ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
সব ছাড়ার ইঙ্গিত দিয়ে নেহা বললেন, আমাকে বাঁচতে দিন
শীতার্ত মানুষের জন্য আগামীকাল গাইবে চার ব্যান্ড
দুই সিনেমায় তমা মির্জা
৭২ বয়সে আত্মজীবনী লিখলেন অঞ্জন দত্ত
আমি অভিনেতা, প্রতিটি মাধ্যমে অভিনয় করে যেতে চাই: সোহেল মণ্ডল
বছরের প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেশীয় দুই সিনেমা
মারা গেছেন ভারতের বর্ষীয়ান সংগীতশিল্পী সমর হাজারিকা
এবার রণবীরের নায়িকা হচ্ছেন শ্রীলীলা
দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শ্রীলীলা এবার বলিউডে আরও বড় চমক দিতে চলেছেন। কার্তিক আরিয়ানের সঙ্গে রোমান্সের পর দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার জুটি বাঁধছেন দুই শক্তিশালী তারকা রণবীর সিং ও ববি দেওলের সঙ্গে। সিনেমার নাম এখনো গোপন, তবে বলিউডের এই বহুল প্রতীক্ষিত এই ছবি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে উত্তেজনা তৈরি করেছে। আর শ্রীলীলার যুক্ত হওয়ায় সে উত্তেজনায় যেন নতুন মাত্রা যোগ হয়েছে।
ফিল্মফেয়ার সূত্রে জানা যায়, রণবীর সিং, ববি দেওল এবং শ্রীলীলা, এই তিন তারকাই নিজেদের চরিত্রের জন্য নিজেকে নতুন করে গড়ছেন। এটি এমন এক প্রকল্প, যা তাদের অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করতে চলেছে। যদিও সিনেমাটি নিয়ে অফিসিয়ালি কিছু
ঘোষণা করা হয়নি, তবে এটুকু স্পষ্ট যে এই নতুন জুটি নিয়ে দর্শক মনে জোরদার প্রত্যাশা তৈরি হয়েছে। সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া কিছু ছবিতে ববি দেওলকে দেখা যায় একেবারে নতুন ও আগের চেয়ে অনেক বেশি রগচটা লুকে। এতে করে ছবিটির ব্যাপ্তি ও আকার নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। এদিকে রণবীর সিং এবার ‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে একটি বড় বাজেটের বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন। এই বিজ্ঞাপনচিত্রে রণবীরের সঙ্গে থাকছেন ববি দেওল, শ্রীলীলা এবং কমেডির শক্তিশালী মুখ রাজপাল যাদব। বিজ্ঞাপনটি একটি “অ্যাকশন-কমেডি এনসেম্বল”, যেখানে থাকবে অ্যাটলির নিজস্ব স্টাইলের স্ট্যান্ট ও চমকপ্রদ ভিজ্যুয়াল। সবমিলিয়ে এটি হতে যাচ্ছে এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা।
ঘোষণা করা হয়নি, তবে এটুকু স্পষ্ট যে এই নতুন জুটি নিয়ে দর্শক মনে জোরদার প্রত্যাশা তৈরি হয়েছে। সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া কিছু ছবিতে ববি দেওলকে দেখা যায় একেবারে নতুন ও আগের চেয়ে অনেক বেশি রগচটা লুকে। এতে করে ছবিটির ব্যাপ্তি ও আকার নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। এদিকে রণবীর সিং এবার ‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে একটি বড় বাজেটের বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন। এই বিজ্ঞাপনচিত্রে রণবীরের সঙ্গে থাকছেন ববি দেওল, শ্রীলীলা এবং কমেডির শক্তিশালী মুখ রাজপাল যাদব। বিজ্ঞাপনটি একটি “অ্যাকশন-কমেডি এনসেম্বল”, যেখানে থাকবে অ্যাটলির নিজস্ব স্টাইলের স্ট্যান্ট ও চমকপ্রদ ভিজ্যুয়াল। সবমিলিয়ে এটি হতে যাচ্ছে এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা।



