লোগান, উজ্জীবিত আওয়ামী লীগ ইউনূস সরকারের নয়া বন্দোবস্ত: বহির্বিশ্বে হয়রানির শিকার বাংলাদেশি পাসপোর্টধারীরা রক্ষণশীল তারকা রাজনীতিবিদ কার্কের মৃত্যু রক্ষণশীলদের হাতেই? যে কালসাপ লালন-পালন করেছেন এতকাল এখন কেন তার ভয়ে ভীত ডা. জাহেদ? সরকারঘনিষ্ঠ সিন্ডিকেটের দৌরাত্ম্যে জিম্মি শ্রমিকরা, মালয়েশিয়া যাওয়ার খরচ বেড়ে ১ লাখ ৬২ হাজার টাকা পশ্চিমবঙ্গেও নেপালের মতো অভ্যুত্থানের ডাক দিয়ে ১৪ মামলা খেলেন বিজেপি নেতা! জঙ্গিবাদের আঁতুড়ঘর পাকিস্তানে সেনাবহরে জঙ্গি হামলায় ১২ সেনা নিহত, বেহাত সমরাস্ত্র-ড্রোন ভাঙ্গায় ৩ দিন মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা সহকারী শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা