জিএসএলের ফাইনালে হৃদয় ভাঙল রংপুর রাইডার্সের – ইউ এস বাংলা নিউজ




জিএসএলের ফাইনালে হৃদয় ভাঙল রংপুর রাইডার্সের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুলাই, ২০২৫ | ১০:৩২ 19 ভিউ
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে টুর্নামেন্টের দ্বিতীয় আসরেও ফাইনালে উঠেছিল রংপুর। কিন্তু চ্যাম্পিয়ন হওয়া হলো না। ৩২ রানের হারে হতাশ হতে হয়েছে দলটির। বড় রান করে জয় তুলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। শনিবার বাংলাদেশ সময় ভোরে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক দল গায়ানা অ্যামাজন। শুরুতে এভিন লুইস ফিরলেও টপ অর্ডারের অন্য দুই ব্যাটার জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের ফিফটিতে ৩ উইকেটে ১৯৬ রানের বড় পুঁজি পায় গায়ানা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-২০ বিশ্বকাপ জেতা ওপেনার চার্লস ৪৮ বলে ৬৭ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন। তার ব্যাট

থেকে ১১টি চার ও একটি ছক্কা আসে। তিনে নামা গুরবাজ ৩৮ বলে ৬৬ রান করেন। ছয়টি চারের সঙ্গে চারটি ছক্কা তোলেন এই আফগান ব্যাটার। তারা ১২৭ রানের জুটি গড়েন। ওই ভিত্তির ওপর দাঁড়িয়ে শেষটায় রোমারিও শেইফার্ড ৯ বলে ২৮ রানের ঝড় দেখান। তিনটি ছক্কা ও এক চার মারেন তিনি। শেরফান রুদারফোর্ড ১৫ বলে ১৯ রান করেন। বড় রান তাড়ায় নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্স। ওপেনার ইব্রাহিম জাদরান (৫) ও সৌম্য সরকার (১৩) বলার মতো রান পাননি। তিনে নামা কাইল মেয়ার্সও (৫) ব্যর্থ হন। চারে নামা সাইফ হাসান ও পাঁচে নামা ইফতিখার

আহমেদ ৭৩ রানের জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন। কিন্তু তারাও ১৫ রানের ব্যবধানে আউট হওয়ায় হারের পথে পা বাড়ায় রংপুর। সাইফ ২৬ বলে তিনটি করে চার ও ছক্কায় ৪১ রান করেন। ইফতিখার ২৯ বলে ৪৬ রান যোগ করেন। তার ব্যাট থেকে চারটি ছক্কা ও একটি চার আসে। শেষটায় মাহিদুল ইসলাম অঙ্কন ১৭ বলে তিন ছক্কা ও এক চারে ৩০ রান যোগ করে হারের ব্যবধান ছোট করেন। রংপুর রাইডার্স ১ বল থাকতে ১৬৪ রানে অলআউট হয়। গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস দারুণ বোলিং করেছেন। তিনি ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নেন। দুই স্পিনার ইমরান তাহির ও গুদাকেশ মতি যথাক্রমে

৩৯ ও ৩২ রান দিয়ে নিয়েছেন ২টি করে উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বাধিক উইকেট নেওয়া খালেদ আহমেদ এদিন খরুচে ছিলেন। ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চলতি সপ্তাহে লঘুচাপ সৃষ্টির আভাস এখনো ভারতকে নিজেদের আকাশসীমায় ঢুকতে দিচ্ছে না পাকিস্তান স্যারের ছবির নায়িকা হওয়া আমার জীবনে অনেক বড় পাওয়া : মিম পাকিস্তানের পাঞ্জাবে বন্যায় মৃত্যু বেড়ে ৭১, আরও বর্ষণের পূর্বাভাস এবার বলিউডে বড় চমক দিতে চলেছেন শ্রীলীলা বাংলাদেশি বিজ্ঞানীর আবিষ্কারের পথে প্লাস্টিকের বিকল্প “বৃটেনের কার্ডিফ শাহ্‌ জালাল মসজিদ এন্ড ইসলামিক কালচারেল সেন্টারের নতুন কমিটি গঠন ক্যালিফোর্নিয়ার গাঁজা খামারে অভিবাসন অভিযানে মৃত্যু ১, গ্রেপ্তার ২০০ যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীরা আইন লঙ্ঘন করলে বৈধতা বাতিল এক সপ্তাহে ঢাকা স্টকের মূলধন বেড়েছে সাড়ে ১০ হাজার কোটি টাকা শ্রদ্ধা–ভালোবাসায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন পাকিস্তানের পাঞ্জাবে প্রবল বৃষ্টিপাত, দুই দিনে ৭১ জনের মৃত্যু গোপালগঞ্জে কারফিউ বাড়ল রোববার সকাল ৬টা পর্যন্ত ভারত-পাকিস্তান সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়: ট্রাম্প শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয় কলাপাড়ায় ইউএনওর পুকুরে মিলল জীবন্ত ইলিশ যেভাবে প্রশ্ন করা যাবে হোয়াটসঅ্যাপে! আর্থিক অন্তর্ভুক্তিতে পিছিয়ে বাংলাদেশ ১৪ ঘণ্টার জন্য শিথিল গোপালগঞ্জের কারফিউ ইসরায়েলি হামলায় গাজায় আরও ৪১ প্রাণহানি