স্যারের ছবির নায়িকা হওয়া আমার জীবনে অনেক বড় পাওয়া : মিম – ইউ এস বাংলা নিউজ




স্যারের ছবির নায়িকা হওয়া আমার জীবনে অনেক বড় পাওয়া : মিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১০:৪৩ 21 ভিউ
বরেণ্য কথাসাহিত্যিক, নাট্যনির্মাতা ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে চিরবিদায় নেন তিনি। সৃষ্টিশীলতা দিয়ে আজও তিনি রয়েছেন সবার মণিকোঠায়। এই গুণীর ১৩তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনয়শিল্পী বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিম বলেন, ‘স্যারের ছবির নায়িকা হওয়া আমার জীবনে অনেক বড় পাওয়া। নিজেকে ভাগ্যবান মনে করি এই জন্য যে, স্যারের সঙ্গে কাজ করতে পেরেছিলাম। তাও আবার প্রথম চলচ্চিত্র। একজন নির্মাতা হিসেবে স্যারকে যতটুকু দেখেছি তাতে মুগ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই। তাকে সব সময় আমার কাছে গল্পের মানুষ মনে হতো। গল্পে যেমন চরিত্র পড়ি, তেমনই একটা চরিত্র ছিলেন তিনি আমার কাছে।’ মিম আরও বলেন, ‘মনে পড়ে, এই

তো সেদিন হুমায়ূন স্যার দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেন। আমি ভয়ে ভয়ে মন্ত্রমুগ্ধ হয়ে তার নির্দেশনা শুনছিলাম। প্রথম সিনেমা, প্রথম এত বড় মানুষের সঙ্গে কাজ করা। ভাবুন অবস্থা তখন কেমন হতে পারে! ‘আমার আছে জল’ সিনেমা মুক্তি পায় ২০০৮ সালে। সিনেমাটির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় আমার। স্যার আমাকে চলচ্চিত্রের নায়িকা বানিয়ে দিলেন। সেই তো শুরু।’ মিমের ভাষ্য, ‘আজ স্যারের মৃত্যুবার্ষিকী। অথচ কখনও মনে হয় না, স্যার পৃথিবীতে নেই। আমাদের চারপাশে স্যারের কাজ এতটাই আবিষ্ট করে রেখেছে যে সব সময় সময় তিনি আমাদের মাঝেই আছেন। আমাদের সঙ্গেই আছেন। ভালোবাসায়, অনুভবে কাজে স্যার আমার মাঝে থাকলেও এটা তো চিরন্তন সত্য স্যার আজ প্রয়াত। আজকের দিনে স্যারকে গভীর

শ্রদ্ধাভরে স্মরণ করছি। যেখানেই থাকুন ভালো থাকুন।’ ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় তিনি প্রথম-স্থান লাভ করেছিলেন মিম। একই বছরে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গাজায় ত্রাণের অপেক্ষায় থাকা ৬৭ জনকে গুলি করে মারল ইসরায়েল চলতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর ৩ যৌথ মহড়া হিসাবের পরিবর্তনে সরকারের ঋণ বাড়ল ৫৬ হাজার কোটি টাকা ইউক্রেনের ড্রোন হামলা, বন্ধ মস্কোর বিমানবন্দর দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোজুড়ে বিমানবন্দর বন্ধ চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন ৭ বছর পর গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হলো বদিকে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল রাশিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব জেলেনস্কির, প্রস্তুত পুতিন পর্যটন খাতে অবহেলা, ক্ষুব্ধ কাশ্মীর ও গিলগিট-বালতিস্তানের বাসিন্দারা সিরিয়ায় দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা কে এই হিকমাত আল হিজরি কনসার্টে সহকর্মীকে আলিঙ্গন, পদত্যাগ করলেন সেই সিইও ৪৮তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ যুদ্ধবিরতির পরেও সাম্প্রদায়িক সহিংসতা অব্যাহত সিরিয়ায় পাকিস্তানকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের দেশে ফিরতে কাঁদছে বাংলাদেশে পুশইনের শিকার ভারতীয় দম্পতি কোনোরকমে একশ’ ছুঁয়ে অলআউট পাকিস্তান জব্দ করা সম্পত্তি বিক্রির কথা নয় : দুদক স্বজনরা রাজি না হওয়ায় লাশের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি: হাসপাতাল কর্তৃপক্ষ